DIY " এসো নিজে করি "-রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি //১০% পেআউট লাজুক খ্যাঁককে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আজকে আমি রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছি। আর এই অরিগ্যামি কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম।
বেশ কয়েকটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে । তার মধ্যে যতটুকু সময় পাচ্ছি ততটুকু সময়এর মধ্যে নিজের কিছু কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। তার মধ্যে অনেকদিন হলো অরিগ্যামিও বানাইনি আর আমার বরাবরই কাগজের তৈরি অরিগামি করতে খুবই ভালো লাগে। প্রকৃতির সুন্দর সৃষ্টি হল প্রজাপতি।আর সেজন্যই আজকে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি বানিয়ে আপনাদের সাথে ভাগ করে নিলাম।আশা করি সকলের ভালো লাগবে।
উপকরণ
• গোলাপি রঙের কাগজ
• পেন্সিল
• স্কেল
• কাঁচি
• আঠা
প্রথম ধাপ
• প্রথমে একটি গোলাপি রঙের কাগজ, স্কেল, পেন্সিল, কাঁচি ,আঠা নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
• প্রথমে কাগজটিকে ১০সেন্টিমিটার মতো করে কেটে নিলাম।এবং কোনাকুনি ভাজ করে নিলাম।
তৃতীয় ধাপ
• এরপর যে বাকি অংশটা আছে সেটা কোনাকুনিভাবে কেটে নিলাম। তারপর কোনাকুনিভাবে ভাঁজ করে নিলাম।
চতুর্থ ধাপ
পঞ্চম ধাপ
•এরপর এমনভাবে ভাঁজ করলাম দেখতে ঠিক এরকম হবে।
ষষ্ঠ ধাপ
•কোনাকোনিভাবে ভাঁজ করে রাউন্ড মত করে দিলাম দুদিকে।
সপ্তম ধাপ
• এরপর একপাশটা ধরে দু দিকে এমন ভাবে ভাঁজ দিলাম।
অষ্টম ধাপ
• এরপর ডানার একটা পাশে আঠা দিয়ে দিলাম।
নবম ধাপ
• এইভাবে উপরের ভাঁজটা ধরে আঠা দিয়ে দিয়ে লাগিয়ে দিলে প্রজাপতি তৈরি।আর এই একই ভাবে আরো দুটো প্রজাপতি আমি বানিয়ে নিয়েছিলাম।
দশম ধাপ
• প্রজাপতি ফুলের উপর বসে আছে এরকম বোঝানোর জন্য নিজেই কিছু ফুল এবং পাতা এঁকে নিলাম ।
দশম ধাপ
• ব্যাস তৈরি হয়ে গেল রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি।


.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)


.jpeg)

আপনি একটি ফুলের চিত্র অঙ্কন করে তার নিচে কালার পেপার দিয়ে ডিজাইন করেছেন এটা সত্যিই একটি ইউনিক ডিজাইন হয়েছে এবং। আপনার চিত্র অঙ্কন এবং এরসাথে যে ডিজাইনটি বসেছেন তার প্রতিটি ধাপ ছিল স্পষ্ট অনেক সুন্দর হয়েছে এর জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রজাপতির অরিগ্যামি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন।সাথে করে উপস্থাপনকৃত বিষয়বস্তুসূমহ ছিলো গোছালো কথা কাজে এক ছিলো।
আপনার যথাযর্থ সাফল্য কামনা করছি।
বাহ! আপু খুবই সুন্দর হয়েছে তো রঙিন কাগজের অরিগ্যামিটি। ভিন্ন কালারের প্রজাপতিগুলো দেখতেও সুন্দর লাগছে। ফাইনালি ফুলের সাথে প্রজাপতি একসাথে অসাধারণ হয়েছে।
অভাবনিও একটি অরিগ্যাম সাথে সুন্দর অংকন সত্যি অনেক দারুন একটা ডাই পোস্ট ছিল এটি। খুব দক্ষতার সাথে সুন্দর গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ দিদি।
অনেক ধন্যবাদ দাদা আপনাকে।
রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা প্রজাপতির অরিগামি গুলো দেখতে সত্যিই অসাধারণ লাগছে দিদি। আর প্রজাপতি ফুলের উপর বসে আছে এটা বুঝানোর জন্য আপনি যে ফুলগুলো অঙ্কন করেছেন সেগুলোও দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি প্রজাপতি তৈরি করেছেন আপু। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন প্রতিটি ধাপ। আমার কাছে সব থেকে বেশি ভাল লেগেছে আপনার ফুল এঁকে প্রজাপতি তার উপর বসিয়ে দেয়ার জন্য।
অনেক সুন্দর হয়েছে তোমার বানানো প্রজাপতি।
রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামিটি অনেক সুন্দর হয়েছে আপু। খুব সুন্দর দেখাচ্ছে দেখতে প্রত্যেকটি ধাপ। সুন্দর উপস্থাপনা সাথে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে প্রজাপতি অরিগামি এটা দারুন ছিল। আপনি দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আসলে এগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং দক্ষতা লাগে আমার বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
নয়নতারা ফুলের পাশে প্রজাপতির অরিগামি খুব সুন্দর হয়েছে। রঙ্গিন কাগজ দিয়ে অরিগামি বানানো অনেকটাই কষ্টসাধ্য কাজ সে কাজটি আপনি খুব সহজেই সম্পন্ন করেছেন। ওরিগামি বানানো একটি সৃজনশীল কাজ বলে আমি মনে করি। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে অরিগামি বানানোর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।