স্মৃতিচারণ নাগর দোলা

in Help4Help3 years ago

inbound931191476299734677.jpg

নাগর দোলা

বাংলাদেশের ঐতিহ্যের একটি প্রতিক হল নাগর দোলা। ছোট্ট বেলায় পাঁচ বা দশ টাকা দিয়ে ৩০ মিনিট ঘুরা যেত।

প্রতিটি ঈদের দিন হতে শুরু করে তিন পযন্ত টাকা থাক বা না থাক নাগর দোলায় ছড়ার জন্য বসে থাকতাম।

বর্তমান সময়ে হরেক রকমের নাগর দোলা দেখা মিললে ও আগের সেই জৌলুশ নাই। কারণ মেলায় ঈদের সময় বিভিন্ন উৎসবে দেখা মিলত শুধু।দূর দূরান্তের লোক জন এসে উৎসব মাতিয়ে রাখত।

নাগর দোলার পাকের সাথে পাল্লা দিয়ে সেন্ডেল বা জোতা মাটি তে রেখে, কার আগে কে নিতে পারে সেই খেলায় মজত সবাই। পাশের লোক জনের হাততালিতে আরো বেশী চলত এই খেলা।

রাত একটু গভীর হলে বাড়ীর বউ জীয়েরা বের হত নাগর দোলায় ছড়ার জন্য। এখনো নাগর দোলা আছে তবে সেই আনন্দ আর নাই। ঘুরাঘুরি করার সময় আবার নাগর দোলা পেলাম এবং সাথে সাথে সেই ছোট্ট বেলায় ফেরত গেলাম।সেই কি আনন্দ

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 110093.38
ETH 3875.30
USDT 1.00
SBD 0.55