DIY Project -(এসো নিজে করি)|| কাগজের ফুল তৈরি।
আজ - ২৯ ই শ্রাবণ | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কিভাবে খুব সহজেই কাগজের ফুল তৈরি করা যায়, সেটার সম্বন্ধে আমার আজকের পোস্টটি। তাহলে চলুন শুরু করা যাক -

ছবিঃ কাগজের তৈরি ফুল।
প্রয়োজনীয় উপকরণঃ
- কাঁচি ।
- আঠা।
- পেন্সিল কম্পাস ।
- কালার পেপার (লাল ও সবুজ)।
প্রস্তুত প্রণালীঃ
- প্রথমে লাল রংয়ের কাগজ নেব। কাগজের মধ্যে কম্পাস দিয়ে একটি বৃত্ত অঙ্কন করবো।
![]() |
![]() |
- কাগজের বৃত্তকরা অংশটিকে কেটে নিব।
![]() |
![]() |
- গোল কাটা অংশটির মাঝ বরাবর একটি দাগ কেটে নেব।
- মাঝ বরাবর দাগ কাটা অংশটি কে কেটে দুই ভাগ করে নেব।
![]() |
![]() |
- অর্ধবৃত্তাকার কাটা অংশটি দিয়ে কোণ তৈরি করে নিব। একটি ফুলের জন্য বেশ অনেকগুলোই কর্ন তৈরি করতে হবে।
![]() |
![]() |
- কর্ন গুলোকে আঠা দিয়ে একটি ফুলের মত তৈরি করবো নিচের ছবির মতো করে।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
- ফুল তৈরির পর এবার ফুলের জন্য ডাটা ও পাতা তৈরির পালা। ফুলের ডাটা তৈরীর জন্য একটি সবুজ রঙের কাগজ কেটে নিব। কাগজ দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডাটা তৈরি করে নেব। ঠিক ছবির মতো করে।
- এরপর পাতা তৈরি করে নেব।
![]() |
![]() |
- পূর্বে তৈরি করা ফুলটি সাথে ডাটা ও পাতা আঠা দিয়ে জুড়ে দিবো।
ব্যস তৈরি হয়ে গেল কাগজের কদম ফুল।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
সকলকে ধন্যবাদ।
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
অনেক সুন্দর হয়েছে ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য।
সাধারণ এর মধ্যে অসাধারণ কিছু। অনেক সুন্দর হয়েছে । ধন্যবাদ ভাইয়া
বাহ,আপনি তো সুন্দর ফুল বানাতে পারেন দাদা।সত্যি, আপনার ফুল বানানো দেখে আমি আর ও উৎসাহিত হলাম।ধন্যবাদ আপনাকে।
সুন্দর বানিয়েছেন ভাই ।শুভেচ্ছা রইল আপনার জন্য।
চমৎকার ভাই, আপনার মাথায় যে এতো বুদ্ধি আগে জানতাম না। খুব সুন্দর হয়েছে, দেখতে বেশ আকর্ষনীয় লাগছে। ধন্যবাদ
বাহ্ চমৎকার হয়েছে ভাইয়া। শুভ কামনা।
স্কুল লাইফে এসব তৈরি করতাম। খুব সুন্দর হইছে।
ভাই আপনার কাগজের ফুল টি অসাধারণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া কাগজের ফুল দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর ক্রিয়েশন ভাই।
খুব সুন্দর হইছে ভাই,আপ্নার পরিস্রম 🤗সারথক হোক😍