প্রতিযোগিতা।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1760082725609601010794176357573.jpg


সোর্স



"প্রতিযোগিতা" নামটি শুনলেই আমরা কেমন আতঙ্কে উঠি। কিন্তু এই প্রতিযোগিতা আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজনীয় একটি জিনিস। একটু খেয়াল করলেই দেখা যাবে আমরা জন্মগ্রহণ করার পর থেকেই কোনো না কোনোভাবে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা করেই চলেছি। প্রতিযোগিতা আমাদের জীবনে একটা অংশ হয়ে গেছে। প্রতিযোগিতা ছাড়া বেঁচে থাকা আমাদের জীবনে অসম্ভব একটি ব্যাপার। জীবনে বেঁচে থাকতে হলে এবং উন্নতি করতে হলে প্রতিযোগিতা করতে থাকতেই হবে বিভিন্ন মানুষের সাথে এবং বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে। প্রতিযোগিতা শুনলেই আমরা একটু ভয় পেয়ে চলে ঠিকই কিন্তু এই প্রতিযোগিতায় আমাদেরকে জীবনে অনেক কিছু শেখাতে সাহায্য করে। প্রতিযোগিতার কারণে আমরা আমাদের জীবনে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি যা প্রতিযোগিতা ছাড়া পাওয়া যায় না। অনেক সময় এই প্রতিযোগিতার কারণেই আমরা আমাদের জীবনের লক্ষ্য খুঁজে পাই। অনেকের সাথে এমন হয়েছে যে তারা জীবনে কি করতে চায় বা তারা কি পছন্দ করে, কি করতে ভালোবাসে কোন কাজটা করতে পারলে তারা জীবনে সাফল্য পাবে সেই জিনিসটা জানতোই না কিন্তু কোন না কোন ভাবে বিভিন্ন মানুষের সাথে প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজের প্রতিভাকে খুঁজে পেল এবং প্রতিযোগিতার মাধ্যমে জীবনের লক্ষ্য এবং কি করতে চাই সেটা বুঝতে পারল।


আমাদের জীবনে যদি প্রতিযোগিতা না থাকে তবে আমাদের কোন কাজ ভালো করার বা ভালোভাবে নিজেকে প্রস্তুত করার এমনকি নতুন কিছু সৃষ্টি করা বা কোন কাজ নতুনভাবে আবার প্রস্তুত করার ইচ্ছাটা মনে জাগতই না। এমনকি নিজের প্রতিভা আমরা খুঁজে বের করতে পারতাম না এবং ক্রিয়েটিভিটি কখনোই দেখাতে পারতাম না। তাই নিজের গুণাবলী, দক্ষতা প্রকাশ করার জন্য অবশ্যই আমাদের প্রতিনিয়ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। প্রতিযোগিতার মাধ্যমে আমরা কতটা সক্ষম কোন কিছু সৃষ্টি করা এবং ক্রিয়েটিভ চিন্তাভাবনা করার কতটা ক্ষমতা আছে সে সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পারি। প্রতিযোগিতার মাধ্যমে আমরা অন্যের সম্পর্কে যতটা জ্ঞান অর্জন করতে পারি তেমনই নিজের সম্পর্কে অনেক না জানা জিনিসগুলো জানতে পারি, নিজের দক্ষতা খুঁজে বের করতে পারি। স্কুলে পড়াশোনা করার সময় অনেক ছাত্র ছাত্রীকে সাথে পড়াশোনা করানো হয় এবং তাদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। যার ফলে তারা নিজের দক্ষতা খুঁজে বের করতে পারে এবং নিজের পছন্দ-অপছন্দ বুঝে সেই ভাবে সামনের দিকে এগোতে পারে।


পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিযোগিতা থাকে প্রথম স্থান অধিকার করার জন্য যার ফলে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত অনেক বেশি পড়াশোনা করে এবং নিজেকে প্রথম স্থান অধিকার করার জন্য প্রস্তুত করতে থাকে। যার ফলে তারা বিভিন্ন দিকে জ্ঞান অর্জন করতে পারে যা তার জীবনে প্রথম স্থান অধিকার করা ছাড়াও জীবনে চলার পথে বাঁচতে এবং সাফল্য পেতে সাহায্য করে। নিজেকে প্রতিনিয়ত জ্ঞানী করার জন্য এবং দক্ষ করে তোলার জন্য প্রতিযোগিতা খুবই প্রয়োজন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা সেই বিষয়ের ওপর কতটা দক্ষতা অর্জন করেছি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমরা নিজেকে অনেক বেশি দক্ষ করে তুলতে পারবো এবং তার সাথে নিজের ক্রিয়েটিভিটি বাড়াতে পারবো এবং আরো বিভিন্ন জিনিস শেখার এবং জানার মন-মানসিকতা তৈরি করতে পারব। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমাদের জন্য ভয়ের বিষয় হলেও এই প্রতিযোগিতা আমাদের জীবনে সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াতে পারে। জীবনে হেরে যাওয়ার ভয়ে যদি আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ না করি তবে সেটা হবে আমাদের জীবনে অনেক বড় ভুল কাজ।


বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা যদি সেই প্রতিযোগিতায় জিতে আসতে নাও পারি তবুও আমরা অনেক কিছু শিখে আসতে পারবো অনেক জ্ঞান অর্জন করতে পারব যা আমাদের ভবিষ্যৎ জীবনে চলার পথে অনেক সাহায্য করবে এমনকি আমাদের পরবর্তী প্রতিযোগিতা যে তার কৌশল শিখিয়ে দেবে। তাই সবসময় ভয়কে জয় করতে হবে এবং সুযোগ হলেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। তবেই আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে আরো ভালো এবং সুদক্ষ তৈরি করতে পারব আর তার সাথে নিজেকে অনেক বেশি জ্ঞানী করে তুলতে পারবো। প্রতিযোগিতা খুবই ভালো একটি জিনিস যার ফলে আমরা আমাদের জীবনে সাফল্য আনতে পারি তাই প্রতিযোগিতাকে কখনো ভয় পেলে চলবে না বরং নিজেকে বিভিন্ন কাজে দক্ষ করার চেষ্টা করতে হবে এবং নিজেকে বিভিন্ন কাজে দক্ষ করার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকতে হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে প্রতিযোগিতা আমাদের কখনোই হারায় না। প্রতিযোগিতার মাধ্যমে আমরা সব সময় কিছু না কিছু জ্ঞান অর্জন করতেই পারব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.031
BTC 111979.90
ETH 3828.79
USDT 1.00
SBD 0.68