My weekly report (Moderator & Discord in Charge)|| 22th March-2023||
![]() |
---|
Edited by canva |
---|
Hello Everyone,
সকলকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা। আরো একটি দুর্দান্ত সপ্তাহ অতিবাহিত করলাম আপনাদের সকলের সাথে। সেই সাথে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি এবং আরো নতুন কিছু শিখতেও পেরেছি।
আপনারা ইতোপূর্ব থেকেই সকলের অবগত রয়েছেন যে প্রতিবেদন লেখাটি সম্পূর্ণ কাজের উপর নির্ভর করে লেখা হয়। আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি কমিউনিটি এবং কমিউনিটিতে আমার কার্যাবলী সম্পর্কিত কিছু তথ্য।
|
---|
![]() |
---|
আমাদের প্রতিনিয়ত যেমন এক খাবার খেতে ভালো লাগে না ঠিক তেমনি প্রতিনিয়ত একঘেয়েমি কাজ করতে ভালো লাগেনা। যদিও আমরা বলি কিন্তু কোথাও যেন আমাদের একটা ক্লান্তি চলে আসে।
আর এই বিষয়টি মাথায় রেখেই আমাদের কমিউনিটি কর্তৃপক্ষের এই বিশেষ আয়োজন, প্রতি সপ্তাহে এবং যেখানে রয়েছে এক বিনোদনের সমারোহ। যারা hangout এ অংশগ্রহণ করেন তারা অবশ্যই আমার এই কথাটির সাথে সহমত পোষণ করবেন।
|
---|
![]() |
---|
কমিউনিটি কর্তৃপক্ষ যে শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না। আপনারা যারা আমাদের এই কমিউনিটিতে অর্থাৎ পরিবারের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের প্রত্যেকেরই জানা যে সপ্তাহে বর্তমানে আমাদের দুইটি টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়।
এই টিউটোরিয়াল ক্লাসের একটাই উদ্দেশ্য যে সকল স্টিমিয়ানদেরকে সঠিক পথে চলতে সহযোগিতা করা। সেই সাথে স্টিমিট platform এর সকল নিয়ম শৃঙ্খলা গুলো ধাপে ধাপে সকলকে জানানো।
আমাদের কমিউনিটি কর্তৃপক্ষ যে শুধু ক্লাস করানোতেই সীমাবদ্ধ তাও কিন্তু না এটা আপনারাও জানেন। ইতিপূর্বে ই আমাদের টিউটোরিয়াল ক্লাসের উপর ভিত্তি করে প্রথম ধাপের একটি পরীক্ষা ও নেওয়া হয়েছে।
এমনকি আমি লক্ষ্য করেছি যারা ওই পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে তাদের কাজের ধরন পূর্ব থেকে অনেক উন্নত হয়েছে।
|
---|
প্রথমত সকলকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই। দেখুন এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্রের। প্রতিনিয়ত আমরা কোনো না কোনো ভাবেই পরীক্ষা দিয়েই চলেছি।
তার থেকেও সহজে আপনারা একটা জিনিস উপলব্ধি করতে পারবেন যে কেউ আপনার জন্য কোন চেয়ার ছেড়ে দিবে না। বরং এটাকে আপনার অর্জন করে নিতে হবে। আর এই অর্জনটা কিন্তু খুব বেশি কঠিন না আবার একেবারেই যে সহজ তাও ঠিক না।
কিন্তু আপনার বা আমার দ্বারা এটা অর্জন করে নেয়া সম্ভব। সঠিক নিয়ম-শৃঙ্খলা এবং সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে চললে এই চেয়ারটা অর্জন করা সম্ভব।
|
---|
![]() |
---|
আমাদের পরিবারের প্রতিটি সদস্য খুবই গুরুত্বপূর্ণ। তারা তাদের সৃজনশীলতা প্রতিনিয়ত কমিউনিটিতে উৎস্বর্গ করেন। আর এটা কে যাচাই-করণের কিছু দায়িত্ব রয়েছে আমার ওপর।
