জেনারেল রাইটিং :- অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড়ই মিথ্যা কথা।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার টপিক হচ্ছে অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড়ই মিথ্যা কথা। মানুষের মধ্যে অনেক মানুষ আছে অনুমান এবং উদাহরণা বেশি বিশ্বাস করে এবং ধরে। আর এই কারণে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। আসলে অনুমান হচ্ছে অদৃশ্য বিষ। কারণ অনুমান সম্পর্ক নষ্ট করে ফেলে। কারণ অনুমান করলে কখনো সঠিক হয় না। অনুমানের কারণে মানুষের মধ্যে বিষ জন্ম নেয়। আর এই বিষের কারণে মানুষের জীবন পর্যন্ত নষ্ট হয়। যেমন মানুষের সম্পর্ক নষ্ট করে তেমনি মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে অনুমান। অনেক সময় আমরা দেখি একটি লোক দেরিতে আসলো।
আর কি কারণে দেরিতে আসলো স্মৃতি চিন্তা না করে আমরা অনুমান করি। এবং বলি সেই ইচ্ছা করে দেরি করল ও আরো নানান ধরনের কথা বলি। আর এই কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয় এবং শত্রুতা তৈরি হয়। আবার ধারণা করা যায় কিছু মানুষ কুধারণা বিশ্বাস করে ফেলে। আর কুধারণার কারণে বিশ্বাস ভাঙলে সম্পর্ক পর্যন্ত ভেঙে পড়ে। আবার অনেক সময় দেখা ভাই কুধারণা বিশ্বাস করে নিজের জন্য বিপদ ডেকে আনে এবং অন্যের জন্য বিপদ ডেকে আনে। যেমনটি দেখা যায় একজন বন্ধু নীরব ছিল। হয়তোবা তার বন্ধুর কোন সমস্যা ছিল এই কারণে সেই একটু নীরব ছিল। আর বন্ধুর নীরবতা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বন্ধুত্ব নষ্ট করে ফেলো।
আবার অনেক সময় দেখা যায় কিছু বন্ধু আছে বন্ধুর নীরবতা নিয়ে কথা বলে বন্ধুর ক্ষতি করার চেষ্টা করে। আর এই কারণে কুধারণা মানুষের বিতরের মানুষটিকে মেরে ফেলে। আর এই কারণে কুধারণা থেকে দূরে থাকা দরকার। আবার দেখা যায় অনুমান করে সত্যকে ডেকে দেই অনেকে। কারণ সত্য জানার আগে অনেক মানুষ আছে অনুমান করে। আর অনুমান কখনো সঠিক হয় না। আর সময় না নিয়ে মানুষ সত্য না জেনে অনুমান করে থাকে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ নিজের পরিবারের লোককে অনুমান করে এবং সত্য জানতে চাই না। যেমন দেখা যায় নিজের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যেও এরকম। হয়তোবা কথা কম বলে এটাকে নিয়ে অনুমান করে বিভিন্ন ধরনের কথা বলে। এতে করে স্বামী স্ত্রী একজনকে একজন ছোট করে এবং বিশ্বাস নষ্ট করে।
অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছে যা চোখে দেখা হয়নি তা নিয়ে মনগড়া কথা বলে। আর ওই কথা সে মানুষের কাছে সত্য বলে প্রচার করার চেষ্টা করে। ওই কথা সবচেয়ে বড় মিথ্যা। কারণ চোখে না দেখে অনুমান করে কিছু বলে মানুষকে বিশ্বাস করানো হচ্ছে মিথ্যা। এ কারণে অনেকে বলে চোকে না দেখলে তা কাউকে বলাও ঠিক না এবং সত্য বলে দাবি করা ঠিক না। তবে অনেক মানুষ আছে অনুমান করে মিথ্যা কথাকে মানুষের কাছে সত্য বলে প্রচার করার চেষ্টা করে। আর ওই লোক গুলো ওই কথা মন গত ভাবে সাজায়। আর ওই কথাগুলোর কোন যুক্তি থাকে না। তাই আমি মনে করি চোখে না দেখে কিছু বিশ্বাসও করা ঠিক না। এবং অন্যের উপর প্রয়োগ করা ও ভুল।
আসলে অনুমান হল অন্ধকার। কারণ অনুমান করলে ওই কথাগুলো অন্ধকারের মত। কারণ অনুমান অন্ধকার হলে যখন আলো আসবে তখন অনুমান দূরে চলে যাবে। কারণ আমরা নিজেরাই বলি অন্ধকারে যখন আলো আসে তখন অন্ধকারের কোন দাম থাকে না। তেমনি অনুমান হচ্ছে অন্ধকারের মত। আর সত্য এবং আলো আসলে তখন অনুমানের কোন যুক্তি থাকে না এবং কোন প্রয়োগ থাকে না। তাই আমি মনে করি অনুমান না করে সঠিক জানা দরকার। আর অন্ধকারে হাঁটতে গেলে মানুষ গর্তের পড়ে। তেমনি অনুমান করে বিশ্বাস করলে মানুষ গর্তের মধ্যে পড়বে। তাই আমি মনে করি অনুমান এবং কুধারণা থেকে সবাইকে দূরে থাকতে হবে। আশা করি আমার টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1961277589919821866?t=-vjv4Y_J-5UQQZB_-wVflg&s=19
https://x.com/Jamal7183151345/status/1961340032301895714?t=kfNqldyOsIjzP8WdVY1jNg&s=19
https://x.com/Jamal7183151345/status/1961340429003362747?t=8tpnooXWse0OWbN3hmYJRQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1961340817014231096?t=ufEbXC8cQvgofQEkp-EVLQ&s=19
আমাদের ধর্মও অনুমান থেকে বিরত থাকার নির্দেশ দেয়। কুরআনে সূরা হুজরাতে বলা হয়েছে, 'কোনো সম্প্রদায়কে উপহাস কোরো না, হতে পারে তারা তোমাদের চেয়ে উত্তম। আর অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ।ধর্মীয় ও নৈতিক উভয় দৃষ্টিকোণ থেকেই এটি একটি মূল্যবান উপদেশ।