কাগজ দিয়ে নকশা তৈরি।।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। কাগজ দিয়ে নকশা তৈরি।। ছোটবেলায় দেখতাম ডিজাইনগুলো বিভিন্ন রঙিন কাগজ দিয়ে বানিয়ে সবাই তাদের ঘর ডেকোরেশন করত ।জন্মদিন বিয়ের অনুষ্ঠান সব জায়গাতেই ফুলের ছড়াছড়ি ছিল ।কিন্তু এখন আর এগুলো খুব একটা দেখা যায় না।রঙ্গিন কাগজ দিয়ে জিনিসপত্র তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় । খুব একটা সময় পাইনা তাই বেশি একটা করা হয় না। তাও যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এটি দেখতে খুব আকর্ষণীয় লাগছে আমার কাছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে । কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন

তাহলে শুরু করা যাক

IMG-20230726-WA0001.jpg

IMG-20230726-WA0004.jpg

এটি বানাতে আমার যা যা প্রয়োজনঃ
  • সাদা কাগজ।
  • কেচি।
  • পেন্সিল
প্রথম ধাপ:
  • প্রথমে আমি কাগজের মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নেব।

GridArt_20230726_184633491.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর আমি আরও দুটি ভাজ দিয়ে দেবো মাঝখান বরাবর।

GridArt_20230726_184650226.jpg

তৃতীয় ধাপ:
  • এরপর কোনাকুনি ভাবে একটি ভাজ দিয়ে নেব।
    এরপর আমি কোনাকুনিভাবে আরও একটি ভাঁজ দিয়ে নেব।

GridArt_20230726_184711202.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর আমি নিজের পছন্দমত একটি ডিজাইন একে নেব পেন্সিল দিয়ে।

IMG-20230726-WA0005.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর কিছু দিয়ে আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করে আমি ডিজাইনটি কেটে নেব।

IMG-20230726-WA0000.jpg

সর্বশেষ ধাপ:
  • কাটা হয়ে গেলে, আমি আস্তে আস্তে ডিজাইনটি খুলে নেব খেয়াল রাখতে হবে যাতে ছিড়ে না যায়।

IMG-20230726-WA0006.jpg

IMG-20230726-WA0001.jpg

IMG-20230726-WA0004.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে নকশা তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যদিও এই ধরনের নকশাগুলো তৈরি করতে খুব কম সময়ের প্রয়োজন হয় কিন্তু এগুলো দেখতে অনেক ভালো লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কাগজের নকশাটি দেখতে খুব সুন্দর লাগছে আপু।এ ধরনের নকশা করে সাজিয়ে রাখলে দেখতে দারুন লাগে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপু। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা নকশা গুলো দেখতো আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কাগজের নকশাটি আমার কাছে খুব ভালো লেগেছে। এ ধরনের নকশাগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপু দারুন একটি ফুল বানিয়েছেন। ফুলের কাটিং এত চমৎকার হয়েছে যে কোথাও কোন কমবেশ নেই। তাছাড়া ফুলের ডিজাইন টা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমিও মাঝে মাঝে এভাবে কাগজ অথবা রঙ্গিন কাগজ দিয়ে ফুল বানাই।

 2 years ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে আপনি কোলের নকশা তৈরি করেছেন দেখেই তো আমি হতবাক হয়ে গেছি। এই ধরনের নকশা তৈরি করতে হলে অনেক সৃজনশীল এবং ধৈর্যের প্রয়োজন যেটা আপনার মধ্যে পরিপূর্ণ রয়েছে।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে নকশা তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপু এর আগেও চমৎকার চমৎকার নকশা তৈরি করে শেয়ার করেছিলেন। আপনার পোস্ট গুলো সব সময়ই ভালো লাগে। এধরনের কাজ গুলো খুব সতর্কতার সাথে করতে হয়। একটু ভুল হলেই পুরো কাজটি নষ্ট হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে আপনি কোলের নকশা তৈরি করেছেন দেখেই তো আমি হতবাক হয়ে গেছি। এই ধরনের নকশা তৈরি করতে হলে অনেক সৃজনশীল এবং ধৈর্যের প্রয়োজন যেটা আপনার মধ্যে পরিপূর্ণ রয়েছে।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ্ আপু আপনি কাগজের খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন।দেখতে জাস্ট চমৎকার লাগছে।প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করেছেন এজন্য।

 2 years ago 

আগে বিয়ে বাড়ি সাজানো মানেই রঙ্গিন কাগজ কেটে ফুলের ডিজাইন দিয়ে । কিন্তু এখন তা আর ব্যবহার করা হয় না। তবে কাগজ কেটে বিভিন্ন ডিজাইনের ফুল তৈরি করতে ও দেখতে ভালো লাগে। আপনার তৈরি করা ফুলের ডিজাইনটি বেশ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ ডিজাইনটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111007.06
ETH 4303.44
SBD 0.82