হেডফোন কেনার অনুভূতি!! আড্ডা হবে হ্যাংআউটে
সবাইকে স্বাগতম
হ্যালো, বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি পরমেশ্বর ভগবান ও ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন৷ আমিও আপনাদের আর্শিবাদ দোয়া এবং ভগবানের কৃপায় অনেক ভালো আছি ৷
Hello
everyone
আমি একজন স্টুডেন্ট বর্তমান সময়ও পড়ালেখা করছি৷ আর ব্লগিং লিখে যাচ্ছি ব্যাস এতটুকুই আমার জীবন ৷ আমার জীবনের সাথী আর কেউ আছে কি না জানি না ৷ তবে পড়াশোনা আর ব্লগিং এ দুটো আছে থাকবে আর ভবিষ্যতেও থাকবে৷ এগুলোকে নিয়ে বাঁচব যতদিন বেঁচে থাকব এমনটাই আসা প্রত্যাশা করি প্রতিনিয়তই ৷
এই কমিউনিটিতে আমার কাজ করার খুব বেশি দিন নয় মাত্র গুটি কয়েকদিন৷ আর এই কয়েকদিনের মধ্যেই এ পরিবার থেকে পেয়েছি ভালোবাসা অনুপ্রেরণা যা আমাকে অনেকটা মুগ্ধ করে দিয়েছে ৷ আর তাইতো প্রতিনিয়তই পরিবারের সাথে থাকতে চাই৷ আর পরিবারও আমাকে আপন ভেবে মনে নেবে বা সুখে-দুখে পাশে থাকবে এমনটাই আশা প্রত্যাশা করি ৷
এই কমিউনিটি কাজ করার পর প্রায় তিন সপ্তাহ ধরে
হ্যাংআউট জয়েন করছি৷ যদিও আমি অন্য কমিউনিটি তেও কাজ করি শেখানোও প্রতিনিয়তই আমাকে একটিভ থাকতে হয় ৷ এবং কি শেখানেও হ্যাংআউট যেখানে আমাকে প্রতিনিয়তই থাকতে হয়৷
তবে কয়েকদিন আগে আমার ইয়ারফোন হেডফোন নষ্ট হয়ে গিয়েছিল৷ তাই আর কিনা হয় নি৷ তবে ইদানিং কয়েকদিন ধরে দুই কমিউনিটি কাজ করার পর বেশ ভালো ব্যস্ত সময় আর কাজ করতে হচ্ছে ৷ যদিও প্রতিটি হ্যাংআউট রাতের মধ্যেই হয় ৷ তাই ইয়ারফোন বা হেডফোনটা খুবই প্রয়োজন ছিল৷ কারণ মোবাইল ফোনের ভয়েজে কথা বলা বা কথা শুনতে বেশ সাউন্ড মনে হয়৷ আর যেহেতু রাতের বেলায় হয় হ্যাংআউট ৷
তাই কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটি হেডফোন নিতে হবে ৷ তবে ওই যে বললাম যে ব্যস্ত সময়ে থাকার জন্য আর কোথাও যেতে পারি না ৷ আজকে বিকেল বেলায় অনেকটা ফ্রি সময় পার করছিলাম ৷ আর তাই ভাবলাম যে আজকেই এই হেডফোনটি নিতে হবে৷
যে ভাবনা ঠিক এমনি বাজারের উদ্দেশ্যে রওনা৷ যে দোকানে যাই সেখান থেকে প্রতিনিয়তই আমি ফ্লাক্সিলোড বা এমবি এ ছাড়াও যাবতীয় টাকা লেনদেন সবকিছুই এখান থেকে করি৷ তাই বেশ পরিচিত এই দোকানদার ভাই৷
দোকানে যাওয়া মাত্রই দোকানদার ভাই বলল কি খবর কেমন আছেন ? আমিও বললাম যে বেশ ভালোই চলছে ৷ তার পরেই তো কথা আসলে যে একটি হেডফোন দরকার ৷ বেশ কয়েকদিন ধরেই হেডফোন ব্যবহার করি না ৷ আমি এর আগে নিয়েছিলাম হেডফোন আর এই হেডফোনটি নিয়েছিলাম ব্লুটুথ হেডফোন৷
আমি বললাম মাত্রই সে একটি ব্লুটুথ হেডফোন বের করে দিল ৷ যদিও এর আগে কখনো ব্লুটুথ হেডফোন কেনা হয় নি৷ আর দোকান দার কে আমি অনেকটা বিশ্বাস করি৷ কারণ আমাকে এ যাবত কোনদিন কোন মাল বা পণ্য খারাপ বা ডুপ্লিকেট দেয়নি৷ যেহেতু আমার সাথে বেশ পূর্ব পরিচিত৷
