চেহারা মানুষের অবস্থান নির্ণয় করে না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চেহারা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


eye-4323343_1280.jpg



লিংক

এই পৃথিবীতে সবাই এক রকম কখনো হতে পারে না। আসলে আমরা আমাদের চেহারা নিয়ে যদি মানুষকে বিচার বিবেচনা করে তাহলে সেটি কিন্তু ভুল হবে। কেননা মানুষের চেহারা কিন্তু মানুষের পরিচয় কখনো হতে পারে না। যদিও বর্তমান সমাজে মানুষের চেহারাকে অনেক বেশি প্রাধান্য দেয়া হয়। আপনি একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবেন যে সমাজে কোন লোক যদি কুৎসিত চেহারার হয়ে থাকে তাহলে তার সাথে সবাই কিন্তু তেমন একটি বেশি মেলামেশা করেন এবং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। আসলে আপনারাই একটু গভীরভাবে চিন্তা করে দেখুন যে চেহারা জিনিসটা কি। আসলে এই পৃথিবীতে আপনাকেও যেমন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তেমনি তাদেরকেও এই পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টি করেছেন। আসলে তাদের ভিতরে কিন্তু আলাদা ধরনের একটা সৌন্দর্য রয়েছে।


এখানে আমি সৌন্দর্য বলতে কিন্তু মানুষের চেহারাকে বোঝাই নি। আসলে চেহারা হলো মানুষের মনের ভিতর ভালো দিকটা। অর্থাৎ যার মন ভালো তার চেহারা কিন্তু অবশ্যই ভালো। আসলে এক এক জন মানুষ তার নিজের চেহারায় সে কিন্তু খুশি। কিন্তু এই বলে যে আপনার চেহারা ভালো এবং অন্য কারো চেহারা খারাপ এজন্য আপনি কারো সাথে মেলামেশা করবেন না তা কিন্তু নয়। আসলে আমাদের এইসব দিক বিবেচনা করে অবশ্যই সমাজের সবার সঙ্গে মেলামেশা করতে হবে এবং মানুষের চেহারা নয় বরং মানুষের মন দেখে তাদের সাথে মেলামেশা করা উচিত। কেননা যে মানুষের মন ভালো তার কিন্তু চেহারা তেমন কোন প্রাধান্য পায় না। আসলে অনেক দেশ রয়েছে যেখানে মানুষ চেহারার ভিত্তিতে আলাদা আলাদা ভাবে বসবাস করে।


আসলে এই আধুনিক যুগে এসে মানুষের এই বর্বর আচরণ সত্যিই একটা হাস্যকর বিষয়। আসলে মানুষ হিসেবে আমাদের সব সময় মানুষের সাহায্য করা উচিত এবং তাদের পাশে থাকা উচিত। যদি আমরা মানুষ যাচাই করে তাদের সাহায্য করি এবং তাদের পাশে থাকি তাহলে কিন্তু সেটি একটা ভুল বিষয়। কেননা আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে বিভিন্ন প্রকারের লোক থাকে। আর এই লোকেদের ভিতরে জ্ঞানের বিকাশ রয়েছে অনেকটা। আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সমাজে যারা জ্ঞানী লোক তারা কিন্তু মানুষের সাথে কথা বলে তাদের চেহারা দেখে নয়। বরং তাদের সাথে কথা বলে তাদের মন মানসিকতা দেখে। অর্থাৎ যাদের মন মানসিকতা ভালো তাদের সাথে মানুষ কথা বলতে অনেক বেশি পছন্দ করে।


কিন্তু যাদের অল্প জ্ঞান তারা কিন্তু সব সময় আচার বিচার করে সমাজে সবার সঙ্গে মেলামেশা করে।এই পৃথিবীতে অনেক ব্যক্তিরা রয়েছে যারা খুব নিচু স্থান থেকে উঁচু স্থানে পৌঁছে গিয়ে এই নিচু স্থানের লোকেদেরকে আর সহ্য করতে পারে না। আসলে এইসব লোকেরা তাদের জন্ম স্থানকে সবসময় ভুলে যায় এবং যারা জীবনে অর্থ উপার্জন করে পূর্বের লোকগুলোর কথা ভুলে যায় তারা জীবনে কখনো মানুষের মত মানুষ হতে পারে না। আসলে আমরা জীবনে যতই বড় হোক না কেন আমরা কিন্তু আমাদের মনের চেহারাটাকে সবসময় অন্যের কাছে ভালো রাখার চেষ্টা করব। কেননা আমরা কখনো আমাদের সৌন্দর্য ধুয়ে জল খেতে পারবো না। তাইতো চেহারা মানুষের অবস্থা কখনোই নির্ধারণ করে না বরং তাদের মন মানসিকতা তাদের অবস্থান নির্ধারণ করে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 7 months ago 

আমি মনে করি প্রতিটি মানুষের চেহারা যার যার মতো করে সুন্দর। কারণ মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বেশ যত্ন করে তৈরি করেছেন। কিন্তু অনেক মানুষের মন একেবারেই নোংরা। আমাদের সবার উচিত মনটাকে ফ্রেশ অর্থাৎ পবিত্র রাখা এবং সবার সাথে ভালো ব্যবহার করা। তাহলে সবাই আমাদেরকে ভালোবাসবে। তাছাড়া যে মানুষ নিজের অতীত ভুলে যায়, সে আসলে মানুষের পর্যায়ে পড়ে না।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 118752.87
ETH 4390.11
SBD 0.80