DIY-ফোনের ব্যাকলুক কাস্টমাইজেশন(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম, এবিবি-বাসী আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

বলে রাখা শ্রেয়,আইডিয়াটা আমার মাথায় আসেনি।আমার বন্ধু নাঈম কাজটি করে স্টোরিতে দিয়েছিল আর ওর স্টোরিটা দেখে আমার ভালো লেগেছিল।তো সেই ভালো লাগা থেকেই কাজটা করেছিলাম।খুবই সিম্পল একটা কাজ,জাস্ট একটু সময় আর নিজের খেয়াল-খুশির প্রয়োগই যথেষ্ট।
তো চলুন শুরু করি-
প্রয়োজনীয় উপকরণঃ- A4 পেপার
- পেন্সিল
- রাবার
- কালার বলপেন(জেলপেন হলে ভালো হয়)
- কাচি
- ব্লেড

আগেই বলেছি খুবই সিম্পল একটা কাজ, সো প্যারা খাওয়ার কোনো ম্যাটার নেই।জাস্ট কাটা,লেখা আর সেট করা।
ধাপ-১ঃ
ফোনের ব্যাককভারটার মাপে কাগজ কেটে নিয়েছিলাম আর সেখান থেকে ক্যামেরা আর ফ্ল্যাশ লাইটের জায়গাটাও কভার থেকে মাপ নিয়ে কেটেছিলাম।
ধাপ-২ঃ
এবার নিজের ইচ্ছামতো কিছু লেখা কেটে নেওয়া কাগজটার উপর আগে পেন্সিল দিয়ে লিখেছিলাম আর তারপর কালো পেন দিয়ে লিখেছিলাম।
ধাপ-৩ঃ
এবার নিজের ইচ্ছামতো পেন দিয়ে লেখাগুলো কালার করেছিলাম।
ধাপ-৪ঃ
এটা না করলেও চলতো।আমার কাছে পুরো সাদা ভালো লাগছিলোনা জন্য পেন্সিল দিয়ে কাগজটাতে রঙ করেছিলাম।
পুরা কাজ শেষ। খুব সিম্পল না?হ্যাঁ আসলেই।এটা সিম্পল, আপনারা চাইলে আরো সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন।কালার পেপার ইউজ করতে পারেন,জেল পেন ইউজ করতে পারেন,গ্লিটার ইউজ করতে পারেন।মানে নিজের ইচ্ছা আর রুচির বহিঃপ্রকাশ আরকি।
ও হ্যাঁ, একটা কথা বলি-সেটা হচ্ছে ফোন কেনার সময় সাথে যে ট্রান্সপারেন্ট ব্যাককভারটা ফ্রি দেয় সেটার ভেতর এটা ইউজ করতে হবে নাহলে তো দেখা যাবেনা বাহিরে থেকে।
এই কভারটা ফেলে রেখেছিলাম,তাই হলুদ হয়ে গেছে।নতুন অবস্থায় থাকলে দেখতে ভাল্লাগতো আরো।আর আমার কাছে একটা ফোনই ছিল,তাই ফোন কভার লাগিয়ে ছবি তুলতে পারিনি।আশা করি,আপনাদের কাছে ভালো লাগবে।
সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।
©@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.12/09/22
আপনি ঠিক বলেছেন ভাইয়া এটা আসলেই খুব সিম্পল। কিছুদিন আগে আমিও মোবাইলের কভারের একটি ডিজাইন শেয়ার করেছিলাম। কিন্তু আমি এইভাবে কাগজ দিয়ে করিনি। কিন্তু এভাবে করলে মনে হয় ইচ্ছেমতো একেকবার একেক ডিজাইন দেওয়া যায়। আমি অবশ্য পেইন্টিং করেছিলাম কভারের উপর।
এই কাজগুলোর সৌন্দর্যের কোনো লিমিট নেই আপু।যার চিন্তা-ধারা এবং কলাকৌশল যত উন্নত সে এই কাজগুলোতে ততই সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে।
অনেক সুন্দর হয়েছে।আর পদ্ধতি টাও অনেক সহজ।এরকম কয়েকটা বানিয়ে রাখলে প্রতিদিনই নতুন নতুন লুক পাওয়া যাবে।ধন্যবাদ শেয়ার করার জন্য।
এটা কিন্তু ঠিক বলেছেন।বিষয়টা করকে মন্দ হয়না।ধন্যবাদ ভাইয়া🥰