DIY - এসো নিজে করি : মসুরের ডাল ও ডিমের খোসা দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি || ১০% 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

হ্যালো বন্ধুরা, 💕

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি মসুরের ডাল ও ডিমের খোসা দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। আশা করি আজকের ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে। এই ওয়ালমেটটি কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক।


20211030_213736.jpg

প্রয়োজনীয় উপকরন :

  • সাদা ও কালো কাগজ
  • মসুরের ডাল
  • ডিমের খোসা
  • পেন্সিল
  • আঠা
  • কাঁচি

20211030_214456.jpg

প্রস্তুতিকরণ :

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজের মধ্যে পেন্সিল দিয়ে একটি সুন্দর ফুল আর্ট করে নিলাম।

20211030_185757.jpg

ধাপ - ২

  • এরপর আমি পেন্সিলের দাগের উপরে আঠা লাগিয়ে নিলাম।

20211030_190247_mfnr.jpg

ধাপ - ৩

  • এরপর আমি আঠার উপরে আস্তে আস্তে করে মসুরের ডালগুলো লাগিয়ে নিলাম।

20211030_203550.jpg

ধাপ - ৪

  • এরপর আমি ফুলের কলি এবং পাতার মধ্যেও আঠা দিয়ে মসুরের ডাল গুলো লাগিয়ে নিলাম।

20211030_215438.jpg

20211030_203431.jpg

ধাপ - ৫

  • এরপর আমি ডিমের খোসা গুলো একটি বাটিতে নিয়ে ভালো করে ভেঙ্গে গুড়া করে নিলাম।

20211030_215353.jpg

ধাপ - ৬

  • এরপর প্রথমে আমি ফুলের কলির ভিতর আঠা লাগিয়ে গুঁড়ো করে রাখা ডিমের খোসা গুলো লাগিয়ে দিলাম।

20211030_203329.jpg

ধাপ - ৭

  • তারপর আমি আস্তে আস্তে করে ফুলের ভিতরে, পাতার ভিতরে আঠা দিয়ে গুড়ো করে রাখা ডিমের খোসা গুলো লাগিয়ে দিলাম।

20211030_203026.jpg

20211030_203140.jpg

ধাপ - ৮

  • এরপর আমি কালো কাগজ নিয়ে কাগজটিকে সমান চার বাজে ভাজ করে কেটে নিলাম । তারপর কাগজের উল্টোপিঠে ভালো করে আঠা লাগিয়ে ওয়ালমেট এর চারপাশে লাগিয়ে একটি ফ্রেম তৈরী করে নিলাম।

20211030_204752.jpg

20211030_215217.jpg

শেষ ধাপ

  • আর এভাবে আমি আস্তে আস্তে করে পুরো ওয়ালমেট তৈরি করলাম। দেখুন খুব সহজেই মসুরের ডাল ও ডিমের খোসা দিয়ে তৈরি হয়ে গেল সুন্দর একটি ওয়ালমেট। এরপর আমি ওয়ালমেটি দেওয়ালে ঝুলিয়ে দিলাম।

20211030_213736.jpg

20211030_215113.jpg

আশা করি আমার ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💕 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💕

Sort:  
 4 years ago 

মসুরের ডাল ও ডিমের খোসা দিয়ে সুন্দর একটি ওয়ালমেট খুবই সুন্দরভাবে আপনি অঙ্কন করেছেন। অনেক ইউনিক চিন্তাধারা নিয়ে নিজের দক্ষতা খাঁটিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট দেখতে পেলাম। খুব সুন্দর ভাবে পরিবেশন করেছেন। খুবউ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য

 4 years ago 

আপু,খুবই সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছেন। মসুর ডাল, ডিমের খোসা দিয়ে আপনি কিভাবে এত সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন?
আমি চিন্তা করেই পারছিনা। আপনার আইডিয়াটা আসলো কিভাবে?
ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।ধন্যবাদ আপু শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপু আপনার দক্ষতা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। ডিমের খোসা ও মুসুরের ডাল দিয়ে এত সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়, আমি কখনো ভাবিনি। আপনি সুন্দর ভাবে তৈরি করেছেন এবং ধাপে ধাপে উপস্থাপন ছিল অসাধারণ। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এতো সুন্দর মূল্যবান মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

কতটা সৃজনশীল মানুষ হলে এগুলো মাথা থেকে বের হয় আপনাকে দেখে বোঝা যাচ্ছে। কিছু ফেলনা জিনিস আর ডিমের খোসা দিয়ে নিমিষেই খুব সহজেই একটি ওয়ালমেট বানিয়ে ফেললেন। দেখতে খুবই চমকপ্রদ লাগছে। এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সামনে উপস্থাপন করার জন্য বিশেষ ধন্যবাদ আপনাকে। ❤️

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপু আপনার সৃজনশীলতা দেখে আমি কিন্তু মুগ্ধ। যেসব আমরা কখনো চিন্তাও করিনা আর আপনি কত সুন্দর ভাবে সেগুলো বানাচ্ছেন। অনেক অনেক সুন্দর হয়েছে আপনার এই কাজটি। ভালবাসা রইল আপু।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

বাহ্ খুবই ইউনিক একটি আইডিয়া। মসুর ডাল আর ডিমের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি ব্যাপারটি খুবই অসাধারণ। ওয়ালমেট টি সত্যিই খুব সুন্দর হয়েছে আপু। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এতো সুন্দর মূল্যবান মন্তব্যটি করার জন্য।

মসুরের ডাল ও ডিমের খোসা দিয়ে তৈরি ওয়ালমেটটি দেখতে অসাধারন হয়েছে।আপনার কাজে তুলা না হয় না।যাই তৈরি করেন তাই সুন্দর দেখায়।অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

বাহ বাহ কি আইডিয়া আপনার মসুরের ডাল আর ডিমের খোসা দিয়ে চমৎকার একটা ওয়ালমেট বানাইছেন। প্রসংশা পাওয়ার মতো একটি ওয়ালমেট হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য টি করার জন্য।

 4 years ago 

আপু কি দিয়ে কি বানিয়ে ফেললেন সত্যি অবাক হয়ে গেলাম। আপনি তো দিন দিন এমন এমন জিনিস তৈরি করে ফেলতেছেন দেখেই অবাক হয়ে যাচ্ছি। আপনার ধাপ গুলির ভিতর ৭ নাম্বার ধাপ টা খুব গুরুত্বপূর্ন ছিল বলে আমি মনে করি।

 4 years ago 

আপনাদের কাছে ভালো লেগেছে জেনে সত্যি খুব ভাল লাগলো। আর ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যটি করার জন্য

 4 years ago 

খুবই সুন্দর হয়েছে আপু,ওয়ালমেটটি।দারুণ আইডিয়া,একদম নতুনত্ব।দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114849.86
ETH 4196.84
USDT 1.00
SBD 0.59