কষ্টের ফল মিষ্টি হয়।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ কষ্টের ফল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17285984998224634510272964195837.jpg



সোর্স


এই পৃথিবীতে কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না। অর্থাৎ এই পৃথিবীতে যারা কাজ না করে ভালো ফলের আশা করে তারা কখনো সেই ভালো ফলের মুখ দেখতে পারে না। আসলে এই পৃথিবীতে একমাত্র উন্নতির চাবিকাঠি হল কঠোর পরিশ্রম। আসলে যারা এই জীবনে কষ্ট করতে পারে তারাই জীবনের সবকিছু ভালোভাবে উপভোগ করতে পারে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সব সময় অল্প কাজ করে ভালো কোন কিছুর আশা করে। আসলে কখনো অল্প কিছু করে আমরা ভালো কোন কিছুর আশা কখনোই করবো না। এই পৃথিবীতে বর্তমান সময়ে আমরা যে প্রতিযোগিতা দেখতে পাচ্ছি তা কিন্তু পূর্বে কখনো ছিল না। অর্থাৎ প্রতিদিনের মতো যেমন জনসংখ্যা বেড়েই চলেছে ঠিক তেমনি পূর্বের তুলনায় এখন কোন কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে চলেছে।


আসলে এই পৃথিবীতে কিছু কিছু লোক অলস মানুষের মতো দিন যাপন করে। আসলে যারা অলসের মতো দিনযাপন করে ভালো কোন কিছুর ফল আশা করে তারা কখনোই সে ভালো ফলের মুখ দেখতে পারে না। এই পৃথিবীতে কিছু শ্রেণীর লোক মনে করে যে তাদের কাছে প্রচুর পরিমাণে যেহেতু অর্থ রয়েছে তাই তাদের কোন প্রকার পরিশ্রমের প্রয়োজন নেই। আসলে এই জিনিসটা একটা সম্পূর্ণ ভুল কথা। কেননা আমাদের কাছে যদি প্রচুর পরিমাণে অর্থ থাকে এবং সেই অর্থের যদি আমরা অপব্যয় করি তাহলে এই অর্থ কিন্তু আস্তে আস্তে আমাদের জীবন থেকে কমে যাবে এবং একসময় আমাদের দুর্দিন চলে আসবে। আসলে এই পৃথিবীতে কিছু কিছু কঠোর পরিশ্রমী লোক রয়েছে যারা অল্প অর্থ উপার্জন করেও তারা তাদের জীবনটাকে সুখে শান্তিতে কাটাতে পারে।


আসলে এক একজন মানুষের মন মানসিকতা এক এক ধরনের হয়ে থাকে। কেননা কোন মানুষের সাথে আমরা কোন মানুষের মিল খুঁজে পাবো না। কেননা এই পৃথিবীর মানুষের মন মানসিকতা যেহেতু এক হয় না তাই তাদের কাজকর্ম কখনো এক হতে পারে না। আসলে এই পৃথিবীতে আমরা যদি কষ্ট করে কোন কিছু অর্জন করতে পারি তাহলে সেই কষ্টের ফলটা যেমন মিষ্টি হয় তেমনি সেই জিনিসটা পেয়ে আমরা জীবনে সুখী হতে পারি। কেননা আমরা যদি অন্যায় পথ অবলম্বন করে আমাদের জীবনের শখ গুলো পূরণ করার চেষ্টা করি তাহলে কিন্তু তা আমরা জীবনে পারবো না। কষ্ট করে পাওয়ার আনন্দ এবং অন্যায় করে পাওয়ার আনন্দের ভিতর অনেক পার্থক্য রয়েছে। তাইতো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যাতে করে আমরা কারো কোন ক্ষতি না করে সামনের দিকে এগিয়ে যেতে পারি।


তাইতো এই পৃথিবীতে কোন কিছু আমরা যদি পেতে চাই তাহলে সেই জিনিসের জন্য আমাদের সর্বপ্রথম কঠোর পরিশ্রম করতে হবে। আসলে পাওয়ার আশায় যে পরিশ্রম করব এমন কোন কথা নেই। এই পরিশ্রমকে আমাদের জীবনের একটা অংশ করে নিতে হবে। কেননা আমরা শুধুমাত্র যদি জীবনটাকে পরিচালনা করার জন্য পরিশ্রম করি তাহলে সেই পরিশ্রমের কোন মূল্য নেই। শুধুমাত্র আমরা আনন্দের সহিত কোন কাজ করে জীবনে যদি উন্নতি লাভ করতে পারি তাহলে সেখানেই প্রকৃত সুখ। আর এজন্য আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো যাতে করে আমাদের জন্য কেউ কোনো ধরনের কষ্ট না পায় এবং সবাই যাতে জীবনে উন্নতি লাভ করতে পারে এবং কঠোর পরিশ্রম করতে পারে এজন্য তাদেরকে আমাদের অবশ্যই অনুপ্রেরণা যোগাতে হবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

অনেক ভালো লাগলো আপনার আজকের সুন্দর এই পোস্ট পড়ে। অবশ্যই কোন কিছু অর্জন করতে হলে তার পেছনে অনেক পরিশ্রম করা লাগে। আর পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। বিনা পরিশ্রমে কোন কিছু পেলে সেই জিনিসের প্রতি তেমন গুরুত্ব থাকেনা সেই জিনিসের প্রতি অতটা ভালোলাগা পোষণ করে না। আর দুনিয়ার বুকে কোন ব্যক্তির সাথে কোন ব্যক্তির মনের মিল বা একত্র মনোভাব হবে না এটাই স্বাভাবিক।

 last year 

পরিশ্রম আমাদের জীবনের অংশ। আসলে আমাদের পরিশ্রম এর বিকল্প নেই। আমাদের বেঁচে থাকার জন্য হলেও পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে কিছু অর্জন করলে তার মর্যাদা অনেক হয়। আমাদের সকল ক্ষেত্রে পরিশ্রম করতে হয়।ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।

 last year 

কথাতেই বলে সবুরে মেওয়া ফলে। তাই আপনার পোস্টটি একজন যথাযথ এবং প্রাসঙ্গিক। অপেক্ষা করলেই যে সুমিষ্ট ফল লাভ করা যায় তা কখনোই তাড়াহুড়ায় হয় না। অসাধারণভাবে বিষয়টি ব্যাখ্যা করলেন। কিন্তু কজন মানুষ এমন ভাবে ভাবেন। সকলেই তাড়াহুড়ো করে নিজের লক্ষ্যকে নষ্ট করে ফেলে।

 last year 

একদম ঠিক বলছেন ভাইয়া কষ্টের ফল সব সময় মিষ্টি হয়।সত্যি বলতে অলসতা মানুষের জীবনে সুখ নিয়ে আসে না বরং আরও দুঃখ নিয়ে আসে । পরিশ্রম করে উপার্জন করা কখনো বৃথা যায় না। জীবনে যে যত পরিশ্রম করবে কষ্ট করবে তাদের জীবনে ততই সুখ আর শান্তি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার আজকের পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 109011.68
ETH 3798.53
USDT 1.00
SBD 0.58