Better Life With Steem The Diary game 31 December 2023 ''As was the last day of this year''

in Incredible India8 months ago

Brown Floral Couple Photo Collage.pngPhoto edited by canva

Hello,
Everyone,

My dear friends, how are you all? I am very happy to be back with you, today I will share with you my daily diary game, I hope you will like it, so let's start without delay:-

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3hK5unENyHMhQzKqrVMegcPNVB19GB3ww1fqD6hmAXJ84TP8g8komtaH6PwG...x6wfZjZLosucmv9nWq1U9CQuccghJ6GMVXk44vU13efv4TV3Gr9UvvmQC11SFH2GuHU1Upe9w5tVrZqrA9aixUmguhU7yW54aBV34tkzgX9FdrtvLp7rcV6oB4.png

  • সৃষ্টিকর্তা কাছে শুকরিয়া আদায় করছি, ২০২৩ সাল টা ভালো, মন্দ মিলিয়ে পরিবার-পরিজন কে নিয়ে খুব সুন্দর ভাবে কাটাতে সক্ষম হয়েছি। এবং এক বুক ভালোবাসা নিয়ে ২০২৩ সালকে বছর কে বিদায় জানাচ্ছি। অন্যদিকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, ২০২৪ সাল টা ও যেন খুব ভালোভাবে সবাইকে একসাথে নিয়ে কাটাতে পারি। আর হ্যাঁ, হাঁসি,আনন্দের মাঝে যেন আপনাদের সাথেও থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।
সকাল বেলা,

চারি দিকে প্রচন্ড কুয়াশা পড়েছে কিছু দেখা যাচ্ছে না, এর মাঝেও হালকা ঠান্ডা বাতাস বইছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে অজু করে ফজরের নামাজ আদায় করে নিলাম, এবং নামাজ পরা শেষ বসে কিছুটা সময়ের জন্য পিছনের দিকে ফিরে তাকালাম, কোথায় ছিলাম আমি আর কোথায় আছি, চলতি বছর টা কিভাবে কেটেছে , এসব নিয়ে ভাবতে ছিলাম, সত্যি কথা বলতে খারাপ ভালো মিলে আমাদের জীবন। দেখবেন যেখানে বাধা নাই সেখানে ভালোবাসা ও নাই।

  • এইতো কিছুদিন আগে আমাদের শ্রদ্ধীয় @sduttaskitchenএডমিন ম্যাম, কোন এক ক্লাসে বলেছিলাম, জীবন থেকে যদি কেউ চলে যায় সেজন্য কখনো আফসোস করবেন না। কারণ, মনে রাখবেন ওটা আপনি চেয়েছেন কিন্তু সৃষ্টিকর্তা চাইনি আর, সৃষ্টিকর্তা যেটা না চাই সেটা কখনোই সম্ভব নয়। তাছাড়া তিনি তো সবসময় আমাদের ভালোর জন্যই সবকিছু করে, তিনি আরে একটা ছোট্ট গল্প বলেছিলেন। তবে হ্যাঁ, এটা সত্যি ২০২৩ সালে আমি এই স্টিমেট প্ল্যাটফর্মে কাজ শুরু করেছি, এটা আমার একটা ভালো লাগার জায়গা। সারাদিন কাজ শেষে যখন একটু সময় পাই, মনের কথা গুলো খুব যত্ন করে শেয়ার করি আপনাদের মাঝে। হাসি, কান্না, দুঃখ সব কিছু ভাগ করে নিতে পারি।
fcb7d1ea-6eba-4285-b1d7-69545ec176a7.jpg
  • তাই এই বছর টা কিন্তুু আমার কাছে চিরজীবন একটা স্মরণীয় হয়ে থাকবে, আর হ্যাঁ, এজন্য আমি আমার শ্রদ্ধেয় এডমিন ম্যাম কে আবারো একবার ধন্যবাদ জানাতে চাই, আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য।"ধন্যবাদ ম্যাম"এবং এই কথা ভাবনার পরে চলতি বছরে যা কিছু করেছি, যা কিছু পেয়েছি, যা কিছু হারিয়েছি, সবকিছুর জন্যই সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করলাম🤲 এবং খুশি থাকলাম।

