ক্ষমতা নিজের হাতে রাখা উচিত।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
"ক্ষমতা" শব্দটি ছোট্ট সুন্দর লাগলেও এটি অনেক বড় প্রভাব ফেলে আমাদের জীবনে তাই কখনো আমাদের ক্ষমতাহীন হওয়া উচিত নয়। কিছু কিছু মানুষ আছে যা ক্ষমতার দাপটে এতটাই চলতে পছন্দ করে যে মানুষকে মানুষ বলে মনে করে না, নিজেকে একমাত্র মহান মানুষ হিসেবে সবার সামনে দেখাতে থাকে এবং সবাইকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টায় থাকে। এইসব মানুষের হাতে ক্ষমতা গেলে তারা মূলত অপব্যবহারই করে থাকে। আমাদের ক্ষমতার মালিক হতে হবে কিন্তু সে ক্ষমতাকে সব সময় সঠিক ব্যবহার করতে হবে সঠিক জায়গাতে। কখনোই ক্ষমতার অপব্যবহার করলে কখনো না কখনো সে ক্ষমতা আমাদের হাতছাড়া অবশ্যই হবে। তাই আমাদের কাছে যদি কোন রকম কোন ক্ষমতা থেকে থাকে তবে সর্বদা চেষ্টা করতে হবে ওই ক্ষমতার জোরে আমাদের দ্বারা কোন খারাপ কাজ না হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে ক্ষমতা অর্জন করতে চায় শুধুমাত্র অন্যদের দমিয়ে রাখতে এবং নিজেকে সবার মাঝে মহান করে রাখতে, যা একদমই উচিত নয়। ক্ষমতার অহংকারে মানুষ অন্য মানুষের যে কোনোভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। টাকা-পয়সার ক্ষমতা, বড় পদ থাকার ক্ষমতা, এমনকি সংসারের কর্তা হওয়ার ক্ষমতা থাকা ভালো কিন্তু তার অসৎ ব্যবহার করা কখনোই ভালো নয়।
আমরা যদি অন্যের ক্ষমতার অধীনে থাকা শুরু করি তবে সেই ব্যক্তিটি আমাদের তার ক্ষমতার বলে তার গোলাম বানিয়ে রাখবে। তাই আমাদের প্রতিনিয়ত নিজের সক্ষম হতে হবে যেন আমরা কারোর ক্ষমতার অধীনে না চলে যাই। কারোর আর্থিক ক্ষমতার কাছে যদি আমরা হার মেনে ফেলি তবে আমাদের জীবন পুরোই তার কন্ট্রোলে চলে যাবে এবং সে আমাদের জীবনটা যখন তখন যে কোন মুহূর্তে নষ্ট করে ফেলতে পারে। আবার আমরা যদি সংসারের যে প্রধান ব্যক্তি তার ক্ষমতার মধ্যে খারাপ ভাবে আটকে পড়ি তাহলেও আমাদের জীবন নষ্ট হতে সময় লাগবে না। কারণ সব পরিবারের কর্তা সমান না হলেও এবং খারাপ না হলেও কিছু কিছু পরিবারের কর্তা এমন থাকে যে কখনোই চায় না যে তার আশেপাশের কোন মানুষ তার থেকে বেশি ক্ষমতা অর্জন করুক। পরিবারের এইসব কুরুচি এবং কুচিন্তাভাবনা সম্পন্ন কর্তারা সবসময় তার পদতলে সবাইকে রাখতে চায় এবং সবার ওপর নিজের ক্ষমতা জানাতে চায়। পরিবারের কোন ব্যক্তি যেন তার ওপর কথা বলতে না পারে এবং ভালো উপার্জন করে নিজের সক্ষম হতে না পারে সেই দিকেই তার খুব খেয়াল থাকে।
আসলে এই পৃথিবীতে সব মানুষ সমান নয় কিন্তু কিছু কিছু মানুষ এমনও আছে যারা নিজের ক্ষমতা বলে সবাইকে আটকে রাখতে চায় এবং দমন করে রাখতে চায় যেন তারা তাদের থেকে বেশি উচ্চপদস্থ স্থানে না পৌঁছে যায় বা তাদের থেকে আর্থিকভাবে অধিক ক্ষমতাবান না হয়ে পড়ে। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত নিজের ভালোটা বুঝতে পারি তবে আমরা অবশ্যই এইসব মানুষকে পর্যবেক্ষণ করতে পারব এবং তাদের থেকে দূরে থাকবো। আসলে নিজেকে পরিচালনা করার ক্ষমতা সব সময় নিজের হাতে থাকাই উচিত। আমরা কিভাবে জীবন যাপন করব, কি খাব, কি পোশাক-আশাক পরবো, এমনকি কোন পথে চলবো ইত্যাদি সবকিছুই আমাদের নিজেদের সিদ্ধান্ত হওয়া উচিত। আমরা যদি অন্যের ক্ষমতায় আটকে পড়ি তবে আমাদের প্রতিনিয়ত তাদের কথা মতো চলতে হবে যা একদমই উচিত নয়। জীবন একটা আর এই একটা ছোট জীবন আমাদের সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে আর সেটা নিজের ইচ্ছামত। কিন্তু আমরা যদি অন্যের ক্ষমতায় আটকে পড়ি তবে কখনোই আমরা নিজের মত সুন্দর করে বাঁচতে পারব না, তাই আমাদের প্রতিনিয়ত নিজেকে পরিচালনা করার জন্য নিজের ক্ষমতা নিজের হাতে শক্তভাবে ধরে রাখতে হবে।
আমাদের প্রতিনিয়ত এমন ভাবে চলাফেরা করা উচিত যেন আমরা কখনো কোনভাবেই অন্য কারোর ক্ষমতার অধীনে না চলে যাই। নিজেকে আর্থিকভাবে অনেক বেশি সক্ষম হতে হবে এবং নিজের উপার্জনে নিজেকেই চলতে হবে যেন আমাদের আর্থিকভাবেও কেউ অক্ষম না করে দিতে পারে এবং অন্য কারোর আর্থিক ক্ষমতার মধ্যে আমরা আটকে না পড়ি। আসলে অর্থ এমন একটা জিনিস যা আমাদের অনেক বেশি সক্ষম এবং সবল করে তোলে আর তার সাথে অনেক বেশি ক্ষমতাবান তৈরি করে দেয় আমাদের। তাই সবার আগে নিজেকে আর্থিকভাবে যদি সক্ষম আমরা করতে পারি তবে আমরা সব থেকে বড় ক্ষমতার অধিকারী হতে পারব। তারপর আমাদের জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত নিজের ক্ষমতায় শান্ত মাথায় চিন্তা-ভাবনা করে নিতে হবে যেন আমরা নিজের সফলতার কারণ নিজেই হতে পারি। আমাদের জীবনের পূর্ণ ক্ষমতার অধিকারী হতে গেলে আমাদের অবশ্যই সফলতা প্রয়োজন। তাই সফল হতে গেলে আমাদের জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত আমাদের শান্ত মাথায় এবং সঠিক নিতে হবে। তবে আমরা পূর্ণ ক্ষমতার অধিকারী হব। আমাদের জীবনের ক্ষমতা আমাদের নিজের হাতে থাকলে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে চালনা করতে পারব এবং মন খুলে বাঁচতে পারব।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।