অল্প বিদ্যা ভয়ংকর।

in আমার বাংলা ব্লগ12 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17601703582004482140256585970970.jpg


সোর্স



ছোটবেলা থেকেই শুনেছি পড়াশোনা করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে, তবে বড় হয়ে একটা কথা অবশ্যই বুঝতে পেরেছি যে পড়াশোনা করলে গাড়ি-ঘোড়া চড়া যাক বা না যাক জীবনটা অনেক ভালোভাবে গড়ে তোলা অবশ্যই যাবে। পড়াশোনা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করা ভীষণ প্রয়োজন। আমরা যদি বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি তবে আমরা সেই বিষয় সম্পর্কে কারো সাথে কথা বলতে পারব বা কোন ব্যক্তিকে সেই জিনিস সম্পর্কে দু'চারটে কথা বলতে পারব। তবে আমরা যদি কোন বিষয় সম্পর্কে জ্ঞান না রাখি অজ্ঞ মূর্খ হয়ে থাকি বিদ্যাবুদ্ধি আমাদের মধ্যে বিন্দুমাত্র না থাকে তবে আমরা কখনো কোন জিনিস সম্পর্কে কোন ধারণা পাবোনা এবং মানুষের সাথে কথা বলতে গেলে সর্বদাই ভুল কথাই আমাদের মুখ থেকে বের হতে থাকবে। বিদ্যা শুধুমাত্র আমাদের জ্ঞান অর্জন করতেই সাহায্য করে না আমাদেরকে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে সাহায্য করে এবং সে সমাজের শিক্ষিত এবং জ্ঞানী মানুষ গড়ে তুলতে সাহায্য করে। আমরা যদি সম্পূর্ণ বিদ্যা অর্জন করতে পারি এবং বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করতে পারি তবে আমরা একজন জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারব।


আমরা সম্পূর্ণ বিদ্যা অর্জন করলে এবং জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারলে তবেই সমাজের মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে। কিন্তু যদি আমরা অল্প বিদ্যা অল্প জ্ঞান অর্জন করি তবে আমরা কিন্তু এক ভয়ঙ্কর প্রাণী হয়ে উঠতে পারি। কারণ অল্প বিদ্যা সব সময় ভয়ংকর। অল্প বিদ্যা সব সময় আমাদের সঠিক পথ দর্শন করিয়ে দিতে পারেনা। অল্প বিদ্যা এবং অল্প জ্ঞান যেমন আমাদের নিজেদেরকে ভুল পথে চালনা করে দিতে পারে তেমনি আমাদের দ্বারা অন্যদের জীবনেও ভুল পথে চালিত হতে পারে। যাদের মধ্যেই অল্প বিদ্যা রয়েছে তাদের জীবনে কখনোই সাফল্য আসতে পারে না। কারণ তারা এমন এক পর্যায়ে থাকে যে পূর্ণ জ্ঞান তাদের মধ্যে থাকে না আবার তারা যে জ্ঞান অর্জন করবে সেই মনোভাব টাও থাকে না। অল্প জ্ঞানী বা অল্প বিদ্যা অর্জনকারী ব্যক্তি সবসময় মনে করে যে তারা অনেক বেশি জ্ঞানী তারা সবার থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করে ফেলেছে তাই তারা অনেক বেশি বুদ্ধিমান। এবং সেই কারণেই অন্যদের সাথে তারা মোটেও মেলামেশা করতে পারে না এবং যুক্তিগত কোনো কথাবার্তায় তারা কোনোভাবেই জিততে পারে না। ভুল কথা বলার কারনে তাদেরকে বিভিন্ন মানুষ অপছন্দ করে এবং বেশিরভাগ মানুষ এড়িয়ে চলার চেষ্টা করে।


যে সকল মানুষের কোন রকম কোন জ্ঞান নেই সেই মানুষেরা স্বীকার করে যে তারা সেই বিষয় সম্পর্কে কিছু জানে না এবং যে সকল ব্যক্তি কোন বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখে সেই ব্যক্তি সে সম্পর্কে পূর্ণ ইনফরমেশন দিতে পারে কিন্তু যে ব্যক্তি গুলি অর্ধেক জেনেই নিজেকে সম্পূর্ণ জ্ঞানী মনে করে এবং মনে করে যে সে বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করে ফেলেছে সেই ব্যক্তিটি না পূর্ণরূপের সঠিক ইনফরমেশন সেই বিষয় সম্পর্কে দিতে পারে আর না নিজেকে সে বিষয় সম্পর্কে কথা বলার ক্ষেত্রে আটকাতে পারে। অল্প বিদ্যা অর্জনকারী ব্যক্তি প্রতিনিয়ত ভুল ইনফরমেশন দিতে থাকে সেই অর্ধেক বা অল্পজ্ঞানের উপর ভিত্তি করে। বিদ্যা মানুষকে শুধু জ্ঞানী করে তোলে না মানুষের জীবনে সাফল্য আনতেও অনেক বেশি সহায়তা করে। সমাজের প্রতিষ্ঠিত হতে এবং সুন্দর ব্যক্তিত্বের মানুষ করে তুলতে সাহায্য করে। কিন্তু অল্প বিদ্যা অর্জনকারী ব্যক্তিরা সবসময় কম জ্ঞানী হয়ে থাকে অথচ নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করায় তারা জ্ঞানী ব্যক্তিদেরও প্রতিনিয়ত মূর্খ বা কম জ্ঞানী মনে করে। যার ফলে কোন জ্ঞানই ব্যক্তির দ্বারা সেই অল্প জ্ঞানে ব্যক্তি কোনো রকমই বিদ্যা বা জ্ঞান নেওয়ার প্রয়োজন মনে করে না যার ফলে সেই ব্যক্তি সারা জীবনের জন্যই কম জ্ঞানী হয়ে থাকে এবং জীবনে অনেক বেশি ভুল করে থাকে।


আমাদের উচিত প্রতিনিয়ত মনে করা যে আমাদের কাছে কোন রকমই জ্ঞান নেই এবং বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করতে থাকা। তবেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারব। তবে অবশ্যই আমাদের এই অল্প জ্ঞানী অল্প বিদ্যা অর্জনকারী ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। কারণ অল্প বিদ্যা অর্জনকারী ব্যক্তিরা নিজের সাথে সাথে অন্যেরও যখন তখন ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের উচিত অল্প জ্ঞানী ব্যক্তিদের থেকে দূরে থাকা এবং বিভিন্ন জ্ঞানী এবং বিদ্বান ব্যক্তিদের সংস্পর্শে থাকা এবং তাদের কাছ থেকে সবসময় বিভিন্ন অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করতে থাকা। তবেই আমরা সেই বিদ্বান ব্যক্তিদের থেকে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারব এবং জীবনে সেই জ্ঞান এবং অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারব। সহজ, সরল, সুন্দর এবং সাফল্যময় জীবন যাপন করতে গেলে আমাদের অবশ্যই বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের সংস্পর্শে থাকা উচিত। তবেই তাদের সঙ্গ পেয়ে আমরা জীবনের আসল মানে বুঝতে শিখব এবং জীবনে উন্নতি করার কৌশল জানতে পারবো। অল্প বিদ্যা সব সময় ভয়ংকর তাই সবসময় চেষ্টা করতে হবে যে কোন বিষয় সম্পর্কে পূর্ণরূপে বিদ্যা অর্জন করার এবং জ্ঞানী হয়ে ওঠার।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108999.08
ETH 3849.19
USDT 1.00
SBD 0.60