স্বরচিত কবিতা || মানবতাঃ
বন্ধুরা বর্তমানে আমাদের দেশের সবচেয়ে আলোচিত যে খবর সেটা হচ্ছে বন্যা। দেশের কয়েকটি জেলাই পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষ খুব দুঃসহ জীবন যাপন করছে। এমতাবস্থায় আমাদের দেশের সকলেই এদের পাশে দাঁড়িয়েছে, যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আমাদের উচিত এই দুঃসময় তাদের পাশে দাঁড়ানো। একে অন্যের হাতে হাত রেখে ছুটে চলা বান ভাসি মানুষের পাশে।
![]() |
---|
Copyright free image source:pixels
বন্ধুরা এই সকল বানভাসি মানুষদের নিয়ে আমি একটি কবিতা লিখেছি, যা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো।
চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের কবিতাটি- |
---|
কবিতার নাম- মানবতা
আজ দেখছি আমি বাংলার প্রতিটি
মানুষের ভিতরে মানবতা যেন
ঢুকরে ঢুকরে কাঁদছে।
মানবতার ঢলে জোয়ার এসেছে আজ
বাংলার প্রতিটি ঘরে পথে প্রান্তরে,
কেউ বসে নাই আজ তাই আর
নিজের পঁজিকে আঁকড়ে ধরে।।
নেমেছে পথে আজ শিশু থেকে বৃদ্ধ
শ্রমিক থেকে রিক্সা চালক কিংবা ভিক্ষুক,
ভেঙেছে তাদের শেষ সম্বলটুকু
তিলে তিলে জমানো মাটির ব্যাংক।
ছুটেছে একে অন্যের হাত ধরে
উদ্দেশ্য তাদের শুধু একটাই,
মানবতার এ যেন এক কঠিন সময়
জাত কুল বিচার করার সময় যেন কারো নাই।
এ যেন রক্তের সাথে রক্তের বন্ধন,
এই বন্ধন ছিঁড়ে ফেলার দুঃসাহস
পৃথিবীতে আর কারো নাই,
যদিও হয়ে যায় সবকিছু ধ্বংস।।
তুমি আমি কেন বসে থাকবো
মানবতার এই স্রোতের টানে,
ছুটে চলি তাই হাতে হাত রেখে সবাই
যেখানে ভেসে যাচ্ছে সবাই বন্যার বানে।।
বন্ধুরা আমার কবিতাটির মর্মার্থ হচ্ছে এই, আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব মানুষ এবং মানুষ হিসেবে অবশ্যই আমাদের মাঝে আল্লাহ তায়ালা বিবেক বুদ্ধি বা মানবিকতা দিয়েছেন। আর এই মানবিকতার কারণে আমাদের উচিত একে অন্যের বিপদে সহযোগিতা করা বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। ধন্যবাদ সবাইকে।

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি যেন সমাজের বাস্তবতাকে তুলে ধরেছে, অসাধারণ লেগেছে আমার কাছে।
মানবতার দৃষ্টান্ত প্রতিফলন বাংলাদেশিরা এবার দেখিয়ে দিচ্ছে।সবাই হাতে হাত রেখে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলেই মিলে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছি।মন ঐক্য এমন মানবতা আমি আমার জীবনে কখনো দেখিনি।আমরা বাংলাদেশীরা এখন মানবতার শক্তিতে অনেক শক্তিশালী।যাইহোক আজকে আপনার কবিতা পড়ে আমার অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন সাজিয়েছেন।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই বন্যা পরিস্থিতি পুরো দেশবাসীকে ভোগান্তির মধ্যে ফেলেছে। যারা এই বন্যার ভয়াবহতার সম্মুখীন হয়েছে তারা কষ্টে সময় পার করছে। আপনার কবিতার মাঝে অসাধারণ সব কথাগুলো উপস্থাপন করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।