কচুর মুখি আলু দিয়ে টেংরা মাছের চচ্চড়ি❤️

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়। আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো কচুর মুখি ও আলু দিয়ে টেংরামাছের চচ্চড়ি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250825_162912.jpg

IMG_20250825_162853.jpg

আমার নতুন সংসার তাই কিছু গুছিয়ে উঠতে পারছি না। আগে তো সংসারের কোন চাপ ছিলো না শুধু মেয়েকে সময় দিতাম এখন সংসারের পুরা কাছ সেরে রান্না করে মেয়েকে নিয়ে স্কুল, কোচিং, নাচের ক্লাস সব করতে হয়।সময় কখন কেটে যায় বুঝতেই পারি না।যাই হোক আজ আমি রান্না করেছিলাম কচুর মুখি ও আলু দিয়ে টেংরামাছের চচ্চড়ি। তো চলুন দেখা যাক রেসিপিটি।

IMG_20250815_140615.png

কচুর মুখি ও আলু কুচি
টেংরা মাছ
রসুন বাটা
জিরা রাটা
মরিচের গুড়া
লবন
হলুদ

PhotoCollage_1756117066463.jpg

প্রথম ধাপ

প্রথমে কচুর মুখি ও আলু কুচি করে কেটে নিয়েছি।

IMG_20250825_161837.jpg

দ্বিতীয় ধাপ

প্রথমে টেংরা মাছ গুলো ধুয়ে পরিস্কার করে নিয়েছিও তাতে লবন হলুদ দিয়েছি ও মেখে নিয়েছি।

PhotoCollage_1756117173691.jpg

তৃতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি।লবণ, হলুদ মাখা মাছ গুলো গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1756117268080.jpg

চতুর্থ ধাপ

এখন পেঁয়াজ কুচি ও জিরা ফোঁডন দিয়েছি।

IMG20250824125304.jpg

পঞ্চম ধাপ

এখন কেটে রাখা কচুর মুখি ও আলু দিয়ে তাতে লবন, হলুদ দিয়ে একটু সময় ভেজে নিয়েছি।

PhotoCollage_1756117366459.jpg

ষষ্ঠ ধাপ

ভাজা কচুর মুখি ও আলুতে রসুন বাটা,জিরা বাটা ও মরিচের গুড়ার এক সাথে পেষ্ট করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1756117459109.jpg

সপ্তম ধাপ

কষানো হয়ে গেছে তাই পরিমাণ মতো জল দিয়েছি ও ফুটিয়ে নিয়েছি।

IMG_20250825_162518.jpg

অষ্টম ধাপ

ফোঁটানো তারকারিতে ভাজা টেংরা মাছ গুলো দিয়েছি ও কিছু সময় রান্না করে নিয়েছি।

PhotoCollage_1756117597062.jpg

নবম ধাপ

রান্না হয়েছে তাই নামিয়ে নিয়েছি পরিবেশের জন্য।

IMG_20250825_162912.jpg

IMG_20250825_162853.jpg

IMG_20250825_162838.jpg
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর কচুর মুখি ও আলু দিয়ে টেংরামাছের চচ্চড়ি রেসিপি।আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif


<h

IMG_20250815_140623.png

Sort:  
 2 months ago 

আপু আপনি তো খুব মজার রেসিপি করেছেন। কচুর মুখি এবং আলু দিয়ে টেংরা মাছের রেসিপি বানিয়েছেন। তবে কচুর মুখি দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। মজার রেসিপিটি তৈরি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 2 months ago 

অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন তো আপনি। দেখেইতো জিভে জল চলে আসলো। মজার মজার খাবার গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এই ধরনের খাবার গুলো দুপুরবেলায় বেশি মজা করে খাওয়া যায়। আপনার তৈরি করা আজকের রেসিপি টা আমার খাওয়া হয়েছে অনেকবার। এটা কিন্তু আমার মজা লাগে খেতে। মজার মজার রেসিপি দেখলে ইচ্ছে করে খেয়ে ফেলি।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

কচুর মুখি এবং টেংরা মাছ আমার খুব প্রিয়। খুব সুন্দর করে কচুর মুখে এবং আলু দিয়ে টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন। সত্যি আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। মজার রেসিপিটি সুন্দর করে উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 102055.98
ETH 3441.92
USDT 1.00
SBD 0.55