Better life with steem || The Diary Game || 31st December ||

in Incredible India8 months ago

"শুরু করছি সৃষ্টিকর্তার নামে"

আসসালামুয়ালাইকুম
The Diary Game 31st December 2023
Editing using [Canva apps]

বছরের শেষ সকাল। খুব ভোরে ঘুম ভেংগে গেল নলকূপ চাপার আওয়াজে। আপুর বাসার নীচে একটা গভীর নলকূপ আছে। সেখানে মানুষ লাইন দিয়ে ভোর থেকে খাবার পানি সংগ্রহ করে। আর সেই নলকূপ চাপার আওয়াজ আসে ৫ তলার উপরে। তারাতারি ঘুম থেকে ঊঠে ফজরের নামাজ পড়ে নিলাম।

M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png

সকালটা যেভাবে কাটালাম

যেহেতু আজকে আমাকে টংগী থেকে অফিস করতে হবে তাই স্বাদের ঘুমকে বিসর্জন দিয়ে ৭ টা বাজতে না বাজতেই রেডি হতে লাগলাম। রেডি হয়ে ৭:২০ মিনিটে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম।

সকাল বেলা পাব্লিক বাসে চেপে অফিস যাত্রা

টংগী কলেজ গেইট থেকে বাসে ঊঠে মহাখালী যেতে হবে। প্রথমে ভেবেছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাবো। কিন্তু বাস সেই পথে যাবে না। তাই বাধ্য হয়ে নীচে দিয়েই আস্তে হলো আমাকে।

ইয়ার ক্লোজিং এ কাজের প্রচুর প্রেসার

সকাল থেকে অনেক গুলো ব্যাংক এন্ট্রি দিতে হলো। পাশাপাশি কিছু ইন্সিডেন্টাল চার্জ বুক করতে হলো। কাজ করতে করতেই দুপুর হয়ে গেলো।

M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png

আমার দুপুরবেলা

দুপুরে আযান হলে নামাজের জন্যে চলে গেলাম অফিসের ছাদে। সেখানেই আমাদের নামাজের জন্যে নির্ধারিত জায়গা রয়েছে। যেতে একটু দেরি হওয়ায় প্রথম রাকাত মিস হয়ে গেলো।

20231231_011807.jpg

নামাজ শেষে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ সেড়ে নিলাম। একটু বিশ্রাম নিয়ে আবারো একটানা কাজ শুরু। কাজের ফাকেই দেখলাম এডমিন রুমে এডমিনের ভাইয়েরা গিফট প্যাকিং করছে। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমাদের কে দেয়া হবে সারপ্রাইজ গিফট।

20231231_161159.jpg

M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png

বিকেল ও সন্ধ্যারাত যেভাবে কাটলো

বিকেলে আছরের নামাজ আদায় করে নিয়ে দেখলাম অফিসের ছাদে লাইটিং করা হচ্ছে। ১ তারিখে আমাদের অফিসে ডিনার পার্টি আছে।

20231231_161643.jpg

ছাদ থেকে নেমে অফিসের বাকি কাজ শেষ করে নিলাম। থার্টিফাস্ট উপলক্ষে আজকে অফিস ৫ টায় ছুটি। আমাকে আবার যেতে হবে টংগী। অফিসের গাড়ি আছে এই রুটে। আমি এডমিন থেকে পারমিশন নিয়ে অফিসের গাড়িতে চেপে আপুর বাসায় চলে গেলাম।

গিয়ে দেখি মেয়ে তার ফুফাতো ভাইদের সাথে খেলা করছে। ইকিবিকি চামচিকি খেলছে। সে মহা খুশি। অসুস্থতা থেকে সেড়ে ঊঠে আবারো আগের মত মাতিয়ে রাখছে পুরো বাড়ি।

সব পিচ্চি রা একসাথে

তাদের খেলা শেষ হলো। আগেই একদিন বলেছিলাম আপুর বাসায় ৩ তলায় বড় আপু, চার তলায় বড় ভাই ও পাশের ফ্ল্যাটেই ছোট বোন থাকে। আমাদের পরিবারের বেশির ভাগ সদস্যই আজকে একসাথে। ভাইয়ের বাসায় আজকে রাতের খাবার আয়োজন করা হয়েছে। আমরা সবাই দলবেধে তার বাসায় হাজির হলাম।

20231231_215038.jpg

বাসার ড্রয়িং রুমের এই ল্যাম্পটা আমার খুব মনে ধরেছে৷ বাশ দিয়ে তৈরি ভারী চমৎকার দেখতে।

