বাজারের পরিস্থিতি।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বাজারের পরিস্থিতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


market-147281_1280.webp



লিংক


আসলে বর্তমান সময়ে এখন বাজারে গেলে মনে হয় যে বাজারে সব সময় আগুন জ্বলছে। অর্থাৎ প্রত্যেকটা দ্রব্যের দাম এতটা বেশি যে এই দ্রব্য কিনতে আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকে অনেক বেশি হিমশিম খেয়ে যেতে হচ্ছে। আসলে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে যারা উঁচু শ্রেণীর লোক রয়েছে তারা কিন্তু বাজারে গিয়ে তেমন একটা বেশি দরাদরি করে না। আর তাদের যে জিনিসগুলোর প্রয়োজন তারা মুখ বুঝে সেই জিনিসগুলো নিয়ে টাকা দিয়ে চলে আসে। আসলে বাজারের দামের সাথে তাদের কোন সম্পর্ক নেই। কেননা তাদের কাছে যেমন প্রচুর পরিমাণ অর্থ রয়েছে এবং তাদের এই বাজারের দাম বাড়লেও তাদের জীবনে তেমন একটা বেশি প্রভাব কখনো আমরা লক্ষ্য করতে পারিনা।


কিন্তু সব থেকে বেশি সমস্যা হয় মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর লোকেদের। অর্থাৎ এই শ্রেণীর লোকগুলো যেহেতু নিজেদের জীবনকে একটু ভালোভাবে পরিচালনা করার জন্য অনেক বেশি কঠিন পরিশ্রম করতে হয় এবং তাদের পরিশ্রমের ফলে যে অর্থ তারা উপার্জন করে তাদের তারা খুব কষ্টে তাদের সংসার পরিচালনা করে। কিন্তু যখন তারা বাজারে গিয়ে দেখতে পাই যে বাজারের প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া তখন তাদের কষ্টের আর কোন সীমা থাকে না। অর্থাৎ প্রতিদিন বাজার করে ভালো-মন্দ খাওয়ার মত অর্থ তাদের কাছে আর কখনো থাকেনা। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি বাজারের এই পরিস্থিতিকে সঠিকভাবে কন্ট্রোল করতে না পারি তাহলে এটি আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।


আসলে বাজারের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে একদল দালাল শ্রেণী লোকেরা। যারা কিনা কৃষকের কাছ থেকে অল্প দামে ফসল কিনে এনেছি ফসল এই বাজারে বেশি দামে বিক্রি করে। আর এর ফলে আমরা কিন্তু তাদের কাছ থেকে বেশি দামে বিভিন্ন খাবারের দ্রব্য কিনতে হচ্ছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এভাবে যদি প্রতিনিয়ত খাবারের দাম বাড়তে থাকে এবং শাকসবজির দাম বাড়তে থাকে তাহলে কিন্তু মানুষের ক্রয়-ক্ষমতার ঊর্ধ্বে চলে যাবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই বাজারের দ্রব্যমূল্যের দাম যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু আমাদের এই মধ্যবিত্ত এবং গরিব পরিবারের লোকেরা কখনো বাজারে গিয়ে ভালো মন্দ কখনো কিনে খেতে পারবে না।


এজন্য আমরা সব সময় চেষ্টা করবো যাতে করে বাজারের দ্রব্যমূল্যের দামের পরিস্থিতি সবসময় একটা সাম্যবস্থায় থাকে। আসলে এই দালাল প্রকৃতির লোকেদের যদি আমরা মাঝখান থেকে বের করে দিতে পারি তাহলে দেখবেন যে এই দ্রব্যমূল্যের দাম কখনো বাড়বে না। অর্থাৎ বাজারের প্রত্যেকটি জিনিসের দাম সবসময় সঠিক থাকবে এবং এই দামে প্রায় সকল লোকেরা শাকসবজি কিনে খেতে পারবেন। আসলে একটা জিনিস আমাদের মানতে হবে যে দুই একটা খারাপ মানুষদের জন্য আজ পুরো দেশটা অনেক বেশি সমস্যায় রয়েছে। এজন্য আমাদের বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সব সময় সতর্ক থাকতে হবে এবং খারাপ ব্যক্তিদের জীবনে তেমন কোন একটা বেশি প্রাধান্য দেওয়ার যাবে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 111843.24
ETH 3820.10
USDT 1.00
SBD 0.61