Better Life With Steem || The Diary game || 6/1/2024

in Incredible India8 months ago

হ্যালো স্টিমেট বন্ধুরা

আশা করি সকল বন্ধুরা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালোআছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার ডাইরি গেম শেয়ার করবো।

GridArt_20240106_193454127.jpg


🌺সকালবেলা🌺

IMG_20240106_180824.jpg

ভোর হলো এবং ফজরের আজানও দিয়ে দিলো নামাজ পড়ার জন্য মা ডাক দিলো তো উঠতে একটু অলসতা লাগলো। গরম কম্বল ছেরে ওঠতে মন চাইলো না আর এদিকে আজানও দিয়ে দিল কম্বল ভিতরে আর না থেকে তাড়াতাড়ি উঠে অজু করে ফজরের নামাজ পড়ে নিলাম। নামাজের পার্টি থেকে উঠে গ্যাসে আদা এবং এলাচি দিয়ে চা বসিয়ে দিলাম গলার ভিতরে খুসখুস করছে কাশিটাও কমছে না আর কথা ভালো মতোন স্পষ্টভাবে বলতে পারছি না। গলাটার এত পরিমাণ খারাপ অবস্থা তার জন্য আদা এবং এলাচি করে খেলাম। তার সাথে আবার এক মুঠ মুড়ি দিয়ে খেলাম।

IMG_20240106_185004.jpg
IMG_20240105_182303.jpg
চা খেয়ে একটু রোদে নামলাম রোদটা শরীলে অনুভব করার পর তারপর ওই দিকে তাকিয়ে দেখি আমাদের পেঁপে গাছটা পেঁপে সহ ভেঙ্গে পড়েছে। পেঁপে গাছে অনেক গুলো পেঁপে ছিল এবং পেঁপে গাছটাই সিম লতা পেছিয়েছে তার জন্য ভেঙে পড়েছে। সাথে আবার একটা পাকা পেঁপেও ছিল পেপেটার কিছু অংশ পাখিতে খেয়ে ফেলেছে।

💗দুপুর +বিকেল💗

IMG_20240106_181331.jpg

আব্বু বাজার থেকে সবজি আর মাছ কিনে আনলো তারপর মা কেটে কুটে সবকিছু গুছিয়ে নিল রান্নাঘরে রান্না করতে বসল। তারপর আমি এদিকে কিছু কমেন্ট করতে বসি কারণ ২-৩ দিন ধরে ঠিকমতো কমেন্ট করা হয় না ছেলের অসুস্থ নিজের অসুস্থতার কারণে। তারপর আমি সাড়ে বারোটার দিকে ছেলেকে শরীর মুছে দিলাম এবং আমি গোসল করে আসলাম। যতোই শীত থাকুক না কেন আমার গোসল করতে হয় আমি গোসল না করে থাকতে পারি না। আজকে অনেক গলা ব্যথা করছে তারপর গোসল করে আসলাম। গোসল করে আসলাম এবং যোহরের আযান দিয়ে দিলো নামাজ পড়ে নিলাম। নামায শেষ করে আগে ছেলেকে ভাত খাইয়ে দিলাম।আর এদিকে মাও গোসল করে নামাজ পড়ে আসলো এরপর সবার জন্য ভাত বেরে তারপর সবাই খেতে গেলাম।

IMG_20240106_190056.jpg
নাটক দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট করে নেওয়া

দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল বেলা ছেলের পাশে কিছুক্ষণ শুয়ে থাকলাম এবং শুয়ে কিছু কমেন্ট করলাম। কয়েকটি কমেন্ট করার পর আসরের আযান দিয়ে দিল নামাজটা পড়ে আসলাম। আবার ছেলের পাশে শুয়ে থাকলাম তারপর একটি নাটক দেখলাম নাটকটির নাম লাল টুকটুকি বউ ফোনে অনেকগুলো নাটক আছে কিন্তু সময় পাইনা দেখতেও পারি না তো আজ ভাবলাম একটা নাটক দেখি নাটকটির সময় ছিলো ৩৮মিনিট ৫৩ সেকেন্ড ছিলো। নাটকটি দেখা শেষ হলে এর ভিতরে ছেলে ঘুম থেকে উঠে গেল। তারপর ছেলেকে নিয়ে উঠোনে কতক্ষণ হাটাহাটি করি এরই মাঝে সন্ধ্যা হয়ে গেল তারপর ঘরে এসে পড়লাম।

🌺সন্ধ্যা+ রাত 🌺

IMG_20240106_181956.jpg

অজু করে আসলাম নামায পড়ার সময় ছেলেকে পাশে বসিয়ে রাখি তারপর নামায পরি।নামাজ শেষ করে কিছুক্ষণ খাটের উপর ছেলেকে নিয়ে বসে থাকি। তারপর হাতে কয়টা মনেক্কা নিয়ে খেতে থাকি আর ভাবি আজকে সারাদিনে কি করেছি সেটা ভাবতে ভাবতেই এরপর পোস্ট লিখতে বসলাম

IMG_20240105_110713.jpg

এর মাঝে ছেলে খুদার জন্য কান্না করছিল কারন সন্ধ্যা বেলা কিছু খাইনি এবং খেতেও চাইনি। কিছু তো খেতেই চায় না তাই ভাবি একটু নুডুলস রান্না করে এনে দেখি খায় কিনা। তারপর রান্না করে আনলাম এবং খেতে দিলাম সে আমার হাতে ৫ লোকমা খেলো।তারপর আর যে এতো খাওনোর চেষ্টা করলাম আর খাওয়াতে পারলাম না সে যে না বলেছে সে না নিয়েই থাকলো। ছেলেকে খাওয়া-দাওয়ার ঝামেলা শেষ করে আমি আবার পোস্টটা লিখতে বসলাম। পোস্ট লেখার সম্পূর্ণ করে তারপর আমি এশার নামাজ পড়ি। নামাজ শেষ করে কিছুক্ষণ বসে থাকি তারপর রাতের খাওয়া-দাওয়া খেয়ে সবাই ঘুমোতে যাই। এরকম করে আমি একটা দিন অতিবাহিত করলাম এবং সমস্ত দিনের কার্যক্রম গুলো আমাদের আপনাদের সাথে শেয়ার করছি

