রঙিন কাগজের সুন্দর একটি ফুল তৈরি
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ। ২৮শে ডিসেম্বর রোজ শনিবার। আজ আমি নতুন একটি ডাই পোস্ট আপনাদের সামনে শেয়ার করবো ।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল কিভাবে তৈরি করেছি তা শেয়ার করবো। রঙিন কাগজের যে কোন জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। রঙিন কাগজের এই সুন্দর ফুল গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আজ আমি খুব অল্প সময় হাতে নিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছি। আশা করি আমার আজকের রঙিন কাগজের ফুলটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রঙিন কাগজের সুন্দর একটি ফুল তৈরি।
১. নীল রঙিন কাগজ
২. সবুজ রঙিন কাগজ
৩. আঠা
৪. কাঁচি
৫. রাবার
৬. পেন্সিল
ধাপ ১
প্রথমে ফুল তৈরি করার জন্য আমি নীল রঙিন কাগজ নিয়ে নেই। এরপর রঙিন কাগজ সাইজ মতো কেটে নেই চারটি।
ধাপ ২
রঙিন কাগজের সাইজ ছোট কেটে নেওয়ার পর ত্রিভুজ আকৃতির মতো করে দুই বার ভাঁজ করে নেই।
ধাপ ৩
ত্রিভুজ আকৃতির মতো ভাঁজ করে নেওয়ার পর পেন্সিল দিয়ে ফুলের পাপড়ি এঁকে নেই। এরপর কাঁচি দিয়ে ভালো করে চারটি ফুলের পাপড়ি কেটে নেই।
ধাপ ৪
ফুলের পাপড়ির ভাঁজ গুলো খুলে নেওয়ার পর ছবিতে দেখার মত করে কাঁচি দিয়ে কেটে নেই সুন্দর ফুল তৈরি করার জন্য।
ধাপ ৫
এরপর পাপড়ি গুলো আটার সাহায্য সুন্দর ভাবে একটি আরেকটির মধ্যে লাগিয়ে নেই।
ধাপ ৬
ফুল তৈরি করে নেওয়ার পর সবুজ কাগজ নিয়ে নেই। এরপর কাঁচির মাধ্যমে সবুজ কাগজ চিকন করে কেটে নেই । এরপর হাত দিয়ে একটি রোল তৈরি করে নেই।
ধাপ ৭
সবুজ কাগজ ছোট করে কেটে নিয়ে পেন্সিল দিয়ে পাতা এঁকে নেই। এরপর কাঁচি দিয়ে কেটে নেই।
ধাপ ৮
দুটি পাতা বানিয়ে দেওয়ার পর আঠা দিয়ে পাতা দুটো রোলের মধ্যে লাগিয়ে নেই। এরপর রঙিন নীল কাগজের সুন্দর ফুলটি আঠা দিয়ে লাগিয়ে নেই।
আশা করি আমার আজকের ডাই পোস্ট টি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করব নতুন কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে। আজ এই পর্যন্তই বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই পোস্ট |
---|---|
ক্যামেরা | OPPO F11 |
পোস্ট তৈরি | @bobitabobi |
লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। ফুলটি নীল রং তৈরি করেছেন সুন্দর লাগছে তবে লাল হলে হয়তো বেশি ভালো লাগতো। সুন্দর একটি ফুল তৈরি করার প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জি আপু লাল হলে অনেক ভালো হতো। তবে আমার কাছে লাল কাগজ নেই। ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজের ফুল তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। রঙিন কাগজের ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। ফুল তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
বর্তমান সময়ে রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রঙিন কাগজের সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল টি তৈরি করেছেন। ফুল টি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। এই ফুল তৈরি করার ধাপগুলো দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু আপনি। ফুলটি দেখতে অনেক চমৎকার হয়েছে। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। রঙিন কাগজের সুন্দর ফুলের পোস্টটি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ আপনি তো দুই কালারের রঙিন কাগজ দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন। সত্যি আপনার বানানো রঙিন কাগজের ফুল দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।এই ফুল ঘরের মধ্যে সাজিয়ে রাখলে বা কাউকে গিফট করলে সে অনেক খুশি হবে। এবং কাগজের ফুলের চমৎকার পাতাও পাপড়ি বানিয়ে ফুল তৈরি করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ফুলের স্টিকটি দেখতে বেশ চমৎকার লাগছে। রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করে দেখতে অনেক ভালো লাগে। ফুল তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অসাধারণ আপু আপনি আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে খুবই যত্নের সাথে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তারোই ধারাবাহিকতায় আপনার এই ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।