কুরবানির ঈদ

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুরবানির ঈদ তো চলেই গেলো।আজ এটা নিয়ে কিছু লিখি।

মুসলিম সমাজের সবচেয়ে বড় দুটি উৎসব একটি ঈদুল ফিতর অন্যটি ঈদুল আজহা।ঈদুল আজহা কুরবানির ঈদ নামে পরিচিত।এটা মুসলিমদের একটি গুরুত্বপূর্ন এবাদত। এই ঈদে মুসলিমগণ মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করে থাকেন।তবে সবার জন্য এই এবাদত প্রযোয্য নয়।পর্যাপ্ত পরিমান ধন সম্পদ থাকলে কেবল তাদের জন্য এটা পালন অপরিহার্য হয়।ত্যাগের এক মহান নিদর্শন এই কুরবানির ঈদ।পাশাপাশি মানুষের মাঝে ভাতৃত্ব-বন্ধন গঠনের এক মহান নিদর্শন এই ঈদ।

ইতিহাস:
কুরবানির ইতিহাস ইব্রাহিম (আঃ) ও তাঁর পুত্র ইসমাঈল (আঃ)-এর সাথে জড়িত।আল্লাহ ইব্রাহিম এর পরিক্ষা নিতে চাইলেন। আল্লাহ ইব্রাহিম (আঃ)-কে পরীক্ষা করার জন্য আদেশ করেন তাঁর সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করতে।তখন ইব্রাহিম (আঃ) ১০০ এর অধিক দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করেন।কিন্তু আল্লাহর এটাতে সন্তুষ্টি হলেন না।ইব্রাহিম (আঃ)বুঝতে পারলেন তার সবচেয়ে পছন্দের জিনিস তার পুত্র।তখন তার পুত্র ইসমাঈল (আঃ)-কে কুরবানি করতে প্রস্তুত হন। আল্লাহ তাঁর এ ত্যাগ স্বীকার পছন্দ করলো তিনি পরিক্ষায় উত্তির্ন হলেন সেই সময়ে ইসমাইল (আঃ)এর জায়গায় আল্লাহ এক দুম্বা পাঠিয়ে দেন। সেই ঘটনার স্মৃতির অনুসরণেই মুসলমানরা কুরবানি করে থাকেন।

আত্মত্যাগের শিক্ষা দেয় এই কুরবানি। এটি আমাদেরকে আল্লাহর আদেশ মানতে ও নিজের ইচ্ছাকে পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করে।করবানি সাধারনত পশু দিয়ে দিতে হয়,কোনো পাখি অন্তভুক্ত নয়।পশুর ভিতরে আমাদের দেশে গরু,ছাগল,ভেড়া,মহিষ,গাড়ল ইত্যাদি দিয়ে হয়ে থাকে।সার্মথ্য অনুযায়ী পশু দিয়ে সবাই কুরবানি করে।কুরবানির মাংস তিন ভাগে ভাগ করা হয়।এক ভাগ নিজের অন্য দুটির একটি আত্মীয়দের অপরটি গরিব-দুখি মানুষদের।
নিচে দুটি ছাগলের ছবি দিলাম
IMG_20250606_104405_407.jpg

IMG_20250604_110230_183.jpg

কুরবানির পশুর রক্ত,মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌছায় না।শুধু পৌছায় বান্দার তাকওয়া। কুরবানির মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।আমাদের সবার উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা

ধন্যবাদ।

Sort:  
 3 months ago 

আপনি কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।কুরবানি শুধু পশু জবাই নয়, এটা তাকওয়া ও আত্মশুদ্ধিরও প্রতীক।কুরবানির মাংস বণ্টনের মাধ্যমে গরিব-দুঃখীদের সাহায্য করার যে বিষয়টি উল্লেখ করেছেন, তা খুব গুরুত্বপূর্ণ।

 3 months ago 

ধন্যবাদ ভাই,আপনার সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111305.12
ETH 4328.19
USDT 1.00
SBD 0.83