আমি কর্তৃপক্ষের নিয়ম অনুসরণ করে সব সময় সঠিকভাবে করার চেষ্টা করি। এবং এখানে অনেক ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোর প্রত্যেকটি অনুসরণ করে যখন আমি কোন পোস্ট যাচাই করি।
যেহেতু এটা আমার পরিবার তাই সকল সদস্যকে নিজের জায়গা থেকে উৎসাহিত করা আমার গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে।
![]() |
---|
সেই সাথে আমি আমার একটি গুরুত্বপূর্ণ হিসেবে নিয়েছি নিউ কামার্স কমিউনিটিতে নজর রাখা। সেখানে যারা নতুন হিসেবে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত, তাদেরকে সঠিক পথ নির্দেশনার মাধ্যমে এই প্লাটফর্মে কাজ করার জন্য উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ করার চেষ্টা করা।
এমনকি আমি লক্ষ্য করেছি তাদের অনেকেই ইতিবাচক মনোভাব বা মন্তব্য প্রকাশ করে আমার মন্তব্যের উত্তরে। সেই সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত নতুন ভাই ও বোনেরা আমাদের পরিবারের সাথে।
![]() |
---|
এই ফটোগ্রাফি দুইটিতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কিছু ভিন্নতা রয়েছে। আর এটার কারণ হচ্ছে প্রথম প্রতিবেদনের পর যখন ভাই ও বোন এদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম।
তারপর তাদের সাথে কুশল বিনিময় এবং এ বিষয়ে উপকারিতা ও অপকারিতা সেই সাথে কিভাবে সামনে আলো ভালো করা যায় এটা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম।
একটু হলেও যারা মনোযোগের সাথে বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন তাদের উন্নতি পরিলক্ষিত হয়েছে।
![]() |
---|
তাছাড়া আমাদের কমিউনিটিতে মুমি ন সুযোগ রয়েছে এই মুহূর্তে। আর আমি এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় এডমিন মহোদয়া @sduttaskitchen দিদিকে, তার দিকে তো সোনা অনুসরণ করে সহযোগিতা করি।
![]() |
---|
![]() |
---|
সপ্তাহ শেষে আবারো আমরা আমাদের কমিউনিটির super active user হিসেবে দেখতে পাচ্ছি @memamun ভাই কে। অভিনন্দন আপনাকে। তবে সবার উদ্দেশ্যে একটা কথা বলব মন্তব্য নিয়ে। অবশ্যই আপনারা লেখার বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে মন্তব্য করার চেষ্টা করবেন।
আপনার ওয়ালেট দেখে নিবেন ভাই। আমি ইতিমধ্যে steem পাঠিয়েছি আপনার wallet এ। আপনার এই সক্রিয়তা সত্যিই মনোমুগ্ধকর। এভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলুল সামনের দিকে।
আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সকল সহযোদ্ধা ভাই ও দিদিদের। @sduttaskitchen @sampabiswas @mayedul @mahir4221 আমার প্রতিটা সফল কাজের অংশীদার আমার শ্রদ্ধেয় এই ব্যক্তিবর্গ।আমরা একটা পরিবার তাই আমাদের কাজগুলো পরিবারেরই অংশ, সেই সাথে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আমাদের পরিবারের সদস্য সংখ্যা।
আমার আজকের সাপ্তাহিক প্রতিবেদন সম্পর্কিত লেখাটি এখানেই সমাপ্ত করছি। আগামী সপ্তাহে আবারো দেখা হবে আপনাদের সাথে এভাবে একটি প্রতিবেদন নিয়ে।
Regards :
@piya3
আসলেই আপনি ঠিক বলেছেন, আমাদের জীবনটা একটা পরীক্ষার ক্ষেত্র, প্রতিদিনই আমাদের নতুন কোন না কোন পরীক্ষার প্রস্তুতি নিতে হয়।
অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও, সাপ্তাহিক রিপোর্ট এত সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভালো থাকবেন।
প্রথমত আপনি সাপ্তাহিক প্রতিবেদনের বিষয়ে সুন্দর আলোচনা করেছেন। আসলেই সম্পুর্ন কাজের উপর ভিত্তি করেই লেখা হয়। প্রতিটি কাজেরই একটা প্রতিবেদন রয়েছে। যেমন আমাদের মাদ্রাসায় গ্রুপ ভিত্তিক শিক্ষকদের সাপ্তাহিক /মাসিক প্রতিবেদন হয়, এবং সেটা পর্যালোচনাও হয়। প্রতিবেদনে কোন শিক্ষকের ছাত্র কেমন পারফরম্যান্স করলো। কী কী অর্জন করলো, এসব বিষয়ে। যেমনটি আপনি আমাদের পারফরম্যান্স নিয়ে পোস্ট আকারে প্রতিবেদন প্রকাশ করেন।
স্টিমিটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন, তাহলো টিউটোরিয়াল ক্লাস। আমি সপ্তাহে আর কিছু মিস করলেও টিউটোরিয়াল ক্লাস মিস করিনা। যেখানে ইতিপূর্বে শিখতে পেরেছি, স্টিমিটে পথচলার বিভিন্ন নিয়মকানুন। আবার সেই ক্লাসের উপর পরিক্ষাও নেওয়া হয়েছে। মজার বিষয় হলো - সেই পরিক্ষায় বিজয়ীদের মধ্যেও আমার মত অধম ব্যক্তি অন্তর্ভুক্ত হয়েছি। এই অর্জনের পিছনে কৃতিত্ব একমাত্র আমার কমিউনিটির সকল মডারেটরগন ও এডমিন দিদির, যাদের লেকচারেই আমি অর্জিত হয়েছিলাম।অবশ্যই তাদেরকে অন্তর স্থল থেকে ধন্যবাদ।
আপনার পোস্টটিতে আরো কিছু রিপোর্ট উপস্থাপন করেছেন, সবগুলো কালেক্ট করে মন্তব্য করার সাধ্য হলো না। তবে শেষের দিকে দেখতে পেলাম, কমিউনিটির সকল সদস্যদের মধ্যে আমাকে সুপার এক্টিভ ইউজার হিসেবে নির্বাচিত করেছেন। আসলে আপনাদের এই কার্যক্রম টা খুবই ভালো লাগে। কারন এতে সদস্যদের উৎসাহ যোগায় কাজের প্রতি। সর্বশেষে বলি আপনার সাপ্তাহিক রিপোর্ট পোস্ট পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
হুম দিদি আপনি ঠিকই বলেছেন আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করে এই কমিউনিউটি তে কিভাবে কাজ করে হয় এগুলো আমাদের প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছেন বুঝিয়ে যাচ্ছেন ৷ আপনাদের এই দায়িত্ব থেকে আমরা অনেকে অনেক কিছু শিখতে পারতেছি এবং বুঝতে পারতেছি ৷ আমাদের সুবিধার্থে আপনারা প্রতিনিয়ত আমাদের পাশে রয়েছেন ৷
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও, সাপ্তাহিক রিপোর্ট এত সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য ৷
ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দিদি ৷ শুভ কামনা রইলো ৷
আসলে আপু আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কারণ, আমাদের সব সময় সব বিষয়ে উপর এত সুন্দর ভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য।
আর একটি কথা না বললেই নয়, এখানে সবাই হেল্পফুল মানুষ। আমি এই প্ল্যাটফর্মের সাথে জড়িত হয়ে আসলে আমি আনন্দিত।
কারন এখানে সবাই পরিবারের মতন।
আমাদের নতুনদের জন্য দোয়া করবেন যাতে প্লাটফর্মের সাথে সমস্ত নিয়ম কারণ মেনে আমরা চলতে পারি, এবং নিয়ম অনুযায়ী কাজ করতে পারি।
বরাবরের মতোই সুন্দর একটি রিপোর্ট উপস্থাপন করেছেন দিদি। আপনিসহ আরও যারা দায়িত্বশীল আছেন সবাই ভীষণ আন্তরিক। ধন্যবাদ দিদি।