তাই আমি আর কোন কথা বলি নি শেষমেষ দরদাম ৷ সে আমাকে দামের কথা বলতে চাইছে না৷ তবু আমিও বললাম দাম কত টাকা৷ ঠিক তখন দোকানদার বলল যে পাঁচশত টাকা৷ তবে তোর জন্য ৫০ টাকা ছাড়৷ আর সত্যি বলতে আমিও পাঁচশত টাকাই নিয়ে গিয়েছিলাম ৷ তো যা হোক এরপর আমার অন্য কিছু জিনিসও কেনার দরকার ছিল তাই হেডফোনের দাম ৪০০ টাকা ধরে হিসেব করে ৩০০ টাকা দিলাম ৷ এবং কি ১০০ টাকা বাকি রেখে দিলাম ৷ কারণ আমার কিছু জিনিস কিনা প্রয়োজন ছিল তাই ১০০ টাকা বাকি রেখেছি ৷ কিছুদিনের মধ্যেই দিয়ে দেব৷ যদিও সে না করে নি কারণ তার কাছে প্রতিনিয়ত আমি যে কোন অন্যায় কিনে থাকি৷
যদি ও আমি বাকি পণ্য কিনতে খুব একটা অভ্যস্ত নই৷ তবে আজকে টাকার প্রবলেম ছিল৷ যার কারণেই বাকি রাখতে হয়েছিল তবে খুব শীঘ্রই থাকি দিয়ে দেব৷
আসলে আমি একজন অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান৷ তাই টাকার মূল্যটা যে কতটুকু তা বেশি ভালো হয় অনুভব করি ৷
যদি এই প্ল্যাটফর্ম না থাকতো তাহলে হয়তো বা আমাকে আমার জীবনের পথ অন্য কিছু বেছে নিতে হতো। তবে ওই যে বলে না যে ঈশ্বর যা করে ভালোর জন্যই করে হয়তোবা তাই৷
বিষয় | হেডফোন কিনার অনুভুতি |
---|---|
ফটোগ্রাফার: | @gopiray |
ক্যামেরা: | realme 12 |
লোকেশন: | বাংলাদেশ 🇧🇩 |
হেডফোন কিনে৷ বাকি কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা৷ তবে যাই বলুন হেডফোন বিহীন হ্যাংআউট যেন কোন মতেই মজা লাগেনা৷ আনন্দ লাগে না যেহেতু এখন হেডফোন নিয়ে নিয়েছি৷ এবার থেকে অনেক জমিয়ে আড্ডা হবে হ্যাংআউটে৷
তো সর্বোপরি এই ছিল আমার আজকে ব্লগ৷ আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে ৷ এবং কি আবারো হাজীর হব নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে ৷ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে চলুন৷
পরিশেষে একটা চিন্তা মাথায় রাখতেই হবে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না৷
খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে হেডফোন ছাড়া হ্যাংআউট এ মজা জমে না কারণ যখন আপনার কানে হেডফোন থাকবে তখন আপনার চিন্তাধারা সম্পূর্ণ হ্যাংআউটের ভিতরে থাকবে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আসলে আপনার হেডফোন কেনার অনুভূতি দেখে বেশ ভালো লাগলো। যদিও আমি হেডফোন তেমন একটা ব্যবহার করিনা।এমনকি হ্যাংআউটের সময় আমি হেডফোন তেমন একটা ইউজ করি না বললেই চলে। আমার কাছে এমনিতেই মোবাইলের সাউন্ড লাউড স্পিকার দিয়ে শুনতে বেশ ভালই লাগে।
আমি মাঝেমধ্যে হেডফোন ব্যবহার করে যখন আপনার ভাইয়ের সাথে কথা বলি। তখন মাঝে মাঝে ব্যবহার করি এমনিতেও ব্যবহার করিনা তবে আপনার হেডফোন কেনার অনুভূতি দেখে বেশ ভালই লাগলো। আপনি আমার সেখানে ১০০ টাকা বাকি করে নিয়েছেন। খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ, আপনি এই হেটফোন নিয়েই সুন্দরভাবে সাজিয়ে লিখে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আসলে আমি হেডফোন ব্যবহার করিনা তবে আমি ওয়ারলেস ব্যবহার করি। TWS M10 wireless এটা আমি ব্যবহার করি।এর কারণ হলো আমার তারবিশিষ্ট হেডফোন আমার পছন্দ না।
এটাকে আমার অনেক বিরক্ত লাগে। তাই আমি এটা কিনেছি। প্রায় 600 থেকে 700 টাকা লাগে। আমি সাড়ে ছয়শো টাকা দিয়ে কিনেছিলাম। যাইহোক ভালো লাগলো আপনার হেটফোন দেখে। আর বাকী যেহেতু নিয়েছেন, সময়মত টাকা দিয়ে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।