ড্রাগন ফলের উৎপাদন কলাকৌশল -পর্ব দশ-১০

in #dragonlast year

d2.jpg

d4.jpg

চারা রোপণ ও পরিচর্যা :

d5.jpg
গর্ত ভরাট করার ১০-১৫ দিন প্রতিটি খুঁটির চার পাশে ১ টি চারা সোজাভাবে লাগিয়ে চারার চারদিকের মাটি হাত দিয়ে চেপে ভালোভাবে বসিয়ে দিতে হবে। রোপণের পরপরই পানি সেচ দিতে হবে। এরপর নিয়মিত পানি সেচ ও প্রয়োজনে বেড়ার ব্যবস্থা করতে হবে। ড্রাগন ফলের গাছ লতানো এবং ২.০ থেকে ৩.৫ মিটার পর্যন্ত লম্বা হয়। এ জন্য গাছের সাপোর্টের জন্য সিমেন্টের খুঁটির ব্যবস্থা করতে হবে যা অবলম্বন করে গাছ বৃদ্ধি পেতে পারে। চারা বৃদ্ধি প্রাপ্ত হলে নারিকেলের রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে দিতে হবে। গাছ বড় হলে কান্ড থেকে শিকড় বের হয়ে খুঁটিকে আকড়ে ধরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রতিটি খুঁটির মাথায় একটি মটর সাইকেলের পুরাতন টায়ার মোটা তারের সাহায্যে আটকিয়ে দিতে হবে এবং গাছের মাথা ও অন্যান্য ডগা টায়ারের ভিতর দিয়ে বাহিরের দিকে ঝুলিয়ে দিতে হবে। এইরূপ ঝুলন্ত ডগায় ফল ধরার পরিমাণ বেশি হয়।
d1.jpg

d6.jpg

গাছে সার প্রয়োগ:

বয়স বাড়ার সাথে সাথে গাছের যথাযথ বৃদ্ধি ও কাঙ্ক্ষিত ফলনের জন্য সার প্রয়োগ করা আবশ্যক।
গোবর ও টিএসপি সার সমান দুই ভাগে ভাগ করে ফেব্রুয়ারি ও আগস্ট মাসে এবং ইউরিয়া ও এমওপি সার তিন মাস অন্তর ৪ কিস্তিতে ১:৩:২:২ অনুপাতে যথাক্রমে ফেব্রুয়ারি, মে, আগস্ট ও নভেম্বর মাসে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর প্রয়োজনে সেচ প্রদান করতে হবে।

d3.jpg

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 65754.91
ETH 2670.18
USDT 1.00
SBD 2.88