সুখ শান্তি।

in আমার বাংলা ব্লগ15 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17596427312507729686226191518123.jpg


সোর্স



আমরা মানুষ প্রতিনিয়ত জীবনে ভালো থাকার জন্য সুখ শান্তির সন্ধান করতে থাকি। ঠিক কোন একটা জিনিস খোঁজার মতো, যেন কোন একটা জিনিস আমাদের থেকে হারিয়ে গেছে সেটা আমরা খুঁজে চলেছি। যে জিনিসটাকে কোনভাবেই দেখা যায় না ছোঁয়া যায় না আমরা সেই জিনিসের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছি যে সেই জিনিসটাই খুঁজতে খুঁজতেই আমরা আমাদের পুরো জীবনটাই পার করে দিই। কিন্তু আমরা কখনোই বুঝিনা যে জিনিসটা আমরা দেখতে পারছি না বা স্পর্শ করতে পারিনা সেই জিনিসটার পেছনে পাগলের মতো এইভাবে না ছুটে যে জিনিসটা আমরা পাচ্ছি বা যে জিনিসগুলো আমরা স্পর্শ করতে পারছি সেই জিনিসগুলো নিয়েই সুখে থাকা অনেক ভালো। আসলে আমরা এমনই অবুঝ একটা প্রাণী যারা বুঝতেই পারি না আসল সুখ শান্তি কোথায় রয়েছে বা কিসে রয়েছে। আমরা পাগলের মত সুখ-শান্তি কিসের মধ্যে রয়েছে সেটাই খুঁজতে থাকি আর এদিক থেকে আমাদের এইসব কর্মকাণ্ডের জন্য সুখ শান্তি আমাদের থেকে দূরে পালাতে থাকে। আমরা যে জিনিসগুলি নিয়ে বেঁচে রয়েছি সেই জিনিসগুলো আমরা অবহেলায় ফেলে রেখে সুখ-শান্তির পেছনে ছুটতে থাকি।


আসলে আমরা এতটাই অবুঝ যে আমরা বুঝতেই পারি না যে জিনিসগলিকে আমরা অবহেলা করছি সেই জিনিসের মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের জীবনের আসল সুখ এবং শান্তি। আসলে সুখ শান্তি লুকিয়ে রয়েছে আমাদেরই মনের মধ্যে, আমাদের আপনজন এবং ভালোবাসার মানুষদের মধ্যে, আমাদের পছন্দের কাজকর্মের মধ্যে এবং আমাদের নিজেদের মধ্যে। আমরা যদি আমাদের পছন্দের কাজকর্ম করি তবে আমরা সেই কাজকর্মের মধ্য দিয়ে একটা শান্তি অনুভব করব যা অন্য কোন অপছন্দের কাজ করলে আমাদের মোটেও ভালো লাগবে না। আমরা আমাদের প্রিয় মানুষদের সাথে যখন সুন্দর সময় কাটাবো তখন আমাদের মনে যে আনন্দটা হবে সেটাই আমাদের আসল সুখ শান্তি যা কোন টাকা পয়সা দিয়ে কেনা যায় না। আসলে আমরা ভুলে যাই সুখ শান্তি আমাদের মনের মধ্যেই বসবাস করে। আমরা যদি মনে করি আমরা সুখে আছি তবে আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের মনে শান্তি দেবে ছোট বড় প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমরা আমাদের সুখ শান্তি খুঁজে পাবো।


আবার আমরা যদি মনে করি যে আমরা দুঃখে আছি এবং অন্যান্য সবাই অনেক সুখে আছে তবে আমাদের স্বয়ং সৃষ্টিকর্তাও সুখে রাখার চেষ্টা করেও সুখে রাখতে পারবে না। সুখ সম্পূর্ণই মনের একটি অনুভূতি এবং মানসিক চিন্তাভাবনার মধ্যেই আমাদের সুখ বিরাজমান। আমরা যদি প্রত্যেকটা জিনিসের মধ্যে পজিটিভ জিনিস খুঁজে পাই এবং ভালো চিন্তা ভাবনা করি তবে আমরা ছোট ছোট জিনিসের মধ্যেও অনেক সুখ শান্তি খুঁজে পাবো, কিন্তু আমরা যদি প্রতিনিয়ত নেগেটিভ চিন্তাভাবনা করতে থাকি তবে আমরা কখনোই কোন জিনিসের মধ্যে ভালো কিছু দেখতে পাবো না এবং সব সময় সব জিনিসের মধ্যে নেগেটিভ দেখতে দেখতে আমাদের সুখের মুহূর্তটাকেও আমরা নেগেটিভ চিন্তাভাবনার মধ্য দিয়েই নষ্ট করে ফেলব। আর এর ফলে আমরা আমাদের সুখ শান্তির মুহূর্তটাকেও নষ্ট করার জন্য আমরা নিজেরাই দায়ী থাকবো। মানুষ এমন এক ধরনের প্রাণী যাকে যত বেশি দেওয়া হয় ততই তার কাছে কম মনে হয়। তাই কোন কিছু দিয়ে একজন মানুষকে আরেকজন মানুষের পক্ষে সুখী করা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক বেশি কোটিপতি এবং কোনই অভাব নেই তবুও তারা অনেক বেশি দুঃখ প্রকাশ করে এবং দুঃখের মধ্যে রয়েছে।


আবার অন্যদিকে এমনও অনেক মানুষ আছে যাদের অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে তবুও তাদের জীবনে অনেক সুখ শান্তি রয়েছে। অর্থাৎ সুখ শান্তি এটা সম্পূর্ণই মানসিক একটি ব্যাপার আর তার সাথে পজিটিভ চিন্তাভাবনার ওপর নির্ভর করে। আমরা যত নিজের লোভটাকে সংবরণ করবো চাহিদার উপর নিয়ন্ত্রণ রাখবো তত আমরা অল্পতেই সন্তুষ্ট থাকবো ফলে আমাদের মনে কোন রকমের অশান্তির সৃষ্টি হবে না। তখনই আমরা পূর্ণরূপে সুখে শান্তিতে থাকতে পারবো। পজিটিভ চিন্তাভাবনার ফলে আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো কিছু দেখতে পারবো এবং ভালো চিন্তাভাবনা করতে পারব যার ফলে আমাদের অনেক বেশি মানসিক শান্তি বেড়ে যাবে। আমরা যদি আমাদের লোভ সংবরণ করে মানসিক দিক থেকে সব সময় শান্তিতে থাকতে পারি এবং সব সময় ভালো চিন্তাভাবনা করতে পারি তবে আমাদের সুখ-শান্তি কেড়ে নেওয়ার ক্ষমতা কারোর থাকবে না। আমরা সব সময় সুখে শান্তিতে থাকতে পারবো এবং আমাদের প্রিয় মানুষটিকেও সুখে রাখতে পারব আর প্রিয় মানুষদের সাথে সুন্দর সময় কাটানোর মধ্য দিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.033
BTC 110781.11
ETH 4026.94
USDT 1.00
SBD 0.62