DIY(এসো নিজে করি-বিশেষ ক্রিসমাস সপ্তাহ)ক্রিসমাসের ছবি অংকন।১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।
ড্রয়িং খাতা
পোস্টার রঙ
রঙের ট্রে
তুলি
পানি
আমি উপরের দিক রঙ করার সাথে সাথে নিচের দিকেও নীল রঙ করলাম। গোল আকার করে আমি নীল রঙ করে নিয়েছি।
|  |  | 
|---|
নীল রঙ করার পর আমি কালো রঙ করে নিলাম। কালো আর নীল রঙ একসাথে মিশিয়ে নিলাম।
|  |  | 
|---|
তারপরে আমি আকাশী রঙ নিলাম। আকাশী রঙ নিয়ে আমি নিচের দিকের অংশে রঙ করতে থাকলাম। এইভাবে আমি সবটা রঙ করে নিলাম।
আমি আকাশী আর নীল রঙ দিয়ে ভালোভাবে রঙ মিশিয়ে পুরোটা রঙ করে নিলাম।
|  |  |  | 
|---|
এরপরে আমি মাঝের অংশে একটি চাঁদ একে নেবো। এজন্য আমি সাদা রঙ তুলিতে নিয়ে নিলাম। তারপরে গোল করে একটি চাঁদ একে নিলাম।
|  |  | 
|---|
এরপরে আমি সাদা রঙ তুলিতে নিলাম। তুলিতে নেয়ার পর আমি নিচের দিকে কিছুটা পরিমাণ জায়গায় সাদা রঙ করলাম। মূলত এটি বরফে ঢেকে থাকা একটি রাস্তা।
|  |  | 
|---|
এরপরে আমি অন্য একটি তুলি নিলাম, আর লাল-কমলা রঙ নিলাম। এই রঙ দিয়ে আমি একটি ঘর একে নিলাম। ঘরের চালে সাদা রং করে নিলাম।

এইবার আমি কালো রঙ নিলাম। কালো রঙ দিয়ে চাঁদের সামনে একজন স্যান্টা ক্লজ এর ছবি একে নিলাম। ৩ টি হরিণের গাড়ি চড়ে উড়ে যাচ্ছে এরকম করে একে নিলাম।
|  |  |  | 
|---|
এরপরে আমি গাছের ছবি আকলাম। এজন্য আমি সবুজ রঙ নিলাম। সবুজ রঙ দিয়ে সেই বরফে ঢাকা রাস্তার পাশে কয়েকটি গাছ একে নিলাম। ঘরের পিছনে এবং আশেপাশেও কয়েকটি গাছ একে নিলাম।
|  |  | 
|---|
|  |  | 
|---|
এরপরে আমি তুলিতে সাদা রঙ নিলাম। সাদা রঙ দিয়ে আকাশে কিছু তারা একে নিলাম। এর পাশাপাশি গাছের উপরে তুষার বা বরফ পড়ে আছে এরকম করে একে নিলাম।
|  |  | 
|---|
| এইযে সবাই দেখলেন তো একটি স্যান্টা ক্লজ এর ক্রিসমাস দিনের চিত্র একে নিলাম। আশা করি আপনাদের সবার কাছেই আমার আজকের এই পেইন্টিং খুবই ভালো লাগবে। | 
|---|
সবার সুস্থতা কামনা করছি। সবাই সবার আপনজনদের নিয়ে ভালো থাকবেন।  
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)










অনেক ধন্যবাদ ভাইয়া
অনেক সুন্দর একটি ড্রয়িং শেয়ার করেছেন আপু। সান্তা ক্লজের গিফট নিয়ে আসার দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর লাগছে আকাশটি দেখতে। গাছপালা সবকিছু বরফ দিয়ে ঢাকা রয়েছে যা দেখতে একদম আসল মনে হচ্ছে। পুরো দৃশ্যটি মনে হচ্ছে ফটোগ্রাফি করা এতটাই নিখুঁত হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ড্রইং শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।
এটা আসলে বিশ্বাস করার মতো কোনো পেইন্টিং না। বেশি বোঝার কোন উপায় নাই যে এটা হাত দিয়ে তৈরি করা হয়েছে।
আসলে মনের রং সুন্দর না হলে কখোনই পেইন্টিং দিয়ে সুন্দর কাজ করা যায় না কিংবা রং দিয়ে সুন্দর পেইন্টিং করা যায় না।
একদম পার্ফেক্ট রং ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি পৃষ্ঠায় সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সত্যিই মুগ্ধ কর কিছু উপহার দিলেন
সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
আপনার ক্রিসমাসের ছবি অংকন টি আমার কাছে খুবই সুন্দর লেগেছে ।খুব সুন্দর করে আপনি অঙ্কন করেছেন ।দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন যা আপনার পোস্টটিকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অঙ্কন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামত ভাগ করে নেয়ার জন্য।
খুবই সুন্দর ভাবে ক্রিসমাসের ছবি অঙ্কন করেছেন আপু। আপনি প্রত্যেকটি ধাপ খুবই সুন্দরভাবে বর্ণনা করতে সক্ষম হয়েছেন। ব্যক্তিগতভাবে আমার কাছে এই ছবিটি খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে
বিশেষ ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে ক্রিসমাসের ছবি অঙ্কন করেছেন। দারুণভাবে খুবই ভালো লাগলো আপু। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আর আপনার অংকন বরাবরই খুবই ভালো লাগে। আজকেরটা ব্যতিক্রম ছিল না। আপনার জন্য শুভ কামনা রইল। অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে চিত্রটিঅনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত ভাগ করে নেয়ার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া
ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে আপনি অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন। তার প্রশংসা না করে পারলাম না খুবই ভালো লেগেছে। এবং প্রতিটি ধাপ আমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া,সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
ক্রিসমাস নিয়ে কোনো কাজের বিশেষত্ব হলো লাল বা মেরুন রংয়ের একটি স্পর্শ থাকবে এবং সেখানে বরফ নিয়ে খেলা হবে। আর এই দুইটি জিনিস আপনার ছবিটা খুব সুন্দর ফুটে উঠেছে। বরফ বা তুষারপাত যেটাই বলি খুব সুন্দর লাগছে দেখতে।
অনেক ধন্যবাদ দিদি,সবসময় পাশে থাকার জন্য।