সফলতা সহজে আসে না।

in আমার বাংলা ব্লগ19 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সফলতা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17448705371407724963844580505346.jpg



সোর্স


এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা কিন্তু খুব সহজেই সফলতা অর্জন করতে পারেনি। অর্থাৎ তাদের এই সফলতা অর্জন করতে গিয়ে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়েছিল। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি জীবনের সফলতা অর্জন করাটাকে খুব সহজ মনে করি তাহলে কিন্তু এটি আমাদের একটা ভুল জিনিস হবে। কেননা এই পৃথিবীতে সফলতা অর্জন করা কিন্তু অতটা সহজ নয় যতটা আমরা মনে করি। একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করতে পেরেছে তাদের এই সফলতা অর্জনের পেছনে অনেক বেশি পরিশ্রম ছিল। অর্থাৎ পরিশ্রম ছাড়া এই পৃথিবীতে কেউ কখনো জীবনে বড় হতে পারে না।


তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম সফলতা অর্জনের প্রথম চাবিকাঠি হল কঠোর পরিশ্রম। কেননা আপনি যদি প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করতে পারেন এবং এই কঠোর পরিশ্রম করার মত অভ্যাস তৈরি করতে পারেন তাহলে কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। ছাত্র অবস্থায় যদি আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং মনোযোগ সহকারে সবকিছু বুঝে সেই জিনিসগুলো আমাদের জীবনে পড়তে পারে তাহলে কিন্তু আমরা জীবনে সব ক্ষেত্রে সবসময় সফল হতে পারব। আর যারা শৈশবকাল থেকে পরিশ্রম না করে শুধুমাত্র অলসের মতো দিন কাটায় এবং মনে করে যে পরবর্তীতে তারা কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করবে তাহলে সেটি তাদের ভুল ধারণা।


আসলে সফলতা অর্জন করতে গেলে সর্বপ্রথম আপনাকে অনেক বেশি সাধনা করতে হবে। এই পৃথিবীতে মানুষ দুই ভাবে সফল হতে পারে। অর্থাৎ একটা ভালো কাজ করে এবং একটা খারাপ কাজ করে। আর যারা খারাপ কাজ করে জীবনে সফল হতে চেষ্টা করে তারা সফল হলেও কিন্তু সেই সফলতা বেশিদিন কখনো স্থায়ী হয় না। কেননা খারাপ কাজের মধ্যে যারা নিজেদেরকে নিয়োজিত করে রাখে এবং প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে তারা কিন্তু জীবনে কখনো সুখ শান্তি উপভোগ করতে পারে না। আর যারা ভালো কাজ করে জীবনে বড় হওয়ার চেষ্টা করে তাদের পক্ষে এই সফলতা অর্জন করা একটু কঠিন হলেও তারা কিন্তু পরবর্তীতে এই সফলতার পুরো স্বাদ আস্বাদন করতে পারে।


এজন্য আমরা আমাদের শৈশব কাল থেকে সব সময় কঠোর পরিশ্রম করার চেষ্টা করব এবং জীবনে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এভাবে যদি আমরা জীবনে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের থেকে আমাদের পিছনের লোক গুলো অনুপ্রাণিত হয়ে তারাও সময় আমাদের মতো করে চেষ্টা করবে সামনের দিকে এগিয়ে গিয়ে সফলতা অর্জনের জন্য। এভাবে একটা মানুষ যখন সফলতা অর্জন করবে তখন হাজারো মানুষ তাদের দেখে শিক্ষা নিয়ে সেই কাজগুলো তারা তাদের নিজেদের জীবনে করার চেষ্টা করবে। আসলে আপনি যখন নিজের সফলতার পাশাপাশি অন্য একজনকে সফলতার পথ দেখাবেন তখন আপনার সফলতা সার্থক হবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 19 days ago 

ঠিক বলেছেন ভাইয়া সফলতা কখনোই সহজ ভাবে হয় না।একটা মানুষ কখনোই একেবারে সফলতা অর্জন করতে পারে না। এর জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়।কঠোর পরিশ্রম ও ধৈর্য শক্তির মাধ্যমে জীবনে সফলতা অর্জন করা সম্ভব। খুব সুন্দর কিছু কথা তুলে ধরেছেন। যা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 18 days ago 

আপনার পোস্টি পড়ে অনেক ভালো লাগলো দাদা। বাস্তব সম্মত কিছু কথা লিখেছেন। একদমই ঠিক বলেছেন সফলতা সহজে আসে না।পরিশ্রম করলে সফলতা জীবনে আসবেই। একজন ছাত্র যদি দিনরাত পরিশ্রম করে পড়ালেখার মধ্যে ডুবে থাকে তাহলে তার জীবনের সফলতা নিশ্চিত। অনেক ভালো লাগলো দাদা আপনার পোস্টটি পড়ে ধন্যবাদ।

 17 days ago 

ইচ্ছা পরিশ্রম এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার পরেই আসে সফলতা। সফলতা কখনোই সহজে এসে ধরা দেয় না। এর জন্য অনেক অপেক্ষা অনেক কষ্ট করতে হয়। অসাধারণ লাগল আপনার লেখা টা ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.035
BTC 94552.62
ETH 1806.65
USDT 1.00
SBD 0.84