যাইহোক, এরপরে নামাজের বিছানা ছেড়ে উঠে পড়ি। এবং সকালের নাস্তা তৈরি কাজে লেগে পড়ি, চার দিকের কুয়াশা থাকার কারণে আজ একটু দেরিতে ঘর থেকে বের হয়েছি। এত বেশি ঠান্ডা পড়েছে কোন নাস্তা বানাতে মন চায়নি, তবে চা না হলে তো আর শীতের সকাল জমে না। তাই হালকা করে একটু চা তৈরি করলাম সবার জন্য, সাথে ছিল দেখতেই পাচ্ছেন বিস্কিুট, কেক, মিষ্টি এ দিয়ে সকালের নাস্তা টা তৈরি করে নিলাম।
APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3hK5unENyHMhQzKqrVMegcPNVB19GB3ww1fqD6hmAXJ84TP8g8komtaH6PwG...x6wfZjZLosucmv9nWq1U9CQuccghJ6GMVXk44vU13efv4TV3Gr9UvvmQC11SFH2GuHU1Upe9w5tVrZqrA9aixUmguhU7yW54aBV34tkzgX9FdrtvLp7rcV6oB4.png

মধ্য দুপুর,

শাশুড়ি আম্মা আবার ভাজা লবণ খাবারের সাথে খেতে বেশি পছন্দ করে,যদিও তার কোন সমস্যাই নেই তবুও এটা তার অভ্যাস আর তার এই অভ্যাসে আমিও সঙ্গ দিয়েছি, তাই কি আর করা যাবে,ভাজা লবণ শেষ হয়ে গিয়েছে, খাবার লবণ প্যাকেট থেকে ছিঁড়ে চুলাতে ভেজে নিচ্ছি, এরপর ঠান্ডা করে কৌটাতে রেখে দিবো। হ্যাঁ শুধু রেখেই দিব না ওই খান থেকে খাবো।


885d67e6-516f-4c5b-a637-708cd76eb8c8.jpg
45ffb1c5-0a7e-4efe-a62f-7de3c05a5da9.jpg

যাইহোক পরবর্তী ধাপে আসা যাক, যেহেতু সকালে নাস্তা শেষে আর রান্নার কাছে যাইনি ।তাই ভাবছি, এখন দুপুরের রান্নার আয়োজন করব ঠিক তখন, মেয়ে এসে বলল একটু ঝোল খিচুড়ি খাবে, সাথে আমার শাশুড়ি আম্মা মত দিলো। এরপরে, সবজি এবং মুরগির মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্নার প্রস্তুতি নিলাম। এবং পেশার কুকারে বসিয়ে দিয়ে আমি এবং মেয়ে দুই জনে গোসল করে আসলাম।

দুপুর বেলা,

এখন প্রায় দুই টা বাজে সবাই মিলে আমার মেয়ের নাম দেওয়া ঝোল খিচুড়ি খেলাম, তবে বাহিরে কিন্তুু এখনো রৌদ্রের কোন দেখা নেই, আকাশ টা মেঘলা হয়ে আছে, এরপরে কিছুটা সময় বিশ্রাম নিলাম। তার পাশাপাশি কিছু কমেন্ট করলাম, শীতের বেলা তো কখন যে সকাল থেকে বিকাল হয়ে যায় বোঝা মুশকিল। এ করতে করতে আজরের আজান পড়ে গেলাম।


8acfc333-b10c-4415-a88d-6db286b6fe1f.jpg
9a89d82a-05d0-4288-9eff-24b826487198.jpg

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3hK5unENyHMhQzKqrVMegcPNVB19GB3ww1fqD6hmAXJ84TP8g8komtaH6PwG...x6wfZjZLosucmv9nWq1U9CQuccghJ6GMVXk44vU13efv4TV3Gr9UvvmQC11SFH2GuHU1Upe9w5tVrZqrA9aixUmguhU7yW54aBV34tkzgX9FdrtvLp7rcV6oB4.png

বিকেল ও সন্ধ্যাবেলা ,
266a973a-6dfd-4a3d-8144-3ea113bc1acc.jpg

আছরের নামাজ আদায় করে নিলাম, এরপরে মেয়ে বলতে ছিল বল খেলবে, কিন্তুু আমার ইচ্ছা করছিল না, কি আর করার না বললেই তো আবার কান্না শুরু তখন আবার থামাতে ঝামেলা হয়ে যাবে। তাই আমি ও আমার মেয়ে কিছু সময় বল খেললাম। একে বল খেলা বলে না, শুধু দৌড়ানো বলে। অন্যদিকে শাশুড়ি আম্মা ডালের বড়া তৈরি করেছে সেখান থেকে দুই টো খেয়ে নিলাম। এরপরে সন্ধ্যায় আজান হয়ে গেলো, হাত পা ধুয়ে আমি এবং আমার মেয়ে মাগরিবের নামাজ আদায় করি এবং পড়তে বসি।

