সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। যেহেতু আজকে আমাদের খুশির একটি দিন, সবাই অনেক আনন্দিত, সেই কামনাই করি। পরিবারের সাথে সবাই ঈদ উদযাপন করেছেন, সেই আশা রাখি। আজকে আমি আপনাদের সাথে পবিত্র ঈদুল ফিতর পালন করার সামান্য একটু অনুভূতি শেয়ার করতে যাচ্ছি।
দেখতে দেখতে আমরা আরেকটি ঈদুল ফিতর উদযাপন করলাম। পরিবারের সবার সাথে ঈদ পালন করার জন্য গতকাল ঢাকা থেকে বাড়িতে এসেছিলাম। ঢাকায় থাকা অবস্থায় নিউজ পেয়েছিলাম যে আজকে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বাড়িতে এসে অনেক মানুষের সাথে দেখা হলো। সবার সাথে অনেক স্মৃতি শেয়ার করা হলো।
গতকাল এশার নামাজের পরে আমাদের গ্রামের প্রতিটি মসজিদের মাইকে সবাইকে জানিয়ে দেওয়া হলো সোমবার সকাল ৯ঃ০০ টার সময় ঐতিহ্যবাহী জামিয়া সানি ইউনুছিয়া মাদ্রাসায় সকাল ৯ টার সময় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সবাই যেন নির্ধারিত সময়ের পূর্বে ঈদগাহে উপস্থিত হয়ে যায়। সকাল ৯ টা মোটামুটি অনেকটা সময়। পর্যাপ্ত পরিমাণ ঘুমের সময় দিয়েছে।
তারপরেও গতকাল রাতে ঘুমাতে ঘুমাতে একটু দেরী হয়ে গেছে। রাত দুটোর দিকে ঘুমিয়েছিলাম। সকাল সাড়ে আটটার সময় ওয়াইফ ঘুম থেকে ডেকে তুললো। কারণ ঈদের জামাতের আর মাত্র ত্রিশ মিনিট বাকি ছিল। ঘুম থেকে উঠে ব্রাশ করে গোসলখানায় প্রবেশ করলাম। খুবই অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পায়জামা পাঞ্জাবি জায়নামাজ নিয়ে ঈদগাহের দিকে ছুটে চললাম।
সকালবেলা চিরচেনা এই দৃশ্যটি দেখে খুবই ভালো লাগে। গ্রামের আকাঁবাঁকা রাস্তা দিয়ে মানুষ ঈদগাহে হেঁটে যায়। পরিচিত অপরিচিত অনেক মানুষের সাথে দেখা হয়। খুবই সুন্দর একটি দৃশ্য। আমাদের বাড়ি থেকে ঈদগাহে যেতে তিন থেকে চার মিনিট সময় লাগে। ঈদগাহে প্রচুর মানুষ হয়েছিল। আমাদের ঈদগা হ অনেক সুন্দর সাজানো গুছানো। ঠিক নয়টার সময় নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাই একসাথে নামাজ পড়তে পেরে খুবই আনন্দিত হয়েছি।
নামাজ শেষ করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়েছে। নামাজ শেষ করে সবাই যার যার গত হওয়া আপনজনদের কবরে গিয়েছে, কবর জিয়ারত করা হয়েছে।আপনজনদেরকে স্মরণ করা হয়েছে। আমরাও একদিন কবরবাসি হবো। এ পৃথিবী অস্থায়ী, এখানে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। এক জেনারেশন আসবে, আরেক জেনারেশন যাবে। এটাই দুনিয়ার খেলা।
যাই হোক পবিত্র ঈদুল ফিতর, খুশির দিন শেষ হয়ে গেছে। অফিস থেকে মোটামুটি আট দিনের ছুটি দিয়েছে। আগামীকাল হয়তো আমার বোনের বাড়িতে বেড়াতে যেতে পারি। আবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
| ডিভাইস | মোবাইল |
|---|---|
| মডেল | রিয়েলমি সি-৫৩ |
| স্কিন শর্ট | @joniprins |
| তারিখ | ৩১.০৩-২০২৫ |
| সময় | সকাল ৯ .১০ মিনিট |
| স্থান | ঈদগাহ ময়দান, সৈয়দাবাদ,কসবা,ব্রাহ্মণবাড়িয়া |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP



















https://x.com/ArianKh29670721/status/1906582289133568223?t=XPT2EhpLr30dzJe4lYreMw&s=19
https://x.com/ArianKh29670721/status/1906582623863931271?t=9O38i_iR3hAjv7wO2nNBpg&s=19