রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের রিভিউ

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আইপিএলের ৬২ তম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের টসে জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তবে ব্যাটিংয়ে নেমে রয়াল চ্যালেঞ্জার্সের শুরুটা খুব একটা ভালো হয়নি তারা ৩৬ রানের ভেতরে ডুপ্লেসিস এবং বিরাট কোহলির উইকেট হারিয়ে ফেলে তারপরই বেঙ্গালুরুর উইল সেক্স এবং রজত পাতিদার ৮৮ রানের দারুন একটি পার্টনারশিপ গড়ে তোলেন। রজত আউট হওয়ার আগে ৩২ বলে ৫২ রানের দারুণ একটি ইনিংস খেলেন। এরপরে ক্যামেরুন গ্রীন বাদে রয়েল চ্যালেঞ্জার্স এর আর কোনো ব্যাটসম্যান তেমন কোনো রান করতে পারেনি। রয়েল চ্যালেঞ্জার্স শেষ পর্যন্ত ২০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করতে সমর্থ হয়।


Screenshot_20240514_223025.jpg

স্ক্রিনশট নেয়া হয়েছে Omega Tech চ্যানেল থেকে

জবাবে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটাল শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এক পর্যায়ে ৯০ রানে তারা ৬ উইকেট হারিয়ে ফেলে। যদিও দিল্লি ক্যাপিটালস এর ওভেনার জ্যাক ফ্রিজার দারুন আক্রমণাত্মকভাবে শুরু করেছিলেন কিন্তু তিনি দ্রুত আউট হয়ে যান। আউট হওয়ার আগে তিনি আট বলে ২১ রান করেন। এরপরে শায় হোপ এবং অক্ষর প্যাটেল বাদে দিল্লি ক্যাপিটালসের আর কোনো ব্যাটসম্যান উল্লেখ যোগ্য রান করতে পারেনি।


এদিন অক্ষর প্যাটেল ৩৯ বলে ৫৭ রান করেন। যদিও তার এই রান দিল্লি ক্যাপিটালস এর হার এড়ানোর জন্য পর্যাপ্ত ছিলো না। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস ১৯ দশমিক এক ওভারে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান করে। যার ফলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি ৪৭ রানে জিতে নেয়। এদিন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বোলাররা দারুণ বল করেন। মাত্র ২৪ বলে ৩২ রানের কার্যকরী ইনিংসের জন্য ক্যামেরুন গ্রীন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 last year 

এবারের আইপিএল আসরে কোহলি এবং ডুপ্লেসিস এর ব্যাটিং দেখে অবাক হয়েছি। কারণ তারা ততোটা ভালো ব্যাটিং করতে পারেনি। তাদের কাছে সবার এক্সপেকটেশন অনেক বেশি ছিলো। যাইহোক এই ম্যাচে বেঙ্গালুরু বেশ ভালোই স্কোর গড়তে সক্ষম হয়েছিল। তাছাড়া বড় ব্যবধানে ম্যাচটি জিতেছিল। এই ম্যাচের রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.036
BTC 109207.95
ETH 4399.20
USDT 1.00
SBD 0.84