জেনারেল রাইটিংঃ বাজার পরিস্থিতি।

in আমার বাংলা ব্লগ9 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১০ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল ।২৫শে আগস্ট। ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি জেনারেল রাইটিং আপনাদের সাথে শেয়ার করবো।

g1.jpg

source

গত কয়েকদিন পর আজ সারাদিন বৃষ্টি নেই। তবে আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি হতেও পারে। ভাদ্রের শুরুতেই গরমের তেজ বেশি থাকলেও গত কয়েকদিন গরম কম ছিল। আজ আবার তালপাকা গরম। কিন্তু এবার এখনো তাল খাওয়া হয়নি! বাজারে অবশ্য তাল পাওয়া যাচ্ছে। কিনবো কিনবো করে এখনো কেনা হয়ে উঠেনি। যে কোন সময় কিনে ফেলবো। তালের পিঠা আমার ভালই লাগে।তাল কেনার কথা মনে হতেই নিত্য পণ্যের বাজারের কথা মনে হলো। নিত্য পণ্যের দামে আগুন। বিশেষ করে শাক সব্জির। আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য আমার আজকের জেনারেল রাইটিং নিত্য পণ্যের দাম নিয়েই।

প্রতি বছর বর্ষার শেষে বাজারে আগুন লাগে নিত্য পণ্যের দামে। এবারও তার ব্যতিক্রম হয় নি। যারা বাজারে যান তারা ভালই অবগত। প্রতি বছর বাজারের এমন পরিস্থিতি হয় কিন্তু আগাম প্রস্তুতি থাকে না! সরকারের আগাম প্রস্তুতি থাকলে সাধারণ মানুষের পকেট কাটা যেত না! একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে। পেঁয়াজ বেশ কয়েক মাস ধরেই ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। হঠাৎ আগাম ঘোষণা ছাড়াই একদিনেই ২৫/৩০ টাকা বেড়ে ৭৫/৮০ টাজায় বিক্রি হচ্ছে। এক দিনেই ২৫/৩০ টাকা কেজিতে কোন যুক্তিতে বাড়লো মাথায় ঢুকে না! অথচ দেশে সচল-সবল একটি বানিজ্য মন্ত্রণালয় আছে।

শুধু পেঁয়াজ নয় চাল,ডিমসহ অনেক জিনিসের দাম বেড়েছে।ডিমের ডজন ১৫০ টাকা! মিডিয়াম মানের চাল কিনতেই ৭৫/৮০ টাকা গুনতে হচ্ছে কেজিতে। মুরগী- মাছের দামও বেড়েছে। পেঁপে-আলু ছাড়া ৮০ টাকার নীচে কোন সবজি নেই। একটি লাল শাকের আটি ৩০ টাকা। রান্নার পর একজন মানুষের হবে কোন রকমে,ভাবা যায়! করল্লার কেজি ১২০ টাকা! কাঁচা মরিচের ৪/৫ শত টকা থেকে কমে এখন ২/৩ শত টাকা কেজিতে এসেছে। অথচ নিউজে প্রকাশ পাচ্ছে কাঁচা মরিচ আমদানিতে খরচ পড়েছে ৮০ টাকার মত! তাহলে বাকিটা খাচ্ছে কে?

বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা! তাও ভালো এবার আলুর দাম বাড়েনি। পেঁপে ২০/২৫ টাকা কেজি। তা না হলে সাধারণ মানুষের কি যে হত! অনেকেই মনে করেছিলেন সরকার পরিবর্তনের পর বাজার সিন্ডিকেট ভেঙ্গে যাবে। হয়ত ভেঙ্গেও গিয়েছিল। মানুষ তার সুফল পেতে শুরু করেছিল। কিন্তু বছর ঘুরতেই আবার সিন্ডিকেট। বাজার পরিস্থিতি দেখে মনে হচ্ছে সরকার অসহায়। সাধারণ মানুষের কথা কেউ ভাবে না! যে যায় লংকায় সেই হয় রাবন।

পোস্ট বিবরণ

শ্রেনীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৫ শে আগস্ট, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111391.51
ETH 4339.37
SBD 0.84