অন্যায় সে সহে সে কি অপরাধী?

আশা করছি আপনারা সকলেই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকে আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে এসেছি। আসলে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আমাদের মনে উঁকি দেয় এবং সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমাদের মধ্যে জানা থাকলেও কখনো কখনো সে উত্তর গুলো গ্রহণ করতে কিছুটা কনফিউশনে পরতে হয় এবং এই প্রশ্নটাও ঠিক তেমনটাই একটা প্রশ্ন।

তাই ভাবলাম যে প্রশ্নটা আপনাদের কাছেই রাখা যাক। যাতে অনেকগুলো উত্তর পাই এবং সেই উত্তর গুলোর মাঝে যেটা বেস্ট উত্তর, সেটা যেনো খুঁজে নিতে পারি।

IMG_0378.jpeg


আমাদের বাংলা ভাষায় একটা কথা খুব প্রচলন রয়েছে যে, " অন্যায় যে সহে এবং অন্যায় যে করে তারা সমান অপরাধের অধিকারী" । আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় যে, অন্যায় করে সে তো অবশ্যই দোষী। কিন্তু যে অন্যায় সহে, সে কতোটা দোষী?
আমার মতে যে অন্যায় সহে সেও সমান ভাবেই দোষের ভাগীদার। কারণ সে যদি অন্যায়টা সহ্য না করতো। তাহলে হয়তো যে অন্যায়টা অনেকদিন ধরে চলে আসছে। সে অন্যায়টা খুব দ্রুতই বন্ধ হয়ে যেতো। এটা আমার মতামত। আপনাদের কি মতামত অবশ্যই জানতে চাই।

"অন্যায় যে করে আর অন্যায় যে সহে,
তব ঘৃণা তারে তৃণ সম দহে ||"

Sort:  
Loading...
 last year 

আমিও আপনার সাথে একমত পোষণ করছি। অবশ্যই অন্যায় যে করে এবং অন্যায় যে সহে,দু'জনেই সমান অপরাধী। আমরা হয়তোবা অনেক সময় বিভিন্ন কারণে অন্যায় সহ্য করে থাকি বা প্রতিবাদ করি না,আর সেজন্যই ধীরে ধীরে অন্যায় বাড়তে থাকে। তাই আমাদের উচিত কখনোই অন্যায়কে প্রশ্রয় না দেওয়া। যাইহোক দারুণ লিখেছেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 116888.02
ETH 4510.84
SBD 0.86