My Architectural Photography For Week 73
এটি আমাদের শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই স্থাপনাটি সুইচ কেবিন নামে পরিচিত। রেলওয়ে স্টেশনের ব্যস্ততম একটি অফিস এটি। এখানে ২৪ ঘন্টা কোন না কোন রেলওয়ে স্টাফ কর্তব্যরত থাকেন। এই অফিস থেকে রেলের যাবতীয় সিগান্যাল দেয়া হয় এবং কোন লাইনে ট্রেন প্রবেশ করবে তা নির্ধারণ করা হয়। একটি ভুল সিগন্যালের কারণে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তাই বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ কাজ হয় এখানে। আমাদের রেলওয়ে স্টেশনটিতে ব্রিটিশ সময়কালের কিছু যন্ত্রপাতিও আছে। সেগুলোর ছবি তুলতে পারলে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.
Vote for @visionaer3003 as witness.