চিলেকোঠার সেপাই - The Smoker || অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ|| 10% Beneficiary To @shy-fox
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ বুধবার , জানুয়ারী ১২/ ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ করবো। আমার রিভিউ করা অ্যানিমেটেড শর্ট ফিল্ম নাম হলো "চিলেকোঠার সেপাই - The Smoker"।
🎥"চিলেকোঠার সেপাই - The Smoker"🎥
গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
ফিল্ম নাম | চিলেকোঠার সেপাই - The Smoker। |
---|---|
পরামর্শদাতা | সরফরাজ ইয়াসিন আবদুল্লাহ, অনিন্দ্য মকসুদ। |
দলের সদস্যরা | রাহুল, রাগীব, তারেক, তারিক, সৌরভ, মামুন, অনাদিনী। |
দৈর্ঘ্য | ৪.২০ মিনিট। |
মুক্তির তারিখ | ১৪ এপ্রিল, ২০২১ ইং। |
অ্যানিমেটেড শর্ট ফিল্ম সারসংক্ষেপঃ
![]() | ![]() |
---|
ফিল্মের শুরুতে দেখা যায় যে একজন ব্যক্তি তার বাসা ছাদের উপর দাঁড়িয়ে দেওয়ালের উপরে পা তুলে একটা সিগারেট ধরাতে যাচ্ছে। তবে অতিরিক্ত বাতাসের কারণে বারবার ম্যাচের কাঠি নিভে যাচ্ছে।
![]() | ![]() |
---|
এবার দেখা যায় ম্যাচের কাঠি ধরানোর জন্য কিছুটা নিচু হয়ে জ্বালানোর চেষ্টা করে, তবে এই সময়ে হঠাৎ আকাশে মেঘ দেখা দেয় এবং সাথে সাথে বৃষ্টি শুরু হয়। তখন সে ঘরের ভিতরে যেতে চায়। তবে তাহড়ো করতে গিয়ে হুমরি খেয়ে পড়ে যায়। এবং তার সাথে পুরো ম্যাচের কাঠি গুলো বাইরে পড়ে গিয়ে ভিজে যায় এবং শুধুমাত্র তার সিগারেট বেঁচে যায়।
![]() | ![]() |
---|
এবার সে সিগারেট নিয়ে ঘরের ভিতরে আসে এবং চুলার আগুনে সেটি ধরাতে যায় তবে তাড়াহুড়ার কারণে চুলাতে ধরাতে গিয়ে তার চাবি উপড়ে ফেলে, এবং সে রাগান্বিত হয়ে গ্যাসের সিলিন্ডারে লাথি মেরে সেটিকে উল্টে ফেলে দেয়।
![]() | ![]() |
---|
এবার সে তার টেবিলে যায় এবং টেবিলে গিয়ে দেখে একটা গ্যাস লাইট পড়ে আছে। তখন সে গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরানোর চেষ্টা করে। তবে সেটি বারবার ধরতে গিয়ে দেখে যে তার পাথর নেয়। তখন সেটিকে ছুড়ে ফেলে দেয়।
![]() | ![]() |
---|
এবার সে তার বিছানার উপরে একটা ম্যাচ বক্স দেখে। তখন সেটিকে নিয়ে সে ধরানোর চেষ্টা করে। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর অবশেষে ক্লান্ত হয়ে সে বিছানায় বসে পড়ে খালি সিগারেট টানতে থাকে।
![]() | ![]() |
---|
এবার সে দেখে যে তার ম্যাচে আর একটি মাত্র কাঠি আছে। তখন সে এটিকে লাষ্ট চেষ্টা করে এবং লাষ্ট চেষ্টা করে সেটি ধরিয়ে ফেলে। এবং সাথে সাথে সিগারেট ধরায়।
![]() | ![]() |
---|
সিগারেট ধরানো হয়ে গেলে এবার সে তার বিছানার উপর উঠে দাঁড়ায়। এবং এমন একটা টান দেয় সিগারেটে, যেন সে একটানে পুরো সেগারেটটি শেষ করে ফেলে।
![]() | ![]() |
---|
সিগারেট খাওয়া শেষ হয়ে গেলে এবার সেই সিগারেটের মোতা ছুঁড়ে ফেলে, বিশেষ করে মোতা গিয়ে পড়ে গ্যাসের সিলিন্ডারের ওপর। এবং সাথে সাথে গ্যাসের সিলিন্ডার বাস্ট করে পুরো বাড়ি আগুন ধরে যায়।
এবং ফিল্মটি শেষ মুহূর্তে দেখা যায় একটি ম্যাচ বক্স সামনে আসে এবং তাতে লেখা থাকে ধূমপানে মৃত্যু এবং ফিল্মটি এখানে শেষ হয়।
ব্যক্তিগত মতামতঃ
আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী শর্ট ফিল্মটা ছিল অসাধারণ। খুব অল্প সময়ের মধ্যে শর্টফিল্মের অনেক তথ্যবহুল বিষয়গুলো উপস্থাপন করেছে। বিশেষ করে ধূমপানের কারণে যে বিষয় হয়, সে বিষয়টি বেশ দারুন ভাবে ফুটিয়ে তুলেছে ফিল্মটায়।
ব্যক্তিগত রেটিংঃ
আমি অ্যানিমেটেড শর্ট ফিল্মকে ১০/১০ দিতে চাই।
অ্যানিমেটেড শর্ট ফিল্ম লিংকঃ
এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
https://twitter.com/abusamad2020/status/1481224788534493184?t=uQbqbe8UWVtlTu7pyJttEg&s=19

Upvoted! Thank you for supporting witness @jswit.

এই 3D শর্ট ফিল্ম টা আমি দেখেছি। আমার বেশ ভালো লেগেছিল। এখানে একজন মানুষের সকালে উঠে সিগারেট খাওয়ার বিষয়ে এবং সেটা খাওয়ার জন্য তাকে কতটা স্ট্রাগেল করতে হয় এই বিষয়ে নির্মিত হয়েছে অ্যানিমিশন ফিল্মটা। রিভিউ টা ভালো করেছেন।। এবং এটা একপ্রকার ঠাট্টার ছলে তৈরি করা।।
জ্বি ভাই আপনি ঠিকই বলেছেন এটি ঠাট্টাচ্ছলে বটে। তবে এটি একটি নোবেল পুরস্কার বিজয়ী শর্ট ফিল্ম। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে এটি বিজয়ী হয়েছিল।
এসব অ্যানিমেশন শর্ট ফিল্ম গুলো আমার দেখতে খুবই ভালো লাগে । আপনার এই রিভিউ করা শর্ট ফিল্ম এর মাধ্যমে অনেক বড় একটা শিক্ষা নেওয়া যেতে পারে যেমনটা সর্বশেষে সিগারেটের ফেলার কারণে সিলিন্ডার বাস্ট করে ঘরটি ধ্বংস হলো। সুতরাং সিগারেটের অনেক ক্ষতির দিক যেমন শরীর নষ্ট করে তেমনি পরিবেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য
কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাইয়া আসলেই শর্টফিল্মটি সত্যি খুব সুন্দর ছিল। ধূমপান করা যদিও ঠিক না তবে যারা ধূমপান করে থাকেন তাদের কে অনেকটা সতর্ক থাকা উচিত। নিজের কথা না ভাবলেও অন্তত তার আশেপাশের মানুষগুলোর কথা ভেবে সচেতন থাকা দরকার বলে আমি মনে করি। আপনার শর্টফিল্মের রিভিউটি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
সুন্দর মন্তব্যের সাথে আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ
খুব সুন্দর একটি এনিমেশন শর্ট ফ্লিম। আমার কাছে খুব ভালো লাগলো৷ মানুষ কেনো যে এই ফালতু জিনিস খায় বুঝি না। এখন কার ক্লাশ ৬-৭ এর ছেলেরা সিগারেট খায় যা সত্যি খুব খারাপ একটি বিষয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
❤️❤️❤️❤️❤️
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই