ককশিট এবং রঙিন কাগজ ব্যবহার করে কার্গো শিপ তৈরি পদ্ধতি || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য
সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও হিন্দু ভাই বোনদের জন্য আদাব ও অন্যান্য ধর্মালম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ।
আমার প্রিয় আমার বাংলা ব্লগের ভাই ও বোনেরা আজকে আমি ককশিট এবং রঙ্গিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি কার্গো জাহাজ কিভাবে তৈরি করা যায় তা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক ।
উপকরণ :
১. ককশিট ।
২. রঙ্গিন কাগজ ।
৩. গ্লু গান ।
৪. আঠা ।
৫. এন্টি কাটার ।
৬. কাঁচি ।
৭. স্কেল ।
২৮×১৪ সেন্টিমিটার এভাবে দুইটি ককশিটের পিস কেটে নিতে হবে ।
এবার ককশিটের টুকরো দুটো এভাবে একত্রে গ্লু গান এর সাহায্যে আটকে দিতে হবে ।
২৮×৩ সেন্টিমিটার এভাবে দুই টুকরো ককশিট কেটে নিতে হবে ।
ককশিটের টুকরো দুটির মাথা এভাবে গ্লু গান এর সাহায্যে আটকে নিতে হবে ।
এবার জুড়ে দেয়া ২৮×৩ সেন্টিমিটার এর টুকরো টি ২৮×১৪ সেন্টিমিটার আগের জুড়ে দেয়া ককশিট টির উপরে গ্লু গান এর সাহায্যে এভাবে আটকে দিতে হবে ।
এবার জাহাজের কাঠামো আনার জন্য ককশিটের দুই পাশের বাড়তি টুকরোগুলো সুন্দরভাবে এন্টি কাটার দিয়ে কেটে নেই ।
এবার চারপাশে রঙিন কাগজ আঠা দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে ।
৫×৩ সেন্টিমিটার এর দুইটি ৩×২.৫ সেন্টিমিটার এর দুইটি করে মোট চারটি টুকরো এন্টি কাটার দিয়ে কেটে নিতে হবে ।
এবার গ্লু গান এর সাহায্যে এভাবে চারটি টুকরোকে জুড়ে দেই এবং রঙিন কাগজ ব্যবহার করে জানালা ও দরজা তৈরি করে দিয়ে ঘরের কাঠামো তৈরি করে নেই ।
১২×৯ সেন্টিমিটার ককশিট কেটে নেই এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য চারপাশে এভাবে রঙিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে ছাদ তৈরি করে নেই ।
এবার বানিয়ে নেয়া ছাদ টি পূর্বের বানানো ঘরের কাঠামোর অংশটির উপর গ্লু গান এর সাহায্যে লাগিয়ে দেই ।
এবার বানানো ঘরটি পূর্বের বানানো জাহাজের কাঠামোর পিছনের দিকে গ্লু গান এর সাহায্যে আটকে দেই ।
৯×৫ সেন্টিমিটার করে দুইটি ৩×২.৫ সেন্টিমিটার করে দুইটি মোট চারটি ককশিটের টুকরো কেটে নেই। তারপর টুকরো চারটি পূর্বের বানানো ঘরের মতো করে আবার বানিয়ে নেই এবং রঙিন কাগজ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে দেই ।
অতঃপর বানানো ঘরটি পূর্বের জাহাজে বসানো ঘরটির উপরে গ্লুগান এর সাহায্যে বসিয়ে দেই ।
আবারও কিছু রঙিন কাগজ এভাবে রোল করে নেই এবং ছোট্ট একটি পতাকা বানিয়ে নেই ।
এবার বানিয়ে নেয়া রঙ্গিন কাগজের রোলগুলো জাহাজের সামনে গ্লু গান এর সাহায্যে আটকে দেই রেলিং এর মত করে । এবং বানিয়ে নেয়া ছোট্ট পতাকাটি জাহাজের একেবারে পিছনের দিকে গ্লু গান এর সাহায্যে লাগিয়ে দেই । এভাবেই তৈরি হয়ে গেল আমার বানানো কারগো জাহাজ টি ।
আশা করি আমার বানানো জাহাজটি সকলের কাছে ভাল লাগবে । আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন । আপনাদের সহযোগিতাই হবে আমার আগামী দিনের অনুপ্রেরণা। আমি যেন আগামীতে আরও সুন্দর সুন্দর পোস্ট আপনাদের মাঝে উপহার দিতে পারি । ধন্যবাদ সবাইকে ।
















নানা রকম ফুল আর ওয়ালমেট এর ভিড়ে আপনার তৈরি কার্গো জাহাজ আমাদের কমিউনিটি তে ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। কর্কশীট দিয়ে দারুন এক কার্গো শিপ বানিয়েছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু আমার তৈরি কার্গো শিপটি আমাদের কমিউনিটি তে ভিন্ন মাত্রা এনে দিয়েছে জানতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে । দোয়া করবেন আমি যেন আরো ভিন্ন মাত্রার কিছু উপহার দিতে পারি ।
😆 মন্তব্য করার আগে ভাইয়া না আপু একটু দেখে নেবেন
অনেক সুন্দর একটি কার্গো শিপ তৈরি করেছেন। আমিতো প্রথমে দেখে সত্যি সত্যি ভেবে ছিলাম। ককশিট দিয়ে এত সুন্দর ভাবে তৈরি করেছেন তা দেখে বোঝাই যাচ্ছে না। পুরো পোস্ট অসাধারণ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মধ্যে এত সুন্দর একটি কার্গো শিপ উপস্থাপন করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্য জানতে পেরে নিজের কাছে মনে হচ্ছে আমার পরিশ্রম টি সফল হয়েছে । আমাকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আমি যেন আগামীতেও ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি ।
আপনার জাহাজটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। চমৎকারভাবে বানিয়েছেন জাহাজটি। আশা করবো আপনি এইধরনের আরো সুন্দর সুন্দর পোষ্ট আমাদেরকে উপহার দেবেন। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ , আমার তৈরি জাহাজটি আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম । আমাকে দোয়া করবেন ভবিষ্যতেও আমি যেন আরো নিত্যনতুন পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি ।