Better life with steem || The Diary Game || My 2nd January diary ||

in Incredible India8 months ago
Life Lately.png
Made by Canva

Hello Everyone.

কিছুদিন হল শীতের সকালে কুয়াশা একটু বেশি পরছে তাই তো সকালবেলা সূর্য আলো দেখা যায় না । সকাল বেলা প্রকৃতির উষ্ণ ভালোবাসা এবং নতুন বছর বরণ করার সে আনন্দের রেশ এখনো সবার মনে রয়ে গেছে ।আশা করি সবার দিনগুলো খুব সুন্দর ভাবে উদযাপন করছেন এবং সকলে সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদ নিয়ে ভালোই আছি ।
IMG20240103071231.jpg
সকালের আকাশ

আজ কেমন যেন উঠতে ইচ্ছে করছে না ।প্রতিদিন সেই একই রুটিন সকালে উঠে নাস্তা করো ,বাচ্চাকে নিয়ে কোচিংয়ে যাও, রান্না করো ।মাঝে মাঝে মনে হয় এই রুটিনটা যদি একটু ব্যতিক্রম করা যায় তবে মন্দ হয় না। কিন্তু আমরা যারা গৃহিণী তারা চাইলেও ইচ্ছেমতো রুটিন পরিবর্তন করতে পারি না ।

IMG20231231095803.jpg
সকালের নাস্তা

আমাদের ঘড়ির কাটার মতোই ঘুরতে হয় একই নিয়মে ।মাঝে মাঝে মনে হয় এই রুটিনের পরিবর্তন কবে আসবে ? এই আজব চিন্তা-ভাবনা করতে করতে সাতটা বেজে গেল । অবশেষে কম্বল থেকে উঠে বারান্দায় আসলাম তখনো সূর্য মামার দেখা মিলল না । কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডা বাতাস বইছে ।ফ্রেশ হয়ে নিলাম ।সংসারের টুকিটাকি কাজ করে নিলাম ।আজকে নাস্তা বানাতে ইচ্ছা করছে না। কফি ও কেক দিয়ে সকালের নাস্তা সেরে নিলাম ।

IMG20240101124401.jpg
দুপুরের খাবার

স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিলাম। কি রান্না করবো? কি রান্না করবো ? ভেবে পাচ্ছি না কোন কিছুই রান্না করতে ইচ্ছে করছে না । শুধু চিকেন আর ভাত রান্না করলাম । মা-মেয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম ।কিছুক্ষণ বিশ্রাম নিলাম । উঠে আমার প্রিয় কমেউনিটিতে একটি পোস্ট করলাম । আর স্টিমিট প্ল্যাটফর্মের পোস্টগুলো পড়ছিলাম হঠাৎ জুয়েলারি দোকান থেকে কাকা ফোন দিল ।আমার শাখা চলে এসেছে এবং এটাতে স্বর্ণ সেট করতে হবে তাই স্বর্ণ সেট করার আগে শাখা একবার দেখে আসতে বলেছিল ।দোকানটি আমাদের বাসা থেকে কাছেই ছিল তাই আমি বিকেলবেলা তার দোকানে গেলাম ।

IMG20240102171331.jpg
জুয়েলারি দোকান

দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধির সাথে সাথে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোর মূল্য বেড়ে গেছে ।এই একজোড়া শাখা আমি চার বছর আগে ১১০০ টাকা (বাংলাদেশী মূল্য) দিয়ে নিয়েছিলাম এখন আমাকে ২৬০০ টাকা (বাংলাদেশী মূল্য) দিয়ে নিতে হচ্ছে। আমার যে স্বর্ণের পাতটি ছিল সেটাই এখানে সেট করব ।কারণ বর্তমান সময় স্বর্ণ যে মূল্য সেখানে নতুন স্বর্ণ গড়ানো খুবই কঠিন বিষয় ।

IMG20240102195200.jpgIMG20240101190003.jpg
সন্ধ্যার নাস্তা

বাসায় সে সন্ধ্যাকালীন প্রার্থনা করে নিলাম। সন্ধ্যার নাস্তায় মেয়ের জন্য পিয়াজু বানিয়ে দিলাম সঙ্গে কফি বানিয়ে ছিলাম ।তারপরও মনটা কেন যেন ভাল লাগছিল না ।দোতলার আন্টির বাসায় বিড়ালের নতুন সদস্য এসেছে তাই ভাবছি ওর সঙ্গে কিছুক্ষণ দুষ্টামি করে আসি। বড় মিনির বয়স ১২ বছর । ছোট মিনির বাচ্চাটি কদম ফুলের মত মিষ্টি ।ওর নাম রাখা হয়েছে ঋণী। অবশ্য চারটা বাচ্চা হয়েছিল, তিনটে বাচ্চা মারা গিয়েছে ।শুধুই ঋণী সুস্থ আছে এবং ভালো আছে ।

IMG20240102213851.jpg
IMG20240102213724.jpg
IMG20240102213836.jpg
IMG20240102213857.jpg

বড় মনি খুবই আদর কাতুরে ।অন্য বিড়ালকে আদর করলে তা সে সহ্য করতে পারে না। সকল ভালোবাসা সে নিজে পেতে চায়। ওদের সঙ্গে অনেক দুষ্টামি করলাম এবং আমার মনটা অনেকটা ভালো হয়ে গেল। সত্যি মানুষের থেকে গৃহপালিত পশু গুলো অনেক ভালো ।ওদেরকে ভালোবেসে যদি একবার পোষ মানানো যায় তবে ওরা কখনো মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করে না। কিন্তু আমরা মানুষ মানুষের সাথে সারাক্ষণই একটাই চিন্তা করি, কখন ওর থেকে বড় হব ,কিভাবে অন্যকে ঠকানো যায় , সব সময় আমরা নিজেদের চিন্তা করি ।

IMG20240102213125.jpgIMG20240102213220.jpg

বাসায় এসে কিছুক্ষণ পরে রাতের খাবার খেয়ে নিলাম । এই ছিল আমার গতকালের দিনটি ।আপনাদের দিন টি কেমন ছিল তা আমাদের সাথে শেয়ার করতে পারেন ।আমরা যেহেতু মানুষ গুলো ভিন্ন তাই আমাদের চিন্তা ভাবনা ও ভিন্ন। ২০২৪ সাল সবার ভালো কাটুক সেই আশা রেখে আজকের এখানে বিদায় নিচ্ছি ।


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNvFCJzqoA9C9wDS4x3vhCwFrmeF6c4pVdZsTqJEjgoYJP1hipivzs2v2iK2pQ1JkjXfSzwyAva.png


Sort:  
Loading...
 8 months ago 

ঠিকই বলেছেন আমাদের গৃহিনীদের জীবন এত বিরক্তিকর। এখনতো তবু মেয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে সময় কোনদিক দিয়ে কেটে যায় টের পাচ্ছেন না।একটা সময় আসে যখন সময় যেতে চায়না।
আমার এই অবস্থা শুরু হ'য়ে গিয়েছিলো ছেলেরা ৭/৮ ওঠার পর থেকেই। কারন সবকিছুই বাসার পাশেই।
এজন্যই অস্থিক হয়ে উঠে ছিলাম কিছু করার জন্য।
আর তখনই স্টিমিট প্ল্যাটফরমে আসা।
এখন ভালো লাগে যে এটা ভেবে এখন নিজের একটা আইডেন্টিটি আছে সাথে আপনাদের সবার সাথে পরিচয় হওয়া ও সুখ দুঃখ প্রকাশ করতে পারা একটা বাড়তি পাওয়া।
ভালো লাগলো আপনার লেখা পড়ে।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

সঠিক বলেছেন আপু , স্টিমিট প্লাটফর্ম টা আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। আমরা এখানে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি এবং অন্যের পোস্টগুলো পড়ে নিজেদের কষ্টটা বুঝতে ভুলে থাকতে পারি।

হয়তোবা আপনিও অনেক সময় পাচ্ছেন এখন যেহেতু ছেলেরা বড় হয়ে গেছে। তারপরও কিন্তু দেখেন অনেক সময়ের ভিতরেও আপনার নিজের জন্য কিন্তু সময় পাওয়া যায় না। আসলে মায়েদের অবসর বলতে কোন সময় নেই।
আশা করি স্টিমিট প্ল্যাটফর্মে, আমাদের এই নতুন পরিবার, নতুন সম্পর্কটা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এভাবে সবসময় পাশে থাকবেন।

