ইফতারি কেনার অনুভূতি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। যেহেতু রমজান মাস চলছে তাই ভাবলাম ইফতারি নিয়ে কোন একটা পোস্ট করি। প্রতি বছর রমজানে দুই একবার বাইরে ইফতার করা হয়। কিন্তু এই রমজান মাসে বাইরে ইফতার করা হয়নি। তাই আজকে ভাবলাম বাইরের থেকে কিছু খাবার কিনে আনি। যদিও বাইরের খাবার খাওয়া খুব একটা ঠিক না তবুও মাঝেমধ্যে ইচ্ছে করে বাইরের খাবার খেতে।
দোকানে গিয়ে আমি প্রথমে কিনে নিলাম বেগুনি। বেগুনি খেতে আমার অনেক ভালো লাগে। এই বেগুনি গুলো খুবই মুচমুচা ছিল।
এরপরে কিনে নিলাম পিয়াজি।পিয়াজি খেতেও আমার অনেক ভালো লাগে। মুড়ি মাখানোর মধ্যে পেঁয়াজের ছাড়া যেন মুড়ি মাখানো হয় না।
এই বাঁড়াটির নাম আমার মনে নেই। কেমন জানি একটা সবজি দিয়ে বানানো। পেঁয়াজির মতোই শুধু সবজি দেওয়া। এরপরে আমি নিয়েছিলাম একটি ডিমের চপ।
এরপরে আমি নিয়েছিলাম দুইটি আলুর চপ। আলুর চপ দুটি খুবই মজা ছিল। আলুর চপের পাশাপাশি আমি নিয়েছিলাম ছোলা ভুনা।
অনেকগুলো ঝাল আইটেম নেয়া হয়েছে। তাই ভাবলাম এবার মিষ্টি কিছু নেওয়া যাক।এর জন্য আমি নিলাম বুরিন্দা ভাজা। বুরিন্দা ভাজা খেতে আমার অনেক ভালো লাগে।
এরপরে নিলাম জিলাপি। জিলাপি গুলো খেতে অনেক মজা ছিল। আমার কাছে একটু মচমচে জিলাপি খেতে বেশি ভালো লাগে। এগুলো একদম পারফেক্ট জিলাপি।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | samsang note 10 lite |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19