DIY ~এসো নিজে করি:" রঙ তুলির সাহায্যে পুস তৈরি করি"

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @jannat0499
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।

1000102351-01.jpeg

আজকে আমি আপনাদের সামনে একটা অন্য রকম কিছু নিয়ে হাজির হয়েছি।ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন।হা, আজকে আমি পুস বানিয়েছি।পুস বর্তমানে সবার মনে জায়গা নিয়ে বসে আছে। পুস যেভাবে আমাদের সাফল্যে নিয়ে গেছে। এখন আমাদের সবার প্রিয় কয়েন হয়ে গেছে।পুস কে নিয়েই আজকে আমি (এসো নিজে করি) ইভেন্ট এ অংশগ্রহণ করছি।তাহলে কথা না বলে চলেন দেখাই, কিভাবে আমি রঙ তুলি দিয়ে পুস আঁকিয়েছি।

IMG_20241007_214949.jpg

প্রয়োজনীয় উপকরণ :

১. প্যাস্টেল রঙ
২. পেন্সিল
৩. পেন্সিল রঙ
৪.কাগজ
৫.কালো মার্কার কলম
৬.পেন্সিল

বিবরণ :

ধাপ -১

IMG_20241007_204045.jpg

প্রথমে আমি কলম দিয়ে পুস এর মাথা এবং চোখ আঁকিয়ে নিলাম।

ধাপ -২

IMG_20241007_203739.jpg

এবার হাত, পা সহ পুরো পুস কেই পেন্সিল দিয়ে আঁকলাম। গায়ে চাদর আছে বুঝাতে চাদর আঁকলাম।

ধাপ-৩

IMG_20241007_204248.jpg

এবার প্যাস্টেল রঙ এর হাল্কা মাটি কালার রঙ দিয়ে মুখ, কান এবং চোখ আঁকিয়ে নিলাম।

ধাপ-৪

IMG_20241007_204420.jpg

এবার পেন্সিল রঙ (হাল্কা খয়েরি) দিয়ে পুস এর মুখের দাগ গুলো আঁকলাম। কানের ভিতরে গোলাপি রঙ দিলাম।নাকও রঙ করলাম এই একই রঙ দিয়ে।

ধাপ-৫

IMG_20241007_204532.jpg

এবার পেন্সিল দিয়ে পুরো মুখ বর্ডার দিলাম।গায়ের চাদর রং করে নিলাম নীল রঙ দিয়ে।

ধাপ-৬

IMG_20241007_204641.jpg

এবার পুস এর গলার লকেট আঁকলাম এবং বর্ডার দিয়ে নিলাম পেন্সিল দিয়ে।

ধাপ-৭

IMG_20241007_204855.jpg

এবার হাত, পা, লেজ, পেট সব রঙ করে নিলাম।গায়ের চাদর পুরো আঁকালাম।

ধাপ-৮

IMG_20241007_205028.jpg

পুরো পুস বর্ডার দিয়ে দিলাম।পায়ের নিচে কয়েন আছে বুজাতে কয়েকটি গোল করে আঁকলাম। সাদা রং দিয়ে মুখের লোম আঁকলাম।

শেষ ধাপ-

1000102347-01.jpeg

সব কিছু কালো কলম দিয়ে বর্ডার দিলাম।নিজের সাইন দিয়ে নিলাম।অবশেষে এটাই বলব পুস আমাদের নিজেদের কয়েন।যথাসম্ভব আমাদের নিজেদের কাছে রাখা উচিত।কারণ এটা আমাদের ভবিষ্যতে অনেক দূরে নিয়ে যাবে।
আজ এখানেই শেষ করছি। আবার অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
🌷আল্লাহ হাফেজ🌷

banner-abbVD-1.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ধরণআর্ট পোস্ট 🖼️
মডেলnote-9
ক্যাপচার@jannat0499
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

IMG_20211011_092535.jpg
আমি মোছা: জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সদরে বসবাস করি। আমি একজন সৃজনশীল মানুষ ।ছবি আঁকতে, নতুন কিছু বানাতে আর সময় পেলে ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।অবসর সময়ে আমি রঙ তুলি নিয়ে বসে যাই নতুন উদ্ভাবনায়।বই পড়তে আমার খুবই ভালো লাগে বিশেষ করে উপন্যাস।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাইআমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼
Sort:  
 last year 

রং তুলির সাহায্যে অসাধারণ একটি পুস কয়েনের আর্ট তৈরি করেছেন আপনি। আর্টটি দেখতে খুবই সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন টাও বেশ চমৎকার হয়েছে। আপনারা আর্ট দেখে বোঝাই যাচ্ছে আপনি অনেক এক সময় নিয়ে এবং অনেক দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু।

 last year 

স্বাদুবাদ।

 last year 

ওয়াও, খুবই চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন। পুস এর এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার ফিনিশিং একদম পারফেক্ট হয়েছে। আপনার আর্ট দেখেই বুঝা যাচ্ছে অনেক সময় নিয়ে সম্পূর্ণ আর্ট শেষ করেছেন। পুস কে দেখতে খুবই কিউট দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত চমৎকার একটি পুস এর আর্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ওরে বাবা মারাত্মক প্রতিভা আপনার।একদম হুবহু আমাদের পুসের লোগোর মতো হয়েছে।অনেক ভালো আর্ট করতে পারেন আপনি।বিশেষ করে আজকে এই পুসের আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।এক কথায় দুর্দান্ত আট করেছেন আপনি।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year (edited)

রঙ তুলির সাহায্যে পুস তৈরি করি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দরভাবে আমাদের সবার প্রিয় এই পুসের লোগো তৈরি করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার দক্ষতা থেকে মুগ্ধ হলাম।আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ। আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

রঙ তুলির ছোঁয়াতে কিন্তু দারুন একটি আর্ট করেছেন। তাও আবার আমাদের প্রিয পুষ। আপনি বেশ দারুন করে পুষ আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

প্রথমে দেখে ভেবেছিলাম এটা হয়তো ডিজিটাল আর্ট। কিন্তু এ দেখি হাতে করা আর্ট। অসাধারণ হয়ৃছে আপু। puss কে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন নিজের আর্টের মাধ্যমে। চমৎকার লাগছে আর্ট টা। সবমিলিয়ে বেশ ভালো ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

 last year 

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 last year 

রঙ তুলির সাহায্যে আপনি কি দারুণ পুস তৈরি করে দেখালেন। সত্যিই আপনার প্রতিভা প্রশংসনীয়। আমিও ক্লে দিয়ে পুস তৈরি করার চেষ্টা করেছি। কিন্তু আপনার মতে এত সুন্দর হয়নি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

রং তুলি দিয়ে অঙ্কন করা পুস এর এই আর্ট আমার অনেক পছন্দ হয়েছে। আপনি খুবই দারুণভাবে এই আর্টটি সম্পূর্ণ করেছেন। আমাদের সবার ভালোবাসার পুস কে দেখতে সত্যি খুবই কিউট লাগছে। কালার কম্বিনেশনটা তো অসম্ভব দারুন ছিল। যা দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। পুরোটা তিনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে অংকন করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 last year 

আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর মন্তব্য দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 101878.12
ETH 3386.32
USDT 1.00
SBD 0.56