Better Life With Steem || The Diary game || 11th December 2024

in Incredible India11 months ago

Hello Everyone ,,,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। গতদিনের মত আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি দিনের কার্যক্রম শেয়ার করতে। চলুন তাহলে শুরু করা যাক...

IMG20241211172252.jpg

সকাল বেলা 🌄

প্রতিদিনের মত আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে সকাল সকাল উঠে রাস্তায় বেরিয়ে পড়লাম হাঁটার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে চলে গেলাম বিলের পাশে। রাস্তার সাইডেই বিল।

যাই হোক, বিলের পাশে যেয়ে দেখি বিলের এবং রাস্তার সাইডে থাকা ঘাসের উপর বিন্দু বিন্দু শিশিরের কণা জমেছে। সকাল বেলা শিশিরে ভেজা সেই ঘাসের উপর সূর্যের কিরণ এসে ঝলমল ঝলমল করতিছে। সেই ঝলমলে ঘাসের উপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল।

তাই হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম। এভাবে অনেক সময় ধরে হাঁটাহাঁটি করলাম। তারপর বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে এসে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সকালের খাওয়া শেষ করলাম।

সকালের খাওয়া দাওয়া শেষ করে আমার রুমটা পরিস্কার করলাম। রুমের ভিতরের জিনিস পত্র, জামা কাপড় এলোমেলো অবস্থায় পড়ে ছিল সেগুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখলাম।

IMG20241211172106.jpg

দুপুর বেলা + বিকাল বেলা 🌻

আজ দুপুর বেলা তেমন কোনো কাজ না থাকায় স্নান করে এসে ফোনে ভিডিও দেখতে লাগলাম। দুপুর বলা ভুল হবে তখন প্রায় বিকাল বেলা পড়ে গেছে। আসলে শীতকালে দুপুর বেলা আর বিকাল বেলার ভিতর তেমন কোনো পার্থক্য লক্ষ করা যায় না।

যাই হোক, শুয়ে পড়ে ভিডিও দেখতেছি তখন @tanay123 দাদা আসে। এসে বলে আমাদের পরিবারে নতুন সদস্য জয়েন হবে তাই তাদের ছবি তুলে দিতে হবে।

আপনারা তো সবাই জানেন যে steemit প্লাটফর্মে নতুন জয়েন হতে গেলে একজনের রেফারেন্স-এ জয়েন হতে হয় এবং রেফারেন্স সহ নিজের ছবি ভেরিফিকেশনের জন্য আপলোড দিতে হয়।

তাই ওদের ছবি তুলে দিতে রাস্তায় চলে এলাম এবং ওদের ছবি তুলে দিলাম। ওদের ছবি তুলে দেওয়া হয়ে গেলে আমরা নিজেরাও একটু ফটোগ্রাফি করলাম।

যাই হোক, অনেক কথা বললাম। এবার @avishek93 নতুন সদস্যকে আমাদের পরিবারে স্বাগত জানাই। আমরা আশা রাখি সেও আমাদের মত এই প্লাটফর্মে সততার সহিত কাজ করবে এবং আমাদের পরিবারটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

IMG20241211200031.jpg

সন্ধ্যা বেলা 🙏

বাড়ির পাশে রাঁধা গোবিন্দ মন্দির। আজ মন্দিরে একাদশি উপবাস উপলক্ষে নাম কীর্তন হবে সবাইকে যেতে বলেছে। তাই সন্ধ্যা বেলা বাড়ি এসে হাঁটতে হাঁটতে মন্দিরে গেলাম।

যেয়ে দেখি মন্দিরে এখনো অনুষ্ঠান শুরু হইনি। এখনো মন্দির গোছানোর কাজ চলতিছে। একটু পরে অনুষ্ঠান শুরু হবে।

IMG20241211200328.jpg

মন্দিরে ছোট একটি মাঠ আছে। অনুষ্ঠান শুরু হতে দেরি হচ্ছে বলে সবাই মন্দির মাঠে ব্যাডমিন্টন খেলতিছে। এখানে শীতের সময় প্রতিদিনই ব্যাডমিন্টন খেলা হয়, আজও হচ্ছে।

আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 11 months ago 

আপনার দিনের অভিজ্ঞতা পড়ে খুবই ভালো লাগলো। দিনের শুরুটা প্রকৃতির সাথে হাঁটার মাধ্যমে শুরু করা সত্যিই প্রশান্তিদায়ক। শিশিরে ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটার অনুভূতি যেন মনকে সতেজ করে দেয়।
পরিবারের নতুন সদস্যকে Steemit প্ল্যাটফর্মে যুক্ত করার মুহূর্তগুলোও বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন। এটি আপনার আন্তরিকতা এবং অন্যদের সাহায্য করার মনোভাবকে প্রকাশ করে।

মন্দিরে একাদশী উপলক্ষে নাম কীর্তনের আয়োজন এবং ব্যাডমিন্টন খেলার পরিবেশ শীতকালীন সন্ধ্যাকে আরও আনন্দময় করে তুলেছে।
আপনার দিনটি খুবই সৃজনশীল এবং মনোরম কাটিয়েছে। পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

 11 months ago 

আমাদের সকলেরই উচিত দিনের কিছুটা সময় প্রকৃতির সাথে কাটানো। প্রকৃতির সতেজতা আমাদের মনকে সতেজ করে তোলে। এতে করে আমাদের কাজ করতে করতে যে একঘেয়েমি ভাব আসে সেইটা কেটে যাবে।

হ্যাঁ আমাদের পরিবারে আরেকজন নতুন সদস্য যুক্ত হয়েছে। যে যুক্ত হয়েছে সে আমাদের গ্রামের। আমাদের কাজ করা দেখে সে কাজের ইচ্ছা প্রকাশ করে। এই জন্য আমি এবং আমাদের পরিবারের একজন মাডারেটরের সাহায্যে তাকে আমাদের পরিবারে যুক্ত করি।

শীতকালে ব্যাডমিন্টন খেলা প্রত্যেক জায়গায় প্রচলিত। শীতকালে ব্যাডমিন্টন খেলার মাধ্যমে আমাদের শরীর গরম থাকে এবং আলাদা ভাবে ব্যায়াম করার প্রয়োজন পড়ে না।

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 110268.26
ETH 3863.70
USDT 1.00
SBD 0.58