বাংলা ভাষার মর্যাদা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বাংলা ভাষার মর্যাদা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


balloons-1187260_1280.webp



লিংক

যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষার ইতিহাস জানলে সত্যিই আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। কেননা পৃথিবীতে এই একটি মাত্র ভাষা যে ভাষার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছে। আসলে সেই ভাষাটি হল আমাদের এই বাংলা ভাষা। আমি গর্বিত কেননা আমি জন্মের পর থেকে এই বাংলা ভাষা শুনে আস্তে আস্তে শেখার চেষ্টা করেছি এবং সেই ভাষায় আমি কথা বলতে পারি।। আসলে প্রত্যেকটা বাঙালির এই বাংলা ভাষাকে নিয়ে অবশ্যই গর্ব করা উচিত। আসলে বাংলা ভাষার গুরুত্ব কতটা বেশি তা অনেক বাঙালিরা রয়েছে যা কখনো উপলব্ধি করতে পারে না। আসলে বাংলা ভাষা বাঙ্গালীদের জীবনের একটা আবেগের জায়গা। আর এই বাংলা ভাষায় এত সুন্দর সুন্দর লেখনি রয়েছে যা পড়লে আমাদের মন প্রাণ ভরে যায়।


এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ভাষা ছিল যে ভাষা গুলো তারা হয়তোবা জানে। কিন্তু তারা কোন ভাষার মধ্যে এত সুন্দর রস কখনো আস্বাদন করতে পারেনি। আসলে বাংলা ভাষার মাধ্যমে আমরা একটা জিনিস দিয়ে এত মধুর ভাবে তুলে ধরতে পারি তা কিন্তু অন্য ভাষার মাধ্যমে কখনো আমরা তুলে ধরতে পারবো না। কিন্তু বর্তমান সময়ে বাংলা ভাষাকে নিয়ে এতটা নোংরামি চলছে এতে করে কিন্তু বাংলা ভাষার মর্যাদা প্রতিটা ক্ষেত্রে সবসময় নষ্ট হচ্ছে। আসলে মানুষ এখন বাংলাতে অনেকটা ব্যঙ্গ করে দেখে। কিন্তু তারা জ্ঞানী ব্যক্তি তারা কখনো নিজেদের এই বাংলা ভাষাকে কখনো ব্যঙ্গ করে দেখতে রাজি নয় এবং তারা কি করে বাংলা ভাষাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দেয়া যায় এই জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে।


যে বাংলা ভাষায় আমরা সর্বপ্রথম মা বলে ডাকি সেই ভাষার মর্যাদা রক্ষার জন্য আমরা সবসময় প্রস্তুত। আসলে আপনারা সবাই জানেন যে এই বাংলা ভাষা হল বাঙালির আবেগের ভাষা। আমরা এখন একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছি কেউ যদি আমাদের সাথে অন্য কোন ভাষায় কথা বলে আমরা তখন তাদের সাথে সেই অন্য ভাষায় কথা বলার চেষ্টা করি। আমার মনে হয় যে আমরা যদি নিজেদের ভাষা ত্যাগ না করে অন্য ভাষায় কথা না বলি তাহলে কিন্তু তারা ও চেষ্টা করবে আমাদের এই বাংলা শেখার জন্য। আসলে বাংলায় এসে বাংলায় কথা না বলে যদি তারা অন্য কথায় কথা বলার চেষ্টা করে তাহলে তাদেরকে আমরা অবশ্যই বাংলা ভাষার মর্ম বোঝাতে চেষ্টা করব।


আমরা অনেক জায়গায় দেখেছি যে সেই এলাকার লোক গুলো কখনো তাদের নিজেদের ভাষাকে পরিবর্তন করে না। অর্থাৎ তারা তাদের ভাষাকে সম্মান করে এবং তারা চায় যেন মানুষ তাদের ভাষা শিখে তাদের সঙ্গে সেই ভাষায় কথা বলুক। এজন্য আমাদের উচিত এই বাংলা ভাষাকে সঠিকভাবে শিখে বাংলা ভাষার সুনাম সব জায়গায় যেন প্রচার করতে পারি। এজন্য আমাদের অবশ্যই বাংলা ভাষার প্রতি অনেকটা দৃষ্টি দিয়ে এই বাংলা ভাষাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। তাইতো আমি এই বাংলা ভাষায় যেহেতু প্রকৃত রসের কিছুটা হলেও আস্বাদন করেছি তাই আমি চাই যে আমার পরবর্তী জন্ম যেন এই বাংলাতেই হয়। আর একই সাথে বাংলা যেন আমার মাতৃভাষা হয়।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

অসাধারণ একটি পোস্ট @steem-articles! বাংলা ভাষার মর্যাদা এবং এর প্রতি আপনার গভীর আবেগ সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগ এবং ভাষার সৌন্দর্য নিয়ে আপনার লেখাগুলো খুবই প্রাসঙ্গিক।

আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি যেভাবে আপনি বাংলা ভাষার মাধুর্য এবং বর্তমান প্রজন্মের এর প্রতি উদাসীনতা নিয়ে আলোকপাত করেছেন। "বাংলা আমাদের আবেগের জায়গা" - এই কথাটি প্রতিটি বাঙালির হৃদয়ে গেঁথে থাকা উচিত।

আপনার এই লেখাটি বাংলা ভাষাকে ভালোবাসতে এবং এর মর্যাদা রক্ষায় অন্যদের উৎসাহিত করবে। মন্তব্যের ঘরে আপনার চিন্তাগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করার জন্য পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা ভাষার জয় হোক!

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110650.57
ETH 4305.87
USDT 1.00
SBD 0.83