একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় || কভার গান
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি গান নিয়ে হাজির হয়েছি। অনেকদিন হলো গান কভার করা হয় না তাই ভাবলাম একটি গান কভার করে আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমি যে গানটি করছি সেটি হচ্ছে "একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়"। আমার মনে হয় এই গানটা অনেকেরই পছন্দের।আমার তো অনেক পছন্দের একটি গান। আগে প্রচুর শুনতাম।
পুরনো দিনের গানগুলো আমার কাছে বেশি ভালো লাগে। যদিও এখন নতুন নতুন অনেক ভালো ভালো গান আছে তারপরও কেন জানি না পুরাতন গানের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। তাই আমি প্রতিনিয়ত সেই পুরনো গানগুলো গাওয়ারই চেষ্টা করি।তো চলুন বন্ধুরা গানটি উপভোগ করুন।
গানের নামঃ একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
শিল্পীঃ এন্ড্রু কিশোর এবং কনকচাঁপা
ছায়াছবিঃ কাজের মেয়ে
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়
বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়
বড় কষ্ট হয়
আমি তোমারি সন্ধানে
এসেছি এ জগত মাঝে
তুমি বিহীন একা আমি
থাকতে আর পারি নাযে
আমি তোমারি সন্ধানে
এসেছি এ জগত মাঝে
তুমি বিহীন একা আমি
থাকতে আর পারি নাযে
তবু এই যে ভালবাসা যথেষ্ট নয়
বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়
বড় কষ্ট হয়
আমার সারা অন্তর জুড়ে
শুধু রয়েছ যে তুমি
তোমার বিরহে এ জীবন
হবে ধু'ধু মরুভূমি
আমার সারা অন্তর জুড়ে
শুধু রয়েছ যে তুমি
তোমার বিরহে এ জীবন
হবে ধু'ধু মরুভূমি
তবু এই যে চাওয়া পাওয়া,যথেষ্ট নয়
বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়
বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়
বড় কষ্ট হয়..
অনেক সুন্দর একটি গান কভার করেছেন আপু। এই গানটা শুনতে আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে পোস্টটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আসলেই পুরনো দিনের গানগুলো শুনতে ভালই লাগে, আর সেই জায়গা থেকে একটু চেষ্টা করেছি, কভার করার জন্য।
গানটা কিন্তু চমৎকার। খুবই জনপ্রিয় একটি গান বাংলাদেশের সিনেমা জগতের। তবে সকল শ্রেণীর মানুষ এই গানটা পছন্দ করে। আজকে আপনি আপনার নিজ কন্ঠে গানটা গেয়ে আমাদের শোনানোর চেষ্টা করেছেন তাই অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, গানটা শুনে মন্তব্য করার জন্য।
আপু আপনার গানগুলো বরাবরই আমার কাছে ভালো লাগে। চমৎকার একটি গান কভার করেছেন আপনি। পুরনো দিনের গান হলেও গানটি শুনতে বেশ ভালো লাগে। অনেকদিন পরে আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম আরো সুন্দর গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনার জন্য।
আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আপু, গানটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি গান কভার শেয়ার করেছেন। আপনার কন্ঠে গান শুনতে পেয়ে আমার কাছে বেশ ভালো লাগলো। গানটি আপনি যে আমাদের শুভ ভাইকে উদ্দেশ্য করে গেয়েছেন তা বুঝতে পারলাম। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে এন্ড্রু কিশোর গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হাহাহা, বেশ ভালই লাগলো আপনার মন্তব্যটি৷ তবে এটা সত্য যে, আমি নিজের পছন্দের জায়গা থেকে গানটি গেয়েছি৷
সত্যি বলেছেন আপু নতুন নতুন গান যতই শুনি না কেনো পুরাতন এই গান গুলোর তুলনা হয় না। তবে গান শোনা তেমন হয় না আসলে সময়ের অভাবে সব হারিয়ে যায়।তবে আমার বাংলা ব্লগে গান কভার দেখলে শুনতে মিস করি না। ধন্যবাদ আপু প্রিয় একটি গান কভার করার জন্য।
ধন্যবাদ আপু, আমাকে অনুপ্রাণিত করার জন্য আমি খুশি হয়েছি।
আমার কাছে গানের থেকে সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে গানের কভারে দেয়া আপনাদের কাপল পিক। আপনাদের দুজনকে খুবই রোমান্টিক লাগছে।
এই ছবিটা আমরা গতবছরের বসন্তের দিনে তুলেছিলাম ভাই৷
এক সময় আমি এই গানটি সব সময় শুনতাম, কিন্তু এখন আর শুনা হয় না।আজ আপনার কন্ঠে এই গান শুনে আমার অনেক বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে গানটি কভার করেছেন।
একটা সময় আমিও গানটা অনেক শুনতাম ভাইয়া। তবে এখন আর খুব একটা শোনা হয় না। অনেকদিন পর কেন জানিনা গাইতে ইচ্ছে করলো। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
আরে বাহ!!আপনি তো অনেক ভালো গান গাইতে পারেন। গানটার সাথে আপনাদের কাপল পিকটাও অনেক মানিয়েছে।চমৎকার একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনি অসুস্থ অবস্থায় ও যে এতো সুন্দর একটি গান কভার করেছেন সে জন্য অনেক অনেক ধন্যবাদ ভাবি।
কি যে বলেন আপু। 🙈একটু একটু চেষ্টা করি আর কি। আর সত্যিই অসুস্থ ছিলাম গলাটা ভেঙ্গে গিয়েছিল তারপরও চেষ্টা করেছি। তবে গানটি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।