সহযোগিতা।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17611213999879038863849348691143.jpg


সোর্স



সহযোগিতা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শব্দ এবং বিষয়। এই সহযোগিতার অভাবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা পিছিয়ে পড়ে উন্নতি করতে পারে না, জীবনের লক্ষ্য পূরণ করতে পারে না। আবার এই সহযোগিতার কারণেই অনেক মানুষ আছে যারা জীবনে অনেক বেশি সফল হয়ে পড়ে, জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যতটুকু সাফল্য প্রয়োজন সেই সফলতা পেয়ে যায়। আসলে আমাদের উচিত প্রত্যেকের পাশে থাকা এবং তাদের সহযোগিতা করা বিভিন্ন কাজে। অনেক সময় দেখা যায় মানুষ অন্য মানুষকে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সঠিকভাবে সহযোগিতা করে না অর্থাৎ মুখে বলে যে সহযোগিতা করতে চাই কিন্তু আসল কর্মে কোনোভাবেই সহযোগিতা করেনা। এইসব মানুষের উপর আমাদের কোনভাবেই বিশ্বাস করলে চলবে না, এইসব মানুষ আমাদের জন্য এবং আমাদের উন্নতির পথে অনেক বেশি ক্ষতিকর। কারন এইসব মানুষ আমাদের সহযোগিতা করবে না অথচ সহযোগিতার আশায় আমাদের কোন কাজে এগোতেও দেবে না অর্থাৎ আমাদের পিছিয়ে অবনতির দিকে ঠেলে দেবে। তাই সহযোগিতার নামে এইসব ভন্ড মানুষদের থেকে আমাদের সর্বদাই দূরে থাকা প্রয়োজন।


আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে চলার পথে এমনকি আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে অসহায় মানুষদের দেখতে পাই যাদের কোন কিছু করার থাকে না বাসস্থান থাকেনা এমনকি খাওয়া-দাওয়ার অনেক কষ্ট লেগে থাকে আমাদের এই সব মানুষদের প্রতিনিয়ত সহযোগিতা করার চেষ্টা করা উচিত। আমরা যদি বিভিন্ন অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তবে ভগবান আমাদের ঠিকই সহযোগিতা করবে যেন আমরা আরও ভালভাবে বাঁচতে পারি এবং অসহায় মানুষদের সহযোগিতা করতে পারি। আসলে ভালো কর্ম করতে থাকলে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করতে থাকে এবং আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করতে থাকে। আমরা যদি একা পথে চলতে যাই বা একা কোনো উদ্দেশ্য সফল করার চেষ্টা করি তবে আমাদের অনেক সময় লেগে যাবে এবং সেই সফলতা অর্জন করতে গিয়ে আমাদের অর্ধেকের বেশি জীবন কেটে যাবে। কিন্তু আমরা যদি উন্নতির পথে এগোতে একে অপরের সহায়তা করি তবে অবশ্যই আমরা দ্রুত একসাথে জীবনের লক্ষ্যে পৌঁছাব এবং সফলতা অর্জন করতে পারব। আমরা যদি পরিবারের মানুষের প্রতি বা বন্ধু-বান্ধবের প্রতি হিংসা মনোভাব না রেখে তাদের জীবনে উন্নতির চেষ্টায় পাশে থাকি এবং প্রতিনিয়ত তাদের সহযোগিতা করতে থাকি তবে তারা জীবনে অবশ্যই উন্নতি লাভ করবে এবং আমাদের সহযোগিতার ফলে সেই উন্নতি লাভ অনেক সহজ এবং তাড়াতাড়ি হবে।


আমরা যদি আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং প্রিয়জনের জীবনে সাফল্য আনার জন্য তাদের সহযোগিতা করি তবে তারা জীবনে যে সাফল্য অর্জন করবে সেটাও আমাদেরই সফলতা হবে। আমরা মিলেমিশে একে অপরের সহযোগিতার ফলে সকলে মিলে একটা সুন্দর সাফল্যপূর্ণ জীবন যাপন করতে পারব এবং সুন্দরভাবে বাঁচতে পারব যার ফলে ধীরে ধীরে আমাদের সমাজ অনেক বেশি সাফল্য পূর্ণ হয়ে উঠবে। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই সহযোগিতা দেখে শিখে তারাও একে অপরের সহযোগিতা করতে পারবে যার ফলে তারাও অনেক ভালোভাবে উন্নতি করতে পারবে এবং আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়তে পারবে এবং এগিয়ে নিয়ে যেতে পারবে। অনেক সময় দেখা যায় অনেক মানুষের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র সহযোগিতার অভাবে জীবনে উন্নতি করতে পারে না, জীবনের লক্ষ্য স্বপ্ন পূরণ করতে না পারায় অনেক বেশি ভেঙে পড়ে এবং জীবনে উন্নতিও করতে পারে না। জীবনে হেরে যাওয়ার এই কষ্টের কারণে তারা জীবনে আর অন্য কিছু করার উদ্দম পায় না ফলে সেই সব ব্যক্তির বিভিন্ন কর্মদক্ষতা ও যোগ্যতা একদমই নষ্ট হয়ে যায়। আর এই কর্মদক্ষতা যোগ্যতা আমাদের সমাজের কাজে না লাগার ফলে আমাদের সমাজে অনেক বেশি উন্নতির ক্ষতি হতে পারে।


আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সব মানুষের কর্ম দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্য আমাদের অবশ্যই একে অপরকে সহযোগিতা করা উচিত এবং সবাই মিলে এগিয়ে চলা উচিত। আমরা সহযোগিতা করলে আমরাও অসময়ে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে সহযোগিতা পেতে পারি তাই নিঃস্বার্থভাবে মানুষের সব সময় অসময়ে পাশে থাকা উচিত এবং মানুষকে সহযোগিতা পূর্ণ ভাবে করা উচিত। আমরা সবাই মিলে একে অপরকে সহযোগিতা করলে নিজেও যেমন উন্নতি করতে পারব স্বপ্ন পূরণ করতে পারব নিজেদের প্রত্যেকটা প্রয়োজন মেটাতে পারবো তেমনি অপরেরও স্বপ্ন পূরণ করতে পারব এবং চাহিদা মেটাতে পারবো। আর সবাই মিলে সহযোগিতার মাধ্যমে একে অপরের পাশে থেকে আমাদের এই সমাজটাকে আরো সুন্দর একটা সমাজে পরিণত করতে পারব। আমাদের জীবনে বাবা-মা, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবের প্রতি সহযোগিতা যেমন প্রয়োজন হয় তেমনি বিভিন্ন কর্মে বিভিন্ন মানুষের সহযোগিতার প্রতিনিয়ত প্রয়োজন হতেই থাকে। তাই সব সময় একে অপরের সহযোগিতা করতে থাকতে হবে তবেই আমরা প্রত্যেকটা কাজে সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারব আর সফলতা পাব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.033
BTC 110310.01
ETH 3889.44
USDT 1.00
SBD 0.59