পছন্দের কিছু খাবারের ফটোগ্রাফি 🍕
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবে আমার পছন্দের কিছু খাবার।
মাঝেমধ্যে বাইরের খাবার খেতে আমার অনেক ভালো লাগে।
প্রথমে শুরু করছি একটি আচার দিয়ে।এটা হচ্ছে পাঁচ মিশালি একটি আচার।অনেক ধরনের জিনিস দিয়ে এই আচারগুলো তৈরি করা হয়।রাস্তায় বের হলে এই আচারগুলো সব সময় চোখে পড়ে।আমার কাছে এই আচারটি খুবই ভালো লাগে । বেশ অনেকদিন আগে সংসদ ভবনের সামনে থেকে এই আচারটি খেয়েছিলাম।
এই খাবারটির নাম হচ্ছে চিকেন সমুচা।কয়েকদিন আগে আমি
ফ্রোজেন সমুচা কিনেছিলাম। এরপরে বাসায় এনে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। ফ্রোজেন সমুচা গুলো খুবই ভালো লেগেছিল।
এই খাবারটির নাম হচ্ছে পানিপুরি। পানিপুরি খেতেও আমার অনেক ভালো লাগে। বিশেষ করে এই দোকানের পানিপুরি খেতে আমার বেশি ভালো লাগে। আমি মাঝেমধ্যে যাই এই দোকানের পানিপুরি খেতে।
এই খাবারটির নাম হচ্ছে পিজ্জা।পিজ্জা খেতেও আমার অনেক ভালো লাগে। এই পিজ্জার রিভিউ আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি।
এই খাবারটির নাম হচ্ছে দই ফুচকা।এই দই ফুচকা আমি কিছুদিন আগে খেয়ে ছিলাম।বেশ ভালো একটি খাবার। অন্যান্য জায়গায় যখন আমি দই ফুচকস খেয়েছি এত পরিমাণে দই দেয়নি। এই দোকানে দই ফুচকার মধ্যে অনেক দই দেয়। এই জন্য খেতে আমার আরো অনেক বেশি ভালো লাগে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | samsang note 10 lite |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
এত লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখেই তো খেতে ইচ্ছে করছে। দই ফুচকা কখনো ট্রাই করা হয়নি। আপনার ফটোগ্রাফিতে দেখে ভালো লাগলো। পানিপুরি এবং পিজ্জা আমার বেশ পছন্দ। লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনি তো দেখছি বেশ মজার মজার বেশ কিছু খাবারের ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। এখানে থাকা প্রতিটা খাবার আমার নিজেরও অনেক বেশি পছন্দের। সবগুলো খাবার দেখে আমার তো খুব লোভ লাগলো। এ রোজার সময় আপনি লোভ লাগিয়ে দিলেন ফটোগ্রাফি গুলো শেয়ার করে।