Green chilli
শেয়ার করব তবে আজকে ধারাবাহিকতা বজায় রেখে একটি পরিষ্কার করব সেটি আপনাদের ভালো লাগবে আশা করা যাচ্ছে। যদি ভালো লেগে থাকে সেটা মন্তব্য করে জানতে বলবেন না কিন্তু তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
আজকে একটি মরিচের ফটোগ্রাফি দেখতে পারবেন আসলে মরিচের বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায় তবে। মরিচগুলো একটি বস্তার মধ্যে রয়ে যাবে একটি লোক সেগুলো বিক্রি করার জন্য নিচে আমের চোখে দেখতে পেয়ে যাবে সেগুলো ফটোগ্রাফি করে ফেলি। আর আজকে আপনাদের দেশে শেয়ার করলাম।
আমি সবসময় একেক দিন একেক রকম জিনিস শেয়ার করার উদ্দেশ্যে এগিয়ে যাই এবং কাজ করে যাই আপনাদের ভাললাগা বন্ধ লাগাও জানাবেন আমাকে। তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে জানান। তাইতো বারবার আপনাদের মাঝে প্রতিদিন একটি করে শেয়ার করি।
আর সবসময় চেষ্টা করবো ভালো কিছু শেয়ার করতে তাই আজকে কাঁচামরিচের ফটোগ্রাফিটি শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু কারো মন্তব্য করার প্রয়োজন রয়েছে।
কথা না বাড়ি বেঁধে নিতে হবে তাই বিদায় নেব আর সবাই সবার সুস্থতা কামনা করে বিদায় নিতে হবে তাই বিরানী খেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সবাই কামনা করি। আগামীতে পোস্ট ব্যতিক্রম কিছু আসবে আর সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন অপেক্ষায় থাকবেন।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @arhossain99 |
অবস্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম আনোয়ার রহমান।আমি বাংলাদেশের চিটাগং বিভাগে বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।! আমি হ্রদয়, ওমানে বসবাসকারী একজন নিবেদিত কম্পিউটার দোকানদার। আমার প্রযুক্তি এবং ভ্রমণ উভয়ের প্রতিই আবেগ আছে এবং আমি ব্লগিং এর মাধ্যমে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করি। আমার ভ্রমণের সাম্প্রতিক কারিগরি টিপস বা গল্পই হোক না কেন, আমি আমার পাঠকদের জন্য আকর্ষণীয় এবং দরকারী সামগ্রী সরবরাহ করার লক্ষ্য রাখি।কঠোর পরিশ্রম করা এবং নতুন জায়গা অন্বেষণ করা আমাকে অনুপ্রাণিত করে।আমি আমার অনন্য দৃষ্টিকোণ থেকে অন্তর্দৃষ্টি এবং গল্প অফার করে প্রযুক্তি এবং ভ্রমণের জগতের সাথে মিশে যাওয়ার সাথে সাথে আমার সাথে যোগ দিন।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
Upvoted! Thank you for supporting witness @jswit.