কলেজের প্রজেক্ট তৈরি

in CCS11 months ago

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি,৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আমাদের কলেজের দেওয়া প্রজেক্ট তৈরির বিষয়ে কিছু কথা শেয়ার করব৷ চলুন শুরু করি-

আমাদের ৭ম পর্বের একটা বইয়ের নাম হলো ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিং প্রজেক্ট। এটা শুধু মাত্র ব্যবহারিক ক্লাস হয় কোনো থিওরি ক্লাস হয় না। যিনি আমাদের প্রজেক্ট ক্লাস নেন, তিনি আমাদেরকে একটা প্রজেক্ট তৈরি করে জমা দিতে বলেছেন৷ যার ভিত্তিতে ব্যবহারিক নাম্বার দিবেন৷ প্রজেক্টের নাম ছিল " ১২ ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি"। এটা যেহেতু সবাই মিলে করতে হবে এবং বেশ কিছু অর্থ লাগবে। এজন্য আমি সিদ্ধান্ত নিলাম সবাই মিলে টাকা তুলে প্রজেক্টটা তৈরি করব৷ এজন্য ক্লাসের সবার কাছ থেকে ৫০ টাকা করে চাদা তোলা শুরু হলো। জোর এবং বিজোর রোলদের টাকা তোলার জন্য দুইজনকে দায়িত্ব দেওয়া হলো।
received_205829462282890.jpeg

২/৩ দিন ধরে আগে আমরা টাকা তুলে নিলাম। এরপর রবিবারের দিন সকালে গিয়ে প্রজেক্টের সকল জিনিস কিনে আনা হলো। আমরা মোট ২৫২০ টাকা তুলে ছিলাম। সেখানে থেকে আমরা ১২০০ টাকা মতো দিয়ে প্রজেক্টের জিনিসগুলো কিনে আনলাম। এর আগে যেহেতু এই ধরনের প্রজেক্ট করি নাই, এজন্য আমাদের কলেজের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন স্যারের সাহায্য নিলাম। স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। জিনিসগুলো কিনে আনার পর স্যার, এসে বিষয়টা ভালো ভাবে বুঝায়ে দিলেন এবং আমরা স্যারের দেখানো নিদের্শনা মতাবেক কাজ করলাম।

received_232174402892478.jpeg

received_560961406222824.jpeg

received_639107651050645.jpeg

received_205754749066186.jpeg

আমরা অনেক জন মিলে প্রজেক্টটা তৈরি করেছিলাম। আমাদের প্রজেক্ট তৈরি করতে প্রায় বিকাল ৩ টা বেজো গিয়েছিল। যেহেতু স্যার আমাদের সাথে সব সময় ছিল, এজন্য আমরা স্যারের জন্য দুপুরের খাবার কিনে দিয়োছিলাম। যদিও স্যার নিতে চাইছিল না, আমরা জোর করে দিয়েছিলাম। প্রজেক্টটা তৈরি করে আমরা যারা প্রজেক্টের ওখানে ছিলাম, সবাই মিলে নাস্তা করলাম। তারপর সবাই নিজের মেসো চলে আসলাম। মাথার উপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল।। পরের দিন আমরা প্রজেক্টটা জমা দিয়ে দিয়েছিলাম।

প্রথমবারের মতো আমরা সবাই মিলে প্রজেক্টটা তৈরি করেছিলাম। অনেক কিছুই শিখতে পেরেছি, প্রজেক্ট তৈরির ওখান থেকে। আশা করি আপনাদের সবার কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 63966.64
ETH 3055.32
USDT 1.00
SBD 3.87