বর্তমানের কর্ম ভবিষ্যৎ নির্ধারণ করে।

in আমার বাংলা ব্লগ3 months ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17530096432923541948025052191233.jpg


সোর্স



আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে চলেছি। আর এই কর্ম হতে পারে আমাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন সামাজিক বা অসামাজিক কাজ, অথবা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজ। আমরা যেমন কাজই করি না কেন প্রত্যেকটি কাজ আমাদের ভবিষ্যৎ গড়ে দেয়। আমরা যেমন কর্ম করবো আমাদের ভবিষ্যৎ ঠিক তেমনি তৈরি হবে। আমরা যদি খারাপ কর্ম করি তাহলে আমাদের ভবিষ্যৎ অবশ্যই খারাপ তৈরি হবে আর আমরা যদি সব সময় ভালো কর্ম করি তাহলে ভবিষ্যৎ আমাদের ভালো তৈরি হবে। আমরা যদি প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করি এবং জীবনে সফল হওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের এই কর্ম এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আমরা সফলতা অর্জন করতে পারব। আমরা গুরুজনের কাছ থেকে এই প্রবাদ অবশ্যই কখনো না কখনো শুনেছি যে, 'মানুষ যেমন কর্ম করে তেমনি ফল পায়'। আর এই প্রবাদটি শুধু যে শারীরিক পরিশ্রমের মাধ্যমে যে কর্ম আমরা করে থাকি সেটা উদ্দেশ্য করে বলা হয়েছে তা নয়, প্রত্যেক ধরনের কর্ম, যেমন আমরা মানুষের সাথে কেমন ব্যবহার করি এবং নিজের জীবন পরিচালনা কেমন ভাবে করি, কেমন ভাবে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করি এছাড়াও বিভিন্ন দিক গুলি আমাদের জীবন এবং ভবিষ্যৎ কেমন হবে সেটার উপর নির্ভর করে।


আমরা যদি আমাদের কর্ম ভালো করে যাই, সৎ পথে চলার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের জীবন অনেক সুন্দর ভাবে গড়ে উঠবে এবং ভবিষ্যৎ অনেক ভালো হবে। কিন্তু আমরা যদি শুধুমাত্র ভালো কর্মই করি কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার না করি, সব সময় মানুষের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করি বিভিন্ন মানুষের সাথে ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা করি, মানুষের সাথে কথা বলার সময় খারাপ ভাষার প্রয়োগ করি, মানুষের উন্নতিতে হিংসা করি, অন্যের জিনিসে লাভ করি, মানুষকে প্রতিনিয়ত তুচ্ছ মনে করি, দুর্ব্যবহার করি, মানুষকে প্রতিনিয়ত ছোট করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের চারপাশে থাকা মানুষগুলি আমাদের মোটেও ভালবাসবে না এবং ভবিষ্যতে আমাদের অনেক বেশি শত্রু তৈরি হয়ে যাবে। এমনকি আমাদের বন্ধু এবং আপনজন বলতে কেউ থাকবে না। আমরা যদি নিজেকে নিয়ে বেশি মেতে থাকি এবং প্রয়োজনের অতিরিক্ত স্বার্থপর হয়ে যাই, সব সময় নিজে ভালো থাকা এবং নিজে ভাল খাওয়ার ব্যাপারেই চিন্তা করতে থাকি অপরের কথা একটুও না ভাবি তবে সেটাও হবে খুবই খারাপ এবং স্বার্থপরের মত কাজ। আর এই কাজগুলির জন্য আমাদের ভবিষ্যত অনেক বেশি খারাপ হয়ে যাবে।


কিছু কিছু মানুষ আছে যারা সর্বদাই নিজের কথা ভাবে নিজের স্বার্থসিদ্ধি করা যায় কিভাবে এবং প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে ব্যবহার করে চলে নিজের প্রয়োজন মেটানোর জন্য, এই সব মানুষের বর্তমানে করা এইসব কাজ ভবিষ্যতের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে ওঠে। কারণ এইসব মতলবী মানুষ কখনোই বেশিদিন ভালো থাকতে পারে না যখন তার এই স্বার্থপরতা মতলবী আচরণ সবাই বুঝে যাবে তখন ধীরে ধীরে সবাই সেই ব্যক্তির কাছ থেকে সরে যাবে এবং সেই ব্যক্তি হয়ে যাবে একদম নিঃস্ব এবং একা। আর এইসব মানুষের বিপদে পাশে থাকার মত একটি মানুষও থাকবে না। আমরা প্রত্যেকটি মানুষের সাথে যদি ভালো ব্যবহার করি তবে ভবিষ্যতে সেই ব্যক্তির থেকেও আমরা ভালো ব্যবহার পাব কিন্তু আমরা যদি সব সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করি খারাপ ভাষার প্রয়োগ করে কথা বলি তবে ভবিষ্যতেও আমরা তাদের কাছ থেকে তেমনই ভাষা এবং ব্যবহার ফিরে পাবো। তাই আমাদের প্রতিনিয়ত সংযত হয়ে এবং মিষ্টভাষী হয়ে সুন্দর ভাবে মানুষের সাথে কথা বলা উচিত এবং পরিষ্কার মনে মানুষের সাথে মেলামেশা করা উচিত। আমরা যদি অন্য মানুষদের ক্ষতি করি তবে ভবিষ্যতে তারাও আমাদের ক্ষতি করতে একটুও দ্বিধাবোধ করবে না।


আমাদের প্রত্যেকটি কর্ম আমাদের প্রিয় মানুষের প্রতি যেমন হবে আমাদের প্রিয় মানুষের আমাদের প্রতি তেমনি মনোভাব তৈরি হবে এবং আমাদের প্রতিও তাদের কর্ম একই রকম হবে। আমরা যদি অর্থ উপার্জনের জন্য হলেও খারাপ পথ অবলম্বন করি সেই খারাপ পথ নিয়ে যাবে আমাদের অন্ধকার এক ভবিষ্যতের দিকে। তাই আমাদের অর্থ উপার্জনের জন্য হোক বা জীবিকা নির্বাহের জন্য, কারো সাথে বন্ধুত্ব করার বিষয় হোক বা আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক সব সময় আমাদের ভালোভাবে ভালো পথে চলতে হবে, ভালো ব্যবহার করতে হবে এবং সর্বদাই হিংসা এবং লোভ থেকে দূরে থাকতে হবে। কারণ এই হিংসা এবং লোভ আমাদের খারাপ পথে এগিয়ে নিয়ে যায় এবং বন্ধু-বান্ধব আর আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক পুরোপুরি নষ্ট করে দেয়। আমাদের সব সময় নিজেদের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ রাখা উচিত যেন আমরা কোন খারাপ কাজে যুক্ত না হয়ে পড়ি। কারন আমরা যদি বর্তমানে কোন খারাপ কাজে যুক্ত না হই এবং নিজেকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের সাথে সম্পর্ক ভালো থাকবে যার ফলে আমরা হাসিখুশি এবং সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো এবং জীবনে অনেক বেশি সফল হতে পারব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.031
BTC 111979.90
ETH 3828.79
USDT 1.00
SBD 0.68