ফলের ফটোগ্রাফি 🥭
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতেও আমার অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফটোগ্রাফি পোস্ট। চলুন তাহলে শুরু করা যাক আজকের ফটোগ্রাফি।
এই ফলটি হচ্ছে আম। এটি হচ্ছে আমাদের বাগানের আমের ছবি।বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম বাগানে যাবো আম গুলো দেখতে । আজ গিয়েছিলাম আম দেখতে কিন্তু আগের বারের তুলনায় এবার আম খুবই কম হয়েছে। কিছু কিছু গাছে তো আম আসেনি। কয়েকটা গাছে আম হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
এই লেবুগুলো আমাদের বাগানের। আমাদের বাগানে একটি লেবু গাছ রয়েছে। লেবু গাছে এই প্রথম লেবু ধরেছে। ভাবতে খুবই ভালো লাগছে নিজের কাছে লেবু খাবো।
এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। এ বছর আমাদের গাছে প্রথম কাঁঠাল এসেছে। খুবই ভালো লাগছে নতুন গাছে ফল ধরেছে। নিজেদের গাছের যেকোনো কিছু খেতে খুবই ভালো লাগে।
এগুলো হচ্ছে করমচা ফল। এটি একটি টক জাতীয় ফল। ফলটি কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পাকলে জমাট বাঁধা রক্তের মতো লাল হয়। কাঁটাযুক্ত গুল্মজাতীয় গাছে জন্মে থাকে ফলটি।এতে রয়েছে ভিটামিন সি। এবং পটাশিয়ামে ভরপুর এই ছোট্ট ফল শারীরিক ক্লান্তিভাব দূর করে এবং ভিটামিন-সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | samsang note 10 lite |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
আপনার পোস্টটি খুব সুন্দর হয়েছে! আপনার লেখা পড়ে মনে হলো যেন আমরা নিজেরাই বাগানে গিয়ে আম আর লেবু গাছ দেখছি। ফটোগ্রাফির প্রতি আপনার ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। এমন প্রাকৃতিক এবং ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ। আশা করি সামনে আরও এমন চমৎকার পোস্ট পাবো। শুভকামনা রইলো!
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। এ ধরনের কমেন্ট পড়লে কাজ করা উৎসাহ আরো বেড়ে যায়।
করমচা ফলটা আমার খুব একটা পছন্দ না। তবে এগুলো যখন লাল হয় তখন খুবই সুন্দর লাগে দেখতে। কাঁচা আমের ফটোগ্রাফি দেখে তো খেতে ইচ্ছে করছে। আপনাদের গাছে তো দেখছি কাঁঠাল ধরেছে। বিভিন্ন রকম ফলের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। ফটোগ্রাফি গুলা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু করমচা লাল হয়ে গেলে বেশি ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে আপু আমার সম্পূর্ণ পড়ার জন্য।
আজকে আপনি সুন্দর এবং পছন্দের কিছু ফলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আমের এবং কাঁঠালের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো।করমচা ফল এর ফটোগ্রাফি ও চমৎকার লাগলো। যদিও আমি এই ফলগুলো তেমন পছন্দ করিনা। সুন্দর করে ফলের ফটোগ্রাফি গুলো বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি চমৎকার কয়েকটি ফলের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আম এবং কাঁঠালের ফটোগ্ৰাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।