অহংকার কাছের মানুষকেও দূরে সরিয়ে দেয়।

আশাকরি "আমার বাংলা ব্লগ" পরিবারের সবাই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা সবাই যেন সুস্থ ও শান্তিতে আছেন, এই কামনা করি। মহান আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

আজ আপনাদের সঙ্গে জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি “অহংকার কাছের মানুষকেও দূরে সরিয়ে দেয়।”

Google_AI_Studio_2025-10-06T03_18_00.782Z.png
AI generated image

এই পৃথিবীতে মানুষ যত বড়ই হোক না কেন, অহংকার তাকে কখনো প্রকৃত অর্থে মহান মানুষ হতে দেয় না। বরং অহংকার এমন একটি দোষ যা ধীরে ধীরে একজন মানুষকে একাকী করে ফেলে। আমরা অনেক সময় দেখি কেউ সামান্য সফলতা পেলেই নিজের চারপাশের মানুষদের ছোট করে দেখা শুরু করে। মনে করে, সে-ই শ্রেষ্ঠ, বাকিরা তুচ্ছ। অথচ সেই মানুষগুলোই একদিন হয়তো তাকে বিপদে পাশে দাঁড়িয়েছিল, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।

অহংকার এমন এক আগুন, যা ধীরে ধীরে সম্পর্কের মমতা আর ভালোবাসাকে পুড়িয়ে দেয়। যখন একজন মানুষ অহংকারে অন্ধ হয়ে যায়, তখন সে বুঝতে পারে না কে তাকে ভালোবাসে আর কে নয়। সে নিজের কাছের মানুষদের আঘাত দেয়, তাদের কথা উপেক্ষা করে, এমনকি নিজের ভুল স্বীকার করতেও চায় না। ফলাফল হিসেবে, সেই প্রিয় মানুষগুলো একসময় দূরে সরে যায়, নীরবে চলে যায় চিরদিনের মতো।

জীবনে যত সফলতাই আসুক না কেন, আমাদের মনে রাখা উচিত অহংকারে নয়, বিনয়ে মানুষ বড় হয়। যে মানুষ বিনয়ী, সে সবার ভালোবাসা পায়, সম্মান পায়, আর যে মানুষ অহংকারে ভরে ওঠে, সে নিজের হাতেই নিজের সুখ নষ্ট করে ফেলে। অহংকারের কারণে পরিবারে অশান্তি আসে, বন্ধুত্ব ভেঙে যায়, সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায়।

তাই আমাদের উচিত সব সময় বিনয়ী থাকা, সকলের সঙ্গে সুন্দরভাবে আচরণ করা। সাফল্য আমাদের অহংকারী না করে যেন আরও মানবিক করে তোলে, সেই প্রার্থনাই করা উচিত। কারণ, একদিন যখন সব কিছু হারিয়ে যাবে, তখন পাশে থাকবে না আমাদের অহংকার পাশে থাকবে কেবল সেই মানুষগুলো, যাদের আমরা ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম।

আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।


9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328DKeuowwHCZtig3JD7racUkSk26FtAN8287v3yJYSQ2VcwxVU42jLgpHU4KGwDs9f6fqQQQVYrNXUfr1pQTc9T4NPUnnGHKKjyYJ.png

লিংক

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.032
BTC 111323.50
ETH 3983.26
USDT 1.00
SBD 0.65