পরিচালক।

in আমার বাংলা ব্লগ16 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পরিচালক সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17558315133926096992892543551242.jpg



সোর্স


আসলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের পেছনে একজন ভাল পরিচালক দরকার। অর্থাৎ পরিচালক যদি ভালো হতে না পারে তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবো না। একজন পরিচালক আমাদের সবসময় শিখিয়ে দেয় যে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা আমাদের জীবনটাকে কি করে সুন্দরভাবে সাজাতে পারব। আসলে প্রত্যেকটা জিনিসের পিছনে যদি পরিচালক সুন্দর থাকতে পারে তাহলে কিন্তু সবকিছু আমাদের কাছে অনেক বেশি সুন্দর হবে। আসলে বিভিন্ন ধরনের সিনেমা দেখতে পাই যেখানে পরিচালকের সুন্দর দক্ষতার জন্য সেই সিনেমাটা কিন্তু অনেক সুন্দর লাগে আমাদের কাছে।


আসলে বাস্তব জীবনে আমাদের পরিচালক হচ্ছেন আমাদের মা বাবা। অর্থাৎ তারাই সবসময় চেষ্টা করে কি করে সন্তানদেরকে সঠিক পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সন্তানদের বিভিন্ন ধরনের ভালো শিক্ষা দেওয়া যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দিতে না পারি তাহলে কিন্তু তারা জীবনে কখনো মানুষের মত মানুষ হতে পারবে না এবং তার বিভিন্ন ধরনের খারাপ দিকে এগিয়ে যেতে পারে। কেননা মা-বাবা যেহেতু এই সময়টা পার করে এসেছে তাই তারা ভালোভাবে বুঝতে পারে যে কোন জিনিসটা খারাপ এবং কোন জিনিসটা ভালো। আসলে তারা ভালো জিনিসটা বুঝতে পেরে তারা অবশ্যই সামনের দিকে এগিয়ে আসতে চেষ্টা করবে।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি ভালো পরিচালক অর্থাৎ ভালো অভিভাবক পেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনে আর কোন ধরনের কোন সমস্যা আসবে না। অর্থাৎ তারা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে এবং আমরা যদি কোন ধরনের বিপদে পড়ি তাহলে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ তারা সবসময় আমাদের দিতে থাকবেন। এজন্য আমরা সব সময় মনে রাখবো যাতে করে কেউ কখনো আমাদের ক্ষতি করতে না পারে এবং আমরা তাদের সঠিক পথে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পারি।


আসলে প্রত্যেকটা মানুষের পেছনে যেমন একজন পরিচালক রয়েছে তেমনি প্রত্যেকটা সমাজের পেছনেও এমন একজন পরিচালক রয়েছে যিনি সবসময় সমাজটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এছাড়াও প্রত্যেকটা দেশের পিছনে যদি একজন ভালো পরিচালক অথবা অভিভাবক থাকে তাহলে কিন্তু দেশ সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং অন্যান্য সকল ধরনের সমস্যা থেকে তারা সবসময় দেশকে দূর করতে চেষ্টা করবেন। এজন্য সবকিছুর পেছনে একজন ভালো পরিচালকের দরকার যিনি সবসময় সবকিছু ভালভাবে সবকিছু পরিচালনা করবে এবং দেশকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

Wow, @nilaymajumder, this post is truly insightful! I love how you've explored the concept of a "director" in our lives, extending it beyond cinema to the crucial roles of parents, community leaders, and even national figures. The way you've highlighted the importance of guidance and positive influence in shaping individuals and society is something that really resonates.

Your personal touch, sharing your thoughts in Bangla, makes it even more special. It's clear you've put a lot of thought into this, and the message is powerful. Thank you for sharing such a valuable perspective with the Steemit community. I encourage everyone to read this and share their own thoughts on the "directors" in their lives! What an important conversation starter!

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.31
JST 0.033
BTC 110183.83
ETH 4278.07
USDT 1.00
SBD 0.83