আমার পোস্টি ধৈর্য সহকারে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ । সবাই সুস্থ থাকুন ভালো থাকুন (আল্লাহ হাফেজ)
Sort:  
Loading...
 8 months ago 

ভোরে মায়ের ডাকে ঘুম ভেঙে যায় আপনার। এরপর আযান শুনে ফজরের নামাজ আদায় করে নেন।নামাজ শেষ করে গ্যাসের চুলায় আদা চা বসিয়ে দেন।
ুভাবেই আপনার দিনলিপি লিেছেন খুব চমৎকারভাবে ।এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করেছেন সকালে ঘুম থেকে উঠে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছেন গ্যাসের চুলাতে।
চা দিয়ে মুড়ি খেতে আমি তো বেশ পছন্দ করি তবে সব সময় নামাজে মধ্যে।
এরপর একটু রোদ্রে নিজেকে উপস্থিত করলেন। তখন চোখ গেল পেপে গাছের দিকে অনেকগুলো পেঁপে সহ গাছটা পড়ে যাচ্ছিল তাই পেঁপে গুলো পেড়ে নিয়ে আসছেন। এবং দেখতে পাচ্ছে একটা পেঁপে পাখি দেখে ফেলেছে।
বিকেলে আবার ছেলেকে নুডুলস রান্না করেও খাইয়ে দিয়েছেন সব মিলিয়ে খুব সুন্দর একটি দিন পার করেছেন।

 8 months ago 

শীতের সময় চা মুড়ি খেতে অনেক মজার। তার উপর যদি কাপে করে মুড়ি ভিজিয়ে খাওয়া যায়। আওনার গাছের পাকা পেপে গুলো দেখে লোভ হচ্ছে, ঢাকায় এরকম পাওয়াই যায় না।

আপনি লাল টুক্টুক বু নাটক দেখেছেন। মাঝে মাঝে বিনোদনের দরকার আছে জীবনে। ভালো লাগলো।

আপনি অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন। সকাল বেলা চা আর মুড়ি খেয়েছেন।আর পেঁপে পাখিতে খেয়েছে আর তা আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে পেঁপে একটু পাকনা হওয়ার সাথে সাথে পাখি কি করে খবর পায় তাই বুঝি না। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 8 months ago 

পাখিদের তো কোন কাজ থাকে না ওদের কাজ থাকে কোথাকার কি পেকেছে কি হয়েছে এই খাওয়াটাই শুধু ওদের ভাবনা থাকে। ওরা ওদের নাকের গ্রান শোকে সবকিছু বুঝতে পারে কোথায় কি হচ্ছে।।
থ্যাংক ইউ কমেন্টের মাধ্যমে আপনার মতামত কি জানিয়ে দিলেন।

 8 months ago (edited)
  • আপনার দিন লিপি টি পড়ে করে জানতে পারলাম। এলাচ ও আদা চা বানিয়েছেন সাথে মুড়ি দিয়ে সকালে খেলেন। গলার অবস্থা তো ভালো না কথা বলতে পারছেন না। অবস্থা কিছুদিন আগে আমারও হয়েছিল। বিশ্রী একটি অবস্থা। বেশি বেশি করে লবন পানি দিয়ে
    গড়গড়া করুন। আপনার ছেলের-স্বাস্থ্য ও ভালো না। ওর প্রতি যত্ন নিন। গাছের পেঁপে পারলে অনেকগুলো দেখে খুব ভালো লাগলো। দেখলাম একেবারে পাকা একটা পেঁপে । একেবারে গাছপাকা মনে হচ্ছে

পেপেটা। তারপর সন্ধ্যার পর মনেক্কা খেতে দেখলাম। আমার খুব পছন্দের একটি খাবার।।
ছেলের প্রতি যত্ন নিবেন, নিজের শরীরের প্রতি ও খেয়াল রাখবেন ,ভালো থাকবেন।

 8 months ago 

আপু আপনার কাছ থেকে একটা পরামর্শ পেয়ে খুব ভালো লাগলো যেমন পানি এবং লবণ দিয়ে গড়গড়া করতে । ঠিকই বলেছেন আপু আমার হাতের পেপেটা একদম গাছ পাকা পেঁপে। এবং পেঁপে গুলো খেতে অনেক মিষ্টি। আপনারা যে মনেক্কা খেতে খুব পছন্দ জেনে খুব ভালো লাগলো।
থ্যাংক ইউ আপু আমায় সারাদিনই ডাইরি গেম পরে আপনি খুব সুন্দর একটি কমেন্ট করলেন

 8 months ago 
  • পেঁপেটা দেখেই বুঝতে পারছিলাম যে একেবারে গাছপাকা। এমন একটা আমার খুব পছন্দের একটি খাবার মনেক্কা। আর লবণ পানিতে গড়গড়া খুবই উপকারী একটি পদ্ধতি। আমার গলার সমস্যা হয়। তখন আমি এই পদ্ধতিটি ব্যবহার করে থাকি। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59241.40
ETH 2525.12
USDT 1.00
SBD 2.47