(আমার বাংলা ব্লক) এই কমিউনিটিতে আমি নতুন

আমার নাম মোঃ ফাহিম। আমি Steemit এ নতুন । আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি । আমি মধ্যবিত্ত ঘরের সন্তান । আমি Steemit সম্পর্কে জানতে পেরেছি youtube থেকে । Steemit এ নিজেদের ব্লগ তৈরি করে ইনকাম করা যায় এটা জানার পরে আমি এখানে একাউন্ট করি তারপর সর্ব প্রথমে একটা কমিউনিটি দেখতে পারি তার নাম হচ্ছে (আমার বাংলা ব্লগ) এই কমিউনিটি আমি প্রথমে সাবস্ক্রাইব করি তারপর এখানে দেখতে পারলাম ৪৬৪৭ জনের একটা পরিবার । আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম একটি সাইটে বাঙালি ভাই বোনেরা আছে , আমিও একজন বাঙালি । তো আমি Steemit এ এসেছিলাম কিছু ইনকাম করতে যাতে আমার পরিবার এবং আমার কিছু ছোটখাটো চাহিদা পূরণ হয় । আর আমার পরিবারের আর্থিক অবস্থা অনেক খারাপ আমি যদি কিছু করতে পারি তাহলে আমার পরিবারের অনেক সুবিধা হবে এ কথা ভেবে আমি এখানে এসেছি অন্য কোন উদ্দেশ্য নেই আমার। আমার কলেজের ভর্তি ফি দেওয়ার মত টাকা নেই আমার পরিবারের কাছে এছাড়াও আমার ছোট বোন ক্লাস 4 এ উঠেছে তার ও ভর্তি ফি রয়েছে

আমি যদি এই কমিউনিটি থেকে কোন সাহায্য সহযোগিতা পাই তাহলে আমার অনেক উপকার হবে আপনারা আমাকে সাপোর্ট করুন । আর আমাকে যারা সাপোর্ট করবেন আমি তাদেরকে সব সময় সাপোর্ট করবো যতদিন আমি এখানে আছি প্লিজ আমার পোস্টে আপনারা আপ ভোট দিন যাতে আমার একটু হেল্প হয়

আপনারা আমাকে সাপোর্ট করুন । আর আমাকে যারা সাপোর্ট করবেন আমি তাদেরকে সব সময় সাপোর্ট করবো যতদিন আমি এখানে আছি প্লিজ আমার পোস্টে আপনারা আপ ভোট দিন যাতে আমার একটু হেল্প হয়

যারা যারা আমাকে আপ ভোট দিবেন আমি তাদের প্রত্যেকটা পোস্ট এবং কমেন্টে আপ ভোট দিবো।

আপনারা আমার পাশে থাকুন প্লিজ

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দরভাবে আপনার পরিচিতিমুলক পোস্ট উপস্থাপন করেছেন।

তবে এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের discord server এ জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় জানিয়ে দেয়া হবে discord এর মাধ্যমে।
👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW
আরও কিছু জানতে ফলো করুন। 👇

https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 101834.46
ETH 3400.62
USDT 1.00
SBD 0.59