PATHAO

download.png

পাঠাও বাংলাদেশের ১ম রাস্তায় যাএা শুরু করে। পাঠাও বাংলাদেশের এমন ১টি rides যা দেশের লোকের মন খুব তারাতারি জয় করে নিয়েছে এর মাধ্যমে যেকোনো জায়গাই তারাতারি যাওয়া যাই।এইটা শুধু মাত্র পাঠাও এর জন্য সম্ভব।

পাঠাও দেশের সস্তা rides দিয়ে থাকে।এটি এক জায়গা থেকে আর এক জায়গাই ডেলিভারি দিয়ে আসে।

পাঠাও এ অনেক ভাল মানের দক্ষ মোটর বাইক ও গাড়ির চালক এর মাধ্যমে যাত্রীদের ডেলিভারি করা হয়।

এটি সপ্তাহে ৭ দিন ও মাসে ৩০ দিন চালু থাকে। এই পাঠাও দিন দিন উন্নত হচ্ছে।

এর থেকে এই দেশের অনেক বেকারদের ইনকাম হচ্ছে।তারা নিজেদের খরচ বহন করছে,শুধু মাএর পাঠাও এর মাধ্যমে।

Sort:  

bd er jonno eti ekti mohot uddog.

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112022.58
ETH 4290.11
SBD 0.84