টেস্টি ট্রিটে কেনাকাটা ও খাওয়া দাওয়া করার অনুভূতি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে এবং খাওয়া-দাওয়া করতে আমার অনেক ভালো লাগে।বেশ কয়েকদিন আগে আমি চলে গিয়েছিলাম টেস্টি ট্রিটে কেক কেনার জন্য। টেস্টি ট্রিটের কেক আমার কাছে অনেক ভালো লাগে।
প্রথমে গিয়ে আমি একটি কেক কিনে নিলাম।বেশ অনেক ধরনের কেক ছিল । তার মধ্যে আমি নিয়েছিলাম রেড ভেলভেট কেক। অন্যান্য কেক এর থেকে আমার কাছে রেড ভেলভেট কেক বেশি ভালো লাগে।
এরপরে আমি দোকানে দেখছিলাম আর কি কি কেনা যায়।অনেক ধরনের জিনিস ছিল।
আইসক্রিম, চিপস, বিস্কিট, আরো অনেকভাবে জিনিস। আরো ছিল ফাস্টফুড আইটেম।
এর মধ্যে থেকে আমি একটি রোল নিয়ে নিলাম। এখানে বসে খাওয়ার জন্য। এই রোলটি আরেকটি নাম রয়েছে আমার নামটি ঠিক মনে নেই।
রোলটি খেতে অনেক টেস্ট ছিল। এরপরে আমরা কেকটি নিয়ে বাসায় চলে এলাম। আমরা আসার সময় একটি বার্গার কিনে নিয়ে এসেছিলাম। বার্গার খেতেও খুবই টেস্ট লেগেছে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | samsang note 10 lite |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19