 8 months ago 

শীতের সময়টা এত পরিমাণে ঠান্ডা পড়ছে যেটা হয়তোবা বলে বোঝাতে পারবো না। কুয়াশার কারণে সারাটা দিন কিছুই দেখা যাচ্ছে না, এত ঠান্ডা মনে হচ্ছে সারা বছরের ঠান্ডা এখন এসে একেবারেই শেষ হচ্ছে। আসলে প্রতিদিনের রুটিন আমরা যদি একটু চেঞ্জ করতে পারতাম। তাহলে হয়তো বা আমাদের জীবনটা একটু চেঞ্জ হতো তো কিন্তু আমাদের জীবনটাই এমন।

আপনি দ্রব্যমূলের কথা বলছেন প্রত্যেকটা জিনিসের দাম বর্তমান সময়ে আকাশ ছোঁয়া। আপনি যে জিনিস গত চার বছর আগে ১১০০ টাকা দিয়ে কিনেছেন সেই জিনিস এখন ২৬০০ টাকা। তাহলে ভেবেই দেখুন কত পরিমানে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে প্রত্যেকটা জিনিসের দাম দিন দিন যেন আগুনের মত হয়ে যাচ্ছে। জানিনা ভবিষ্যতে কি হবে, ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

 8 months ago 

আপনার শত ব্যস্ততার মাঝেও আমার পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ আমাদের একটাই জীবন এবং একই নিয়ম এভাবেই চলবে ।মায়েদের কোন অবসর বলতে আমি কিছুই দেখছি না ।আমার শাশুড়ি মাকে দেখে এসেছি, আমার নিজের মাকে দেখে এসেছি এবং তাদের দেখানো পথেই আবার আমি হাটতেছি ।

 8 months ago 

প্রথমে আপনার নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনার পরিবার ও সকলে এই বছরটা খুব ভালো কাটুক। বছর শুরু হতে না হতে এত পরিমান ঠান্ডা ও কুয়াশা পড়েছে যা ভাবনার বাহিরে। আপনার সারাদিনে ডেইরি গেম পরে খুব ভালো লাগলো। একটি বিড়ালের চারটা বাচ্চা হয়েছিল তিনটি মারা গেছে একটি বেঁচে আছে এবং তার নাম রেখেছেন ঋণী।ঋণী চেহারাটা দেখে খুব মায়াবী মনে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য।ভালো থাকবেন।

 8 months ago 

আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা ।আমাদের সারাদিন কর্ম ব্যস্ততা এভাবেই চলে যায় ।সত্যি বিড়াল বাচ্চাটা দেখতে অনেক সুন্দর একদম কদম ফুলের মত। খুবই সফট এবং খুবই মায়াবী ।ও যেহেতু ওর তিনটে ভাই বোনকে হারিয়েছে ।একাই বেঁচে আছে। তাই একটু আদুরেও।

আসলে সৃষ্টিকর্তার হাত দিয়ে সুন্দর করে এই প্রকৃতিকে সাজিয়েছেন। প্রতিটি প্রাণীকেও সাজিয়েছেন ।আমাদের গৃহপালিত প্রাণী গুলো খুবই প্রভু ভক্ত হয়ে থাকে। একটু ভালোবাসা, একটু আদর দেওয়া যায় তাহলে ওরা সারা জীবন আমাদের ভক্ত থাকবে ।আপনার ব্যস্ততম সময় দিয়ে পোষ্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

সকালের নাস্তায় শুধু কফি আর কেক খেলে আমার খিদে মিটবে না। সোনার দাম এখন অস্বাভাবিক বেড়ে গেছে। কোভিডের সময় থেকেই মোটামুটি সোনার দাম বাড়তে শুরু করে। বিড়াল ছোট থাকতে আমার বেশি ভালো লাগে। ওদের সাথে বেশ খেলা করা যায়।

 8 months ago 

তবে দাদা আমার কিন্তু সকাল বেলা হালকা নাস্তা বেশি ভালো লাগে ।আমি ভারী খাবারের সকাল বেলা খাই না। আপনি সম্ভবত ভাতটা বেশি পছন্দ করেন ।
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, স্বর্ণের দাম যেভাবে হু হু করে বাড়ছে আমাদের সাধারন মানুষের এখন কেনার আর সাধ্য থাকছে না ।আপনার মূল্যবান সময় দিয়ে পোস্ট পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59241.40
ETH 2525.12
USDT 1.00
SBD 2.47