রাতের বেলা,
96d24db4-562b-4c20-be61-28f7656bbfcd.jpg

মেয়েকে "ই"লেখানোর চেষ্টা চলছে আমার , ভাবছি চার বছর পূর্ণ হওয়ার পরে স্কুলে দিবো এর আগে নিজে কিছু শিখায়, তবে আমি কি শিখাবো সেই আমাকে বেশি শেখায় এভাবে অনেক টা সময় পার করলাম, এবং "ই"লেখা টা শিখাতে পেরেছি। এরপরে রাতের খাবার খেয়ে নিলাম সবাই, শাশুড়ি এবং শশুর দুই জনে টিভি দেখতেছে অন্যদিকে, আমি মোবাইল নিয়ে বসে পড়েছি, কারণ পোস্ট লিখতে হবে আর আপনাদের সাথে শেয়ার করতে হবে।

আর হ্যাঁ, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ ২০২৪ , আগামী দিনগুলো সবার ভালো কাটুক, সুন্দর কাটুক এই প্রত্যাশায় করে এখানে আজকের লেখা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ সবাইকে।
I am Bangladeshi. My name is Karobi Amin, I am a housewife, and a second-year honors student of the Bengali department. That's why I prefer to speak and write in Bengali, today I tried to share with you my daily diary game, I hope you like it. Thank you all very much.

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

Sort:  
 8 months ago 

হ্যাঁ আপনি সত্যিই বলেছেন, ২০২৩ সালটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা স্টিমিট প্লাটফর্মে ২০২৩ সালে যুক্ত হয়েছি এবং আমাদের এই প্রিয় কমিউনিটির সাথে যুক্ত হতে পেরেছি। এখান থেকে আমরা অনেক কিছু শিখছি । আমাদের এডমিন ম্যাম @sduttaskitchen এবং মডারেটরগন আমাদের সহযোগিতা করছেন।

৩১ তারিখের আপনার সারাদিনের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করেছেন এবং আপনার কিছু মনের কথা শেয়ার করেছেন। শীতের সকালে এক কাপ চা না হলে জমেই না। মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে আর মায়ের চিন্তা একটু একটু করে বাড়ছে। তাকে পড়াশোনা করানো, তাকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলা প্রতিটি বাবা-মার একটি স্বপ্ন থাকে।
খিচুড়ি আমারও খুব পছন্দ। আপনার শান্তি, শাশুড়ি কি সুন্দর আপনার জন্য ডালের বড়া বানিয়ে রেখেছেন সত্যিই আপনি খুব ভাগ্যবতী একজন বউ এমন সুন্দর একজন শাশুড়ি পেয়েছেন। নতুন বছরের শুভেচ্ছা রইল।

 8 months ago 

প্রিয় নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা,,
এটাতো নিঃসন্দেহে সত্যি আমরা এই কমিউনিটিতে কাজ করার সুযোগ এবং খুব সুন্দর সুবিধা গুলো পেয়েছি আমাদের শ্রদ্ধেয় এডমিন ম্যাম জন্য।, এটা তো বলতেই হবে তার সাহায্য সহযোগিতা না থাকলে হয়তো আমি বা আমরা এতদূর পর্যন্ত আসা সম্ভব হতো না।

একদম তাই মেয়ে বড় হচ্ছে ,আর মাথার মধ্যে হাজার ো কথা চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে।
জ্বী আপু আমার শাশুড়ি আম্মা ভালো আছেন, আর উনি আমাকে বেশ ভালোবাসেন দোয়া করবেন আমাদের জন্য সারা জীবন এই ভালোবাসাটা যেন আমাদের মধ্যে থাকে।

Loading...

এটা জেনে ভালো লাগলো যে আপনার ২০২৩ সাল খুবই ভালো কেটেছে। প্রার্থনা করি আপনার সামনের বছরগুলোও ভালো কাটুক। আপনার আজ সকালে বিছানা ছেড়ে আসতে একটু দেরি হয়েছে।এরপর চা বানিয়ে খেলেন।
তারপর দুপুরে ঝোল খিচুড়ি খেলেন।আমি খিচুড়ি বলতে একটা সময় পর্যন্ত এই ঝোল খিচুড়ি কেই চিনতাম।এখনো আমার এটাই ভাল লাগে।এরপর ডালের বড়া খেলেন।সন্ধ্যায় আপনার মেয়েকে একটু পড়াতে নিয়ে বসলেন।ভালো কাটল আপনার দিনটি। ভালো থাকবেন।

 8 months ago 

ধন্যবাদ খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনার যে ভালো লেগেছে আমার পোস্টটা পড়ে এটা জেনে আমার নিজের কাছে বেশ আনন্দিত লাগছে।