আমরা সবাই মিলে ফ্লোরে বসে হৈ-হুল্লোড় এর মাঝে রাতের খাবার খেয়ে নিলাম। মেলা দিন পর সবাই আমরা একসাথে। বছরের শেষে সবাইকে এক সাথে পেয়ে আমরা সবাই অনেক খুশি।

20231231_215707.jpg

**রাতের খাবার খেয়ে আমরা গল্প শুরু করলাম। ওই দিকে নতুন বছর শুরু হয়ে গেলো। চারদিকে আতশ বাজির শব্দে কান ঝালাপালা অবস্থা। ইদানিং এটি খুব বেশি হচ্ছে। আতশ বাজি আর পটকার অতিরিক্ত ব্যবহার অনেকের জন্যে ক্ষতির কারণ, বিশেষ করে শিশু ও পশু পাখিদের জন্যে। তাই আমাদের উচিৎ যতটুকু সম্ভব এগুলো থেকে বীরত থাকা। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মত শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার-২০২৪

image.png
Thank you very much for reading my post.
image.png

Sort:  
Loading...
 8 months ago 

যদিও অফিস করতে গিয়ে আপনার একটু সমস্যা হয়েছে। কাজ করা নিয়ে বিভিন্ন ধরনের টেনশন কিন্তু বাসায় এসে আপনি অনেক বেশি মজা করেছেন। কেননা ভাই-বোন আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে মজা করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। বাসায় সবাই মিলে খেতে বসেছেন যার ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি টা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

আপ্পু আপ্নাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে

 8 months ago 

ওয়াও ল্যাম্পটা সত্যিই অনেক সুন্দর। কাছ থেকে না জানি আরো কত সুন্দর লাগছে। অফিসের কাজে সারাদিন ব্যস্ত ও টেনশন নিয়ে বাসায় এসে আত্মীয়-স্বজনের সাথে আরেক মজা করলেন। ভাই বোন আত্মীয়-স্বজন সব একসাথে হলে মজাটাই অন্যরকম। বাসার সবাই একসাথে বসে সবাই খেতে বসেছে ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনে কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন থ্যাঙ্ক ইউ।

 8 months ago 

এরকম একটা ল্যাম্প এখন আমি খুজচি। আমার বাসাতেও নিয়ে নিবো। আসলেই চমৎকার

 8 months ago 

খুব সুন্দর একটি দিন পার করেছেন বোনের বাসা থেকে অফিসে গিয়েছেন এবং একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে,
এত এত কাজের চাপেও নামাজ ছাড়েননি ।অফিসে গিয়ে ও নামাজ পড়ার চেষ্টা করেছেন এটা খুবই ভালো কাজ। একজন মুমিন ব্যক্তির পরিচয়।
অফিস থেকে বাসায় ফিরে আত্মীয়তার সাথে খুব আনন্দের সাথে গল্প করে রাতে খাবার খেয়েছেন পোস্টটি পরিবেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ধন্যবাদ আপু, চেষ্টা করি নামাজ পড়ার তার পরেও মাঝে মাঝে ছুটে যায়। দোয়া করবেন যেন নামাজ কন্টিনিউ করতে পারি।

 8 months ago 

শীতের সময় সকালে উঠতে একটু কষ্ট হয়।। আর কর্ম থাকার জন্য আমাদের যত কষ্টই হোক না কেন সকালে উঠতে হয়।। আজ বোনের বাসা থেকে অফিসে গিয়েছেন। আর বছরের শেষ দিন সবাই মিলে আনন্দে কাটিয়েছেন। পিচ্চিদের দেখে মনে হচ্ছে তারা খুব আনন্দ করছে।। আর বাশ দিয়ে তৈরি ল্যাম্পটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে।। আমি একটা নিব।। কিন্তু কোথায় গেলে যে পাব সেটাই জানিনা।। বা অনলাইনে নেওয়া গেলে একটু জানাবেন।।

 7 months ago 

এই ল্যাম্পটা ফেসবুকে বিক্রি করে। আপনি সেখান থেকে কিনতে পারবেন। ৭০০/- মনে হয় দাম নিবে।

 7 months ago 

মূল্য তো তাহলে অনেক কম আমি ভেবেছিলাম হয়তো মূল্যটা অনেক বেশি থাকবে।। দেখি আমি একটা অর্ডার করবো।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59241.40
ETH 2525.12
USDT 1.00
SBD 2.47