আমার মেয়ে পাতলা খিচুড়ি কে ঝোল খিচুড়ি বলে আবার কেউ কেউ পানি খিচুড়ি নামেও বলে থাকে।

আমাদের মন্দির গুলোতে এই ঝোল খিচুড়ি বা পাতলা খিচুড়ি প্রসাদ হিসেবে বিতরন করা হয়।এটা খেতে অনেক সুস্বাদু হয়।
মাঝে মাঝে বাড়িতে রান্না করা হয়।

 8 months ago 

লেখা শুরুতেই আপনি গেল বছর নিয়ে চমৎকার কিছু কথা বলেছেন। সেই সাথে ২০২৩ সাল নিয়ে আপনার ভাবনা আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। বছরটি আপনার ভালো কেটেছে এটি জেনে খুব আনন্দিত হলাম। বলতে পারি আপনার এই প্রারম্ভিকতা আমার কাছে খুবই ভালো লেগেছে।

এরপরে আসি আপনার প্রাত্যহিক দিনের কার্যক্রমে। সব সময় আপনার পোস্টে আমি লক্ষ্য করেছি আপনি সারাদিনে অনেক কাজ করেন। যৌথ পরিবারে থাকার কারণে আপনার পরিশ্রমও কম হয় না। কিন্তু এরপরও আপনি হাসিমুখে নিজের সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন এটি প্রশংসার বিষয়। নিজে পড়াশোনা করছেন পাশাপাশি মেয়েকেও পড়ানোর প্রস্তুতি
নিচ্ছেন। আর সাংসারিক ব্যস্ততা তো আছেই। সব মিলিয়ে ডেইলি ডায়েরী গেমে আপনি আপনার দিনলিপি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।

খুব ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।

 8 months ago 

আহ কি সুন্দর কমেন্ট,
পড়ার মাঝেই একটা সার্থকতা খুঁজে পাই,
এই ছোট মাথায় অনেক বুদ্ধি রাখার চেষ্টা খুব একটা করি না তবে নিজের পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা টা সবসময় করি।
মেয়ে এখনো ছোট তবে এখন থেকেই চেষ্টা করছি আস্তে আস্তে পড়াশোনার দিকে নিয়ে যাওয়ার। ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনি অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন।আপনি আপনার মেয়ের সাথে বল খেলেছেন শুনে অনেক ভালো লাগলো আর বাচ্চারা এটাই করে তাঁরা যেটা বলবে সেটা করতে না পারলেই কান্না করে দিবে।আর ওদের সব কিছু জয় করার একটাই অশ্রু সেটা হলো কান্না। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 8 months ago 

বাচ্চারাও এখন শিখে গেছে কিছু না দিলে যাওয়ার পরে, কান্না করলেই পেয়ে যাব এমন ধারণা ওদের মাথায় ঢুকে গেছে।
আর আমরা ওদের কান্নায় এত বেশি ইমোশনাল হয়ে পড়ে কষ্ট লাগে খুব ধরে তো জিনিস টা করা ঠিক না ওটা তো শাহি দিয়ে ফেলে।

নতুন বছরের শুভেচ্ছা। বেশ কয়েকদিন যাবত চারিদিকে কুয়াশা আর প্রচন্ড শীত। হাসি, কান্না, দুঃখ সব কিছু ভাগ করে নিতে পারি,জীবনে চলার পথে মানুষের জীবনে ঘটে যাওয়া অনেক কিছু পিছনে ফেলে জীবন পরিচালনা করতে হয়। সকালে চা খাইলেন বিস্কিুট, কেক, মিষ্টি এ দিয়ে সকালের নাস্তা টা তৈরি করে নিলেন।শীতের বেলায় দুপুরের খাওয়া দাওয়া করে উঠতে উঠতে বিকাল হয়ে যায। আগামী দিনগুলো সবার ভালো কাটুক, সুন্দর কাটুক এই প্রত্যাশায় করি অসংখ্য ধন্যবাদ

 8 months ago 

আমরা যদি খুব সহজে জীবন থেকে দুঃখ কষ্ট গুলো মুছে ফেলি না তাহলে আমাদের সামনের দিনগুলো খুব সুন্দর ভাবে কাটাতে পারি।
আরে চেষ্টা থেকে কথাগুলো লেখা ধন্যবাদ খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 8 months ago 

নতুন বছর এর শুভেচ্ছা রইলো। আজকে সকলে ঘুম থেকে উঠে মেয়ে আর শাশুড়ী মায়ের কথায় প্রেশারকুকারে পাতলা খিচুড়ি রান্না করেছিলেন।খিচুড়ি পাতলা বা ভুনা যাই হোক না কেন খেতে খুব ভালো লাগে।
মেয়ের সাথে বল খেলেছেন তার আব্দার রাখতে গিয়ে।
বাচ্চাদের আসলে ছোট বেলা থেকেই খেলার ছলে পড়ানো উচিত। তহলে ওরা দ্রুত শিখে নেয়।
আপানার দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপু মেয়ের সাথে এখন আমাকে ও মাঝে মধ্যে ছোট হতে হয়,
কি বা করব কিছু তো করার নেই, খেলা করার সাথীর অভাব যেহেতু এখনো স্কুলে যায়নি তাই কোন বন্ধু-বান্ধব হয়নি।
তাই আমি ওর সাথে বল খেলতে শুরু করে দিলাম। সত্যি মা এবং মেয়ে দুজনেই খুব আনন্দ উপভোগ করেছি।
এটা কিন্তুু ঠিকই বলেছেন , ঝোল বা ভুনা খিচুড়ি আমার কিন্তুু দুই টা খুব পছন্দ।

 8 months ago 

সন্তানের জন্য একজন মাতার সকল ইচ্ছা বিসর্জন দিয়ে থাকেন। অনুরূপভাবে আপনিও মায়ের ভূমিকা নিজেকে দাঁড় করিয়ে সেই কাজটি করেছিলেন।

আবার শশুর বাড়ির সকলের দিকে খেয়াল রাখা তাদের খুশি রাখা, সব মিলিয়ে প্রতিদিন আপনার কিছু নির্দিষ্ট কাজের সাথে নতুন কাজ ও করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার সম্পূর্ণ দিনের কার্যক্রম আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 8 months ago 

একজন মা হিসেবে সন্তানের জন্য যতটুকু দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করছি।
আবার এর পাশাপাশি শ্বশুর শাশুড়ি পরিবারে প্রতিটি মানুষের সঠিকভাবে খেয়াল রাখছি। একটা মানুষ সবকিছু খুব পারফেক্ট ভাবে কখনোই করতে পারে না। তবে আমি আমার জায়গা থেকে সঠিক চেষ্টাটা করে যাচ্ছি। বাকিটা আল্লার ইচ্ছা
দোয়া করবেন আমার জন্য ,,ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 8 months ago 

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি গত বছর আপনাকে যে কষ্ট গুলো নিয়ে আপনি ছিলেন, এই বছর আপনি সেই কষ্টগুলো থেকে নিজেকে একটু হলেও লাগব করতে পারবেন।

যেটা হারিয়ে যায় তার জন্য বারবার চিন্তা না করে যা আছে তাই নিয়ে চিন্তা করা উচিত। কেননা জীবন ক্ষণস্থায়ী কখন কি হয়ে যাবে আমরা কিছুই জানি না। তাই সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে দিন যাপন করা উচিত। একদমই ঠিক কাজ করেছেন ছেলে মেয়েরা যখন একটু একটু করে বড় হয় তখন তাদেরকে পড়াশোনা করানোর প্রয়োজন হয়। আপনি আপনার মেয়েকে পড়াশোনা করাচ্ছেন যেটা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

জি আপু এটাই করা উচিত যে বা,,কিছু জীবন থেকে চলে যায় ওটা নিয়ে চিন্তা না করাই ভালো। এবং ধৈর্য ধারণ করা উচিত শুক্রিয়া আদায় করা উচিত। তিনি একমাত্র সৃষ্টিকর্তা তাই তার উপর ভরসা করাটাই উত্তম কাজ।
সংসারিক কাজকর্মে ফাঁকে ফাঁকে চেষ্টা করছে মেয়েকে অল্প অল্প করে পড়ালেখার দিকে নিয়ে যাওয়ার জন্য।। বাকিটা আল্লাহর আশা ধন্যবাদ খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 8 months ago 

যত কুয়াশাই হোক বা ঠান্ডা যারা রাধুনী আছে তাদের সকালে উঠতেই হয়।। আর হ্যাঁ আমাদের ম্যাম খুবই চমৎকার কিছু কথা বলেছিলাম জীবন সম্পর্কে। এটা আমার অনেক বেশি ভালো লেগেছে।। আর আপনার শাশুড়ি মা লবণ ভেজে খেতে পছন্দ করে, অনেকেই এটা পছন্দ করে।। আর মা মেয়েকে অনেক বেশি সুন্দর লাগছে আর আলহামদুলিল্লাহ আপনার মেয়ে অনেক কিউট।।

ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59185.02
ETH 2522.04
USDT 1.00
